Microsoft Office এ তৈরী করুন বারকোড

আমরা বারকোড তৈরী করার জন্য অনেক রকম সফ্‌টওয়্যার ব্যবহার করি। অনেকে বিভিন্ন সাইট থেকে অনলাইনে বারকোড তৈরী করে কিন্তু এই সুবিধা এখন Microsoft Office এর মধ্যে। দুই ভাবে বারকোড তৈরী করা যায়,

১ম নিয়ম:
Microsoft Office এর একটি Add-Ins ডাউনলোড করে Install করতে হবে। Install করার পর আপনার অফিস প্রোগ্রাম এর মধ্যে Add-Ins নামক একটি মেনু যোগ হবে, যার মাধ্যমে আপনি বারকোড তৈরী করতে এবং প্রিন্ট করতে পারবেন। এই ধরনের দুটো Add-Ins হল, BarCodeWiz Barcode Control এবং Barcode Generator for Microsoft Office। মনে রাখতে হবে এগুলো ফ্রী নয়, আপনাকে ক্রয় করতে হবে, সে জন্য বারকোড তৈরী করলে এর মধ্যে DEMO লেখা থাকবে। তবে ক্রয়কৃত টিতে DEMO লেখা থাকবে না।

২য় নিয়ম:
নিচের লিংক থেকে বারকোড ফন্ট ডাউনলোড করে Control Panal এর Fonts এর মধ্যে পেষ্ট করে দিন, এবং মাইক্রোসফ্‌ট অফিস এর যে কোন প্রোগ্রামে এ ফন্ট সিলেক্ট করে বার কোড লিখতে পারেন।
Hotfile

Level 0

আমি foridul islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

student of mgt


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক ধন্যবাদ

Level 0

Thank you very much!