আবারো গ্রামীণফোন ফ্রি নেট ব্যবহার করুন ! (সর্বোচ্চ বিস্তারিত বিবরণ!)

$$$$$$আপডেট: পোস্ট টির আপডেটেড ভার্সন টি দেখে নিন - https://www.techtunes.io/?p=207669  $$$$$$

 

হুমম! ফ্রি নেট! কথাটা গত ৬/৭ মাস ব্যাপি বাংলাদেশে ব্যাপক আলোচনা হচ্ছে।  বিশেষ করে বাংলাদেশে সবচেয়ে বড় নেটওর্য়াকওয়ালা কোম্পানি গ্রামীণফোন নেট নিয়ে। তবে কিছুদিন আগে থেকে গ্রামীণফোন “ফ্রি” নেট বন্ধ করে দেয়। এর কারণ হিসেবে বলা হচ্ছে গ্রামীণফোনে থ্রিজি প্রযুক্তির নেটওর্য়াক উন্নয়ন।

এখানে আমি একটি কথাই বলবো। এই তথাকথিত ফ্রি নেট এর পিছে অবশ্যই গ্রামীণফোনের চাল রয়েছে। ফ্রি নেট আমাদের মতো দেশে শোনা গেলেই হইচই শুরু হয়। মানে হলো ফ্রি নেট এর মাধ্যমে গ্রামীণফোন তাদের গ্রাহক প্রচুর বাড়িয়েছে। কি বলেন???

যাই হোক মূল টিউনে আসি।

ফ্রি নেট আবারো ব্যবহার করতে পারবেন তবে:

১। থ্রিজি নেটওর্য়াক উন্নয়ন আর যাই হোক আজাইরা এই ফ্রি নেট এর স্পিড ৫০% ধীরগতি সম্পন্ন।

২। ধীরগতির জন্য আপনাকে অবশ্যই গ্রামীন নেট এর পি১ প্যাকেজ ছাড়া অবশ্যই অন্য প্যাকেজ একটিভ থাকতে হবে।

৩। ১০ মেগাবাইট ডাটা ডাউনলোড করতে পাক্কা ৩২ মিনিট ৪৪ সেকেন্ড লাগবে!! (নাই মামার চেয়ে কানা মামা ভালো!!)

৪। নরমাল গতির যে সার্ভার তাতে ১০ মেগাবাইট এর বেশি ডাটা ডাউনলোড হয় না!

তাই এখন সিদ্ধান্ত আপনার!!!

কম্পিউটারে ফ্রি নেট, নিয়মাবলী এবং ধাপসমূহ:

যেহেতু আমি বিস্তারিত বিবরণ সহ দিব তাই শুরু থেকে বলছি!

১। প্রথমে দেখুন কারেন্ট আছে নাকি!!! আশুগঞ্জ বির্দ্যুৎ কারখানার কয়েকটি মেশিন বন্ধ হয়ে যাওয়ায় এই হবিগঞ্জ এরিয়ায় দিনে ৬ ঘন্টা কারেন্ট পাওয়া যায়!

২। এরপর আপনার পিসি/ল্যাপটপ টি ওপেন করুন।

৩। গ্রামীণফোন মডেম অথবা নোকিয়া পিসি সুইট কানেক্ট করুন।

৪। যেহেতু আমার নোকিয়া পিসি সুইট মানে নোকিয়া সেট নাই তাই আমি গ্রামীণফোন মডেম দিয়ে দেখাচ্ছি, পিসি সুইটেও একই নিময় বজায় রাখুন।

৫। গ্রামীণমোড মডেম সফটটি ওপেন হউক। এরপর টুলস>অপশন এ যান।

৬। টুলস ডায়ালগ বক্স আসলে সেখান থেকে প্রোফাইল ম্যানেজারে যান।

৭। এরপর নিচের মতো করুন এবং ছবি অনুসরণ করুন:

Profile Name:

GPMMS

APN Type:

Static

APN:

gpmms

আর কিছু করা লাগবে না। এরপর সেভ বাটনে ক্লিক করে বেরিয়ে আসুন।

৮। এরপর মেইন মেনু থেকে জিপিএমএমএস সিলেক্ট করে কানেন্ট দিন!

প্রথম বার কানেন্ট হতে হালকা সময় নেবে।****

৯। এরপর মোজিলা ফায়ারফক্স ব্রাউজার ওপেন করুন। আপনার অবশ্যই মোজিলা ফায়ারফক্স ব্রাউজারটি ইন্সটল থাকতে হবে ফ্রি নেট চালাতে হলে।

১০। এরপর টুলস>অপশন কমান্ডটি প্রসেস করুন।

১১। টুলস ডায়ালগ বক্স আসলে সেখান থেকে Advanced>Network>Settings কমান্ড অনুসরণ করুন।

১২। এখানে:

Manual Proxy Configuration: অপশনটি নির্বাচন করুন,

SSL Proxy ঘরে 10.128.1.2 লিখুন এবং Port ঘরে লিখুন 8080।

অন্যান্য ঘর ফাঁকা রাখুন অর্থ্যাৎ কিচ্ছু করতে হবে না। ওকেতে ক্লিক করে মূল পর্দায় ফিরে আসুন।

১৩। এবার ফায়ারফক্স এর এড্রের বারে লিখুন https://www.blessmyass.com অবশ্যই http এর পর একটি s যোগ করবেন।

একটি SSL Proxy সাইট আসবে। এখানে উপরের দিকের PORT ব্যবহার করুন যদি আপনি ব্রাউজ করতে চান। আর নিচের দিকের PORT ব্যবহার করুন যদি আপনি ডাউনলোড করতে চান। ছবিতে লাল বৃত্ত পোর্টে ব্রাউজ করবেন এবং কালো বৃত্ত পোর্টে ডাউনলোড এর উদ্দেশ্য নিয়ে ব্রাউজ করবেন।

১৫। মানে হচ্ছে ধরুণ আপনি ফেসবুক ব্যবহার করবেন, তাই উপরের (লাল বৃত্ত) পোর্টে http://www.facebook.com লিখে ব্রাউজিং শুরু করুন। এবং যদি আপনি ফিউজন বিডি থেকে কোনো কিছু ডাউনলোড করতে চান তবে নিচের (কালো পোর্টে) লিখুন http://www.fusionbd.com এবং ব্রাউজ করে ডাউনলোড দিন।

ডাউনলোড সমস্যা:

১। এটি IDM মানে কোনো ডাউনলোড ম্যানেজারে Support করবে না। তাই ব্রাউজার থেকেই ডাউনলোড দিতে হবে।

২। ডাউনলোড গতি থাকবে ১০মেগাবাইট প্রতি আধা ঘন্টায়।

৩। গতি কম হলেও এই সাভার্রে আনলিমিটেড সাইজের ফাইল ডাউনলোড দিতে পারবেন। অন্যান্য স্পিডি সার্ভারে ১০ মেগার বেশি ডাউনলোড হয় না!!!

মোবাইলে একই পদ্ধতি অনুসরণ করুন:

জিপি এমএমএস (GPMMS) কনফিগারেশন ডিফল্ট হিসেবে সেট করে আপনার মোবাইলে ডিফল্ট ব্রাউজার রে https://www.blessmyass.com লিখে ব্রাউজ এবং ডাউনলোড করুন উপরের নিয়মে!

উপরের নিয়ম অনুসরণ করেও আপনি যদি ফ্রি নেট চালাতে না পারেন তবে ফেসবুকে আমার সাথে যোগাযোগ করুন: http://www.facebook.com/talented.fahad

ধন্যবাদ!!

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

apnader 20-25 kb per sec speed e gp te free net chalanor tricks debo.Jara sudhu amr mobile 20 tk load dite parben tarai jogajog korun.Jodi kaj na kre shthe shthe tk ferot.Amar facebook id te jogajog korun http://www.facebook.com/mbyafi.

    Level 0

    Je kono modem e Gp sim diye free net use korte parben amar tricks diye shorboccho speed e….

    @Yafi: ভাই, এটা মাছের বাজার না……………

Level New

vai amar modeme oi rokom option ase na plz help

Level 2

DUR MIYA 600MB 5GHOTA LAGE DOWNLOAD KORTE EITA TECHTUNE SHARE NA KOIRA SOO KONO WEBSITE DEN TECTUNE GP ER DALAL ASE

Level 2

DUR MIYA 600MB 5GHONTAI DOWNLOAD HOY ..SHARE KOIRA EITAW OFF KOIREN NA TECTUNE E GP ER DALAL ASE ANOO KONO SITE E SHARE KOREN

Level 2

EITAR SPEED AR NORMAL SHOMAN PRAY

Level 0

Shondor post……shear korar jonno dhonnobad

Vhai…..mobile ar deflt browser a ki manual proxy setting korte hobe ?

r….vhai youtube suported kono proxy server thake….pls shear koren…..

free download korte korte memory card ar memory furai gese.darun speed a download kori free te.http://fb.com/tnasim.anjum.90

ভাই কই আপনি আসেন কোলে লই………লুল…।। থাঙ্কু আমার কাজ হইসে,…

ধুর মিয়া, আজাইরা প্যাচাল পারেন কেন? ফ্রি নেটা ব্যবহারের জন্য এত ঝামেলা করতে হয় নাকি? কি আরামে ব্যবহার করতাছি, আর আপনে মিয়া এত কতা কইয়া পাবলিকের মাতা গরম কইরা লাইতাছেন।

    @Imran Masud: ভাইয়া আপনি কি ফ্রি চালান? প্লিস একটু বলবেন ।

Level 0

janeee boss >>>>tobooo tnxxxxxxxxxxxxxxxxxxx

Post ta remove koren,nahole am sala dutoi jabe..Bujte peresen?

Level 0

এরকম ROBI’র কোন সুবিধা নেই ?

Level 0

facebook ব্রাউজ করা যায় না। Cookies are not enabled বলে। কিন্তু Cookies enabled ই আছে।

শেষ ফ্রী ট্রিক টাও দেখতাছি বন্ধ করে ফেলবেন আপনি আপনার একটু প্রচারের জন্য আমাদের বাঁশ দিতাছেন ভাই ।

Level 0

gp dia pdproxy chalaitasi 20up speed mexmimum time

শালা টিউন করার আর জায়গা পাও নাই। কালকে থেকে https:// ট্রিক টা বন্ধ। নিজের নাম প্রচার করতে গিয়ো নিজে বাশ খাইছচ আমাদের কে খা্ওয়াইছচ।

    একজন ভদ্র মানুষ হবার খাতিরে আপনার কথা জবাব টা দিলাম না। ভাই একটা কথাই বলবো, গ্রামীণফোন বন্ধ করুন, আরেকটি উপায় আসবেই!

Banglalion e free net use ar kono tricks nai ????

আমি পিডিপ্রক্সিতেইই আছি।

Level 0

I convert my 2G Teletalk Sim to 3G System and i got 1 GB data free. But i can’t use it because i live out side of 3G network. Can any friend of Techtunes help me to use this 1 GB data.

Level 0

ami er theke besi speed a net chalai amar etar dorkar nai r amar ta hoccha unlimited

Level 0

Pd Proxy তে GP এর UDP Port তো আগেই ব্ন্ধ হইছে আর গতকাল থেকে ICMP Port দিয়াও আর Connect হয় না। Pd Proxy দিয়া GP এর Free Net চালানোর দিন বুঝি শেষ।

    @saifulag8: PD বন্ধ হইছে গতকাল থেকেই। ICMP পোর্টও কাজ করে না। দেখি নতুন কোন সিস্টেম বের হয়। আপাতত বাংলাবিলাই চালাইতে থাকি

vai notun kono syatem thakle please amake aktu janaben. #[email protected]

Level 0

ধন্যবাদ আপনাকে নতুন পদ্ধতি টিউন করার জন্য। আমি এই পদ্ধতিতে ব্রাউজ করতে পারছি কিন্তু একটা সমস্যা। ৫ মিনিট পর পর মডেম ডিস কানেক্ট হয়ে যাচ্ছে। আমি জিপি mf100 modem ইউজ করি,। আশা করি সমাধান দিবেন।

হুম কাজ হয় কিন্তু ৫ মিনিট পরপর ডিসকানেক্ট হয়ে জায়..সমাধান থাকলে জানান