pc থেকে delete,copy,past,cut,send to হাইড করে দিন খুব সহজে

কেমন আছেন আপনারা? আশা করে ভাল আছেন। আজ ছোট এবং মজার একটি সফটওয়্যার শেয়ার করবো আপনাদের সাথে।

এখন থেকে আপনার পিসির কোন কিছু ছুরি হয়ে যাওয়া, কেউ আপনার অজান্তে আপনার ডাটা কপি করে নিয়ে যাওয়া, বা ডিলেট

হয়ে যাওয়ার দুশ্চিন্তা করতে হবেনা। এর জন্য আপনার দরকার এক মেগাবাইটের চেয়েও ছোট একটি সফটওয়্যার, মিডিয়াফায়ার লিংক

ডাউনলোড করে নিন এখান থেক, তারপর ইন্সটল করুন আর দশটা সফটওয়ারের মতই, এবং desktop এর shortcut আইকনে ডাবল ক্লিক করে ওপেন করুন। নিচের মত দেখবেন……………………………………

এখানে define hotkey সমান ctrl+d দেখা যাচ্ছে, আপনি চাইলে পরিবর্তন করতে পারেন। যেমন ধরুন ctrl+p বা

ctrl+e বা ctrl+k ইত্যাদি। এবার activate ক্লিক করুন। ব্যাস কাজ শেষ, এবার দেখুনতো কোন কিছু কপি বা পেস্ট

বা ডিলেট করতে পারেন কি না। কি ভয় পেয়ে গেলেন না কি? ভয় পাবার কিছু নেই। শুধু desktop এ গিয়ে keyboard

থেকে যে অক্ষর গুলো দিয়ে activate করেছেন ঐ অক্ষর গুলো চাপুন, যেমন আপনি যদি ctrl+d দিয়ে activate করে থাকেন

তাহলে deactivate করতেও ctrl+d চাপুন, একটি window ওপেন হবে এবং আপনি ok ক্লিক করুন।

এবার দেখুন সব আবার আগের মত হয়ে গেছে। সবাই ভাল থাকুন……………।

Level 0

আমি kamrulbhuiyan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 406 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুবই সাধারন একজন মানুষ, কিছুই করিনা, মাঝে মাঝে ব্লগে লিখালিখি করি, আর অন্য সময় খেলাধুলায় ব্যাস্ত থাকি.....।।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Nice!!! 🙂

অসাধারণ টিউন। চালিয়ে যান

কমেন্টস করার জন্য ধন্যবাদ।

এটা পিসিতে মনে হয় অটো চালু হবে না। অটো চালু হলে বারবার active করার ঝামেলা থাকবেনা please আমাকে জানান

দারুন ব্রাদার !

আইপিএল সহ সব ইন্টারন্যাশনাল খেলা লাইভ দেখুন – লাইভ এখানে

Level 2

ভালো জিনিস দিলেন ভাই

ভাই পিসি রিস্টাট দিলে আবার কি একটিভ করতে হবে ?

jotil jinish to vai tnx