খুব সহজে ওয়েবসাইট থেকে অনাকাঙ্খিত এ্যাড দূর করুন

আমরা অনেক সময় ওয়েবসাইটে ঢুকে অনেক ধরণের এ্যাড দেখতে পাই। কোন কোন সাইটে এ্যাড থাকার কারণে লোড নিতে অনেক দেরি হয়। যার কারণে ইন্টারনেটের ডাটাও বেশী খরচ হয়ে যায়। এছাড়া কিছু কিছু ওয়েবসাইটের এত বেশী এ্যাড থাকে যে ডাউনলোড অপশান ও প্রয়োজনীয় তথ্য খুজের বের করা মুশকিল হয়ে পড়ে। অসাবধানতা বশত কোথাও ক্লিক করলে একাধিক ট্যাব খুলে যায়। খারাপ ছবি, ভিডিও এনিমেশন ইত্যদি ওপেন হয়ে যায়। এসকল এ্যাড থেকে বাঁচার জন্য ৫৯৯ (কেবি) কিলো বাইটের  একটি প্লাগিন্স আপনার ব্রাউজারের ইন্সটল করে নিতে পারেন।

 প্রথমে এই লিংকে ঢুকে তিনটা ডাউনলোড লিংকের যেকোন একটির মাধ্যমে ডাউনলোড করুন। আপনার ব্রাউজারের প্লাগিন্সেটি ইন্সটল করুন। এরপর যে কোন একটি ওয়েব সাইট ওপেন করুন দেখবেন কোন এ্যাড নেই। যখন এটি একটিভ থাকবে ব্রাউজারের নিচে স্টাটাসবারে দেখা যাবে।

এছাড়া, ওয়েব সাইটের যে এ্যাডটি ব্লক করতে চান সেটিতে মাউসের রাইট ক্লিক করেও ব্লক করতে পারবেন।

এটি ডিএকটিভ করতে হলে ব্রাউজারের নিচের স্টাটাস বার থেকে ডিসএবল করতে পারবেন।

Level 0

আমি Noor Hosain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Kon browser a kaj korba?

Level 0

Very nice post

অসাধারন একটা জিনিষ দিলেন ভাই,অনেক দিন ধরে খুজছিলাম…।।ধন্যবাদ

@ felu da এটি সব ব্রাউজারে কাজ করবে।

vai aita install korta par lam na ??????? kivaba korbo akto jodi bojai boltan plz