হ্যাঁ! একই বিষয় নিয়ে ৪দিন আগে একটি টিউন করেছিলাম। তবে সেটায় স্পিড তেমন ভাল ছিল না। গতকাল রাত্রে আজকের আইডিয়াটা মাথায় এল। এবং আপনাদের জন্য টিউন করতে বসে পড়লাম এই সাত-সকালে।
ফেসবুকে কিছুক্ষণ আগে আমার ওই পোষ্ট ডিটি ভাই শেয়ার করেছে, ওই খানে একজন কমেন্ট করলো, আরে ভাই ওপেরা মিনি দিয়া তো ১০০ কেবিপিএস দিয়া ডাউন মারা যায় এইটা তো সবাই জানে!!! আর ১০ মেগার লিমিট!! ওইদিন ১১২ মেগার ফাইল ডাউনলোড দিসি!!
ওনাকে আমি বলবো, আরে বলদ! ওইটা ওপেরা মিনি! মোবাইল এর জন্য, আমি পিসি এর জন্য দিয়েছি। আর জিপি দিয়া ১০০কেবিপিএস স্পিড পাইতে হইলে আপনাকে জিপির মালিক হউন লাগবো!!! আর ১১২ মেগার ফাইল এর কথা কইতেছেন!! হা হা হা ! এই ফ্রি নেট দিয়া ৮২ জিবি ডাউনলোড করছি টোটাল ৬/৭ মাসে।
এরপরও আমি তাকে বলবো যে ১০০কেবিপিএস এর ওপেরা নিয়ে একটি টিউন করেন পারলে!!
আমার আগের পোষ্টে কয়েক জন স্পিডি প্রোক্সি দেবে বলে তাদের ফেসবুক আইডি দিয়ে তাদের মোবাইলে কিছু টাকা পাঠাতে বলেছিলো!! আমি তো হাসতে হাসতে শেষ!!! হা হাহাহা!
এটি শুধুমাত্র পিসিতে চলবে। মোবাইলে হবে না। হতে পারে যদি আপনার মোবাইলে নেটফ্রন্ট ব্রাউজারটি ডিফল্ট ভাবে দেওয়া থাকে। সাধারণত স্যামসং জাভা সেটে এই নেটফ্রন্ট ব্রাউজারটি দেওয়া থাকে। যেমন আমার সেট স্যামসং জিটি ই২৬৫২ সেটে এই পদ্ধতি চলে কারণ আমার নেটফ্রন্ট ব্রাউজারটি রয়েছে।
মোবাইলে ফ্রি নেট এর জন্য তো রানা ভাই রয়েছেনই! তাছাড়া আমি মোবাইল নিয়ে তেমন কিছু পারি না তো!!! আপনার সরাসরি রানা ভাইয়ের সাইট থেকে মোবাইলের জন্য ফ্রি নেট নিয়ে নিন।
আসুন আর কথা না বাড়িয়ে স্টেপস এ চলি:
প্রথমে আপনাকে পি১ প্যাকেজ ব্যাতিত অন্য যেকোনো প্যাকেজ একটিভ করে নিতে হবে।
এরপর আপনার মোডেম / পিসি সুইট সেটআপ করে নিতে হবে।
পিসি সুইট সেটআপ:
১। নোকিয়া পিসি সুইট ওপেন করুন।
২। এরপর নেট কানেক্ট অপশনে যান। সেখানে নিচের সেটিং অপশনে (স্ক্রু ড্রাইভার আইকন) ক্লিক করুন।
৩। এখানে:
Select Network Operator অপশন থেকে Configure the Connection Manually অপশনে ক্লিক দিয়ে নেক্সট বক্সে ক্লিক করুন।
৪। এখানে শুধু একসেস পয়েন্টে gpmms লিখে টিক চিহ্ন দিয়ে বেরিয়ে আসুন।
৫। এরপর কানেক্ট দিন। প্রথমবার কানেক্ট হতে হালকা সময় নেবে।
এরপর সরাসরি মোজিলা ফায়ারফক্স স্টেপস টিতে চলে যান - - - - -
জিপি মোডেম সেটিং:
১। প্রথমে দেখুন কারেন্ট আছে নাকি!!! আশুগঞ্জ বির্দ্যুৎ কারখানার কয়েকটি মেশিন বন্ধ হয়ে যাওয়ায় এই হবিগঞ্জ এরিয়ায় দিনে ৬ ঘন্টা কারেন্ট পাওয়া যায়!
২। এরপর আপনার পিসি/ল্যাপটপ টি ওপেন করুন।
৩। গ্রামীণফোন মডেম অথবা নোকিয়া পিসি সুইট কানেক্ট করুন।
৪। যেহেতু আমার নোকিয়া পিসি সুইট মানে নোকিয়া সেট নাই তাই আমি গ্রামীণফোন মডেম দিয়ে দেখাচ্ছি, পিসি সুইটেও একই নিময় বজায় রাখুন।
৫। গ্রামীণমোড মডেম সফটটি ওপেন হউক। এরপর টুলস>অপশন এ যান।
৬। টুলস ডায়ালগ বক্স আসলে সেখান থেকে প্রোফাইল ম্যানেজারে যান।
৭। এরপর নিচের মতো করুন এবং ছবি অনুসরণ করুন:
Profile Name:
GPMMS
APN Type:
Static
APN:
gpmms
আর কিছু করা লাগবে না। এরপর সেভ বাটনে ক্লিক করে বেরিয়ে আসুন।
৮। এরপর মেইন মেনু থেকে জিপিএমএমএস সিলেক্ট করে কানেন্ট দিন!
প্রথম বার কানেন্ট হতে হালকা সময় নেবে।****
৯। এরপর মোজিলা ফায়ারফক্স ব্রাউজার ওপেন করুন। আপনার অবশ্যই মোজিলা ফায়ারফক্স ব্রাউজারটি ইন্সটল থাকতে হবে ফ্রি নেট চালাতে হলে।
১০। এরপর টুলস>অপশন কমান্ডটি প্রসেস করুন।
১১। টুলস ডায়ালগ বক্স আসলে সেখান থেকে Advanced>Network>Settings কমান্ড অনুসরণ করুন।
১২। এখানে:
Manual Proxy Configuration: অপশনটি নির্বাচন করুন,
SSL Proxy ঘরে 10.128.1.2 লিখুন এবং Port ঘরে লিখুন 8080।
অন্যান্য ঘর ফাঁকা রাখুন অর্থ্যাৎ কিচ্ছু করতে হবে না। ওকেতে ক্লিক করে মূল পর্দায় ফিরে আসুন।
এরপর এড্রেস বারে গিয়ে লিখুন:
CGI Proxy এর সেবা পেতে লিখুন - https://scusiblog.org/proxy/nph-proxy.cgi
SLL Proxy এর সেবা পেতে লিখুন - https://www.4proxy.de
উপরের দুটি সার্ভার ই স্পিডি সার্ভার এবং ডাউনলোড এর জন্য উত্তম।
CGI Proxy এর সার্ভার ব্যবহার করলে নিচের মতো পর্দা আসবে।
এখানে পেজের মধ্যখানের বক্সে আপনার কাঙ্খিত এড্রেস লিখে ব্রাউজ এবং ডাউনলোড করুন।
SSL Proxy এর সার্ভার ব্যবহার করলে নিচের মতো পর্দা আসবে।
এখানে ওয়েব ইউআরএল বক্সে আপনার কাঙ্খিত এড্রেস লিখে ব্রাউজ এবং ডাউনলোড করুন।
ফেসবুক ব্যবহার এর জন্য:
ফেসবুক ব্যবহার করতে চাইলে কোনো প্রোস্কি সার্ভারে যেতে হবে না। নাহলে আপনার আইডি হ্যাক হবার আশঙ্খা থাকতে পারে। কারণ এটি একটি 3rd Party Connection.
ফেসবুক ব্যবহার এর জন্য ফায়ারফক্স সেটিং এর পর সরাসরি https://www.facebook.com ব্যবহার করুন। মনে রাখবেন প্রতিবার পেজের ক্লিক করার সময় এড্রেস বারে https:// যাতে থাকে।
সমস্যা:
এই পদ্ধতিতে ফেসবুক ব্যবহার করলে শুধুমাত্র ফেসবুক গেমস গুলো খেলতে পারবেন না। লোডিং এর মাঝপথেই থেমে যাবে। এছাড়া ফেসবুক ভিডিও, চ্যাট এগুলো হবে।
ইউটিউব ব্যবহার এর জন্য:
ইউটিউব ব্যবহার করতে হলে বিকল্প পদ্ধতি রয়েছে। এটির দ্বারা সরাসরি ইউটিউব ভিডিও লোড হবে না, আপনাকে ডাউলোড করে নিতে হবে।
১। প্রথমে আমার SSL Proxy অথবা CGI Proxy ব্যবহার করে http://dhakawap.com/tube/main.html এই সাইটে যেতে হবে।
২। পর্দার ডান দিকে দেখবেন ইউটিউব ভিডিও Search এবং Direct Download অপশন রয়েছে।
Search বক্সে যেকেনো কিছু লিখে তার ভিডিও অথবা Direct Download বক্সে সরাসরি ইউটিউব লিংক দিয়ে ডাউনলোড করতে পারেন আপনার পছন্দের ভিডিও।
এছাড়াও:
জিপিএমএমএস দিয়ে সরাসরি টরেন্ট, আইডিএম, এন্টিভাইরাস আপডেট সহ যাবতীয় কাজ করা যাবে! একবার ট্রাই করে দেখুন!!!
সবশেষে বলতে চাই, ডাউনলোড করুন ইচ্ছে মতো, এই পদ্ধতি বন্ধ হয়ে যাবার আগেই!!!!
বি.দ্র: এই পোষ্টে ফুল স্পিড বলতে গ্রামীণফোন হতে নরমালি যা স্পিড দেয় তাকে বুঝানো হয়েছে, আর ভাই এইসব টিউন করতে ভয় লাগে। যেইভাবে ব্লগারদের গ্রেফতার করা হচ্ছে, আমাকে কি জানি কোম্পানির ক্ষতির জন্য জিপি মামু কেইস করে দেয়!!!! লুল!
এই পদ্ধতিতে যেকোনো সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন:
http://www.facebook.com/talented.fahad
এত্ত বড়ড়ড়ড়ড়ড় টিউন জীবনেও লিখি নাই আর!!! :V
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
অসাধারন একটি পোস্ট , অনেক অনেক ধন্যবাদ