$$$$$$আপডেট: পোস্ট টির আপডেটেড ভার্সন টি দেখে নিন - https://www.techtunes.io/?p=207669 $$$$$$
হুমম! ফ্রি নেট! কথাটা গত ৬/৭ মাস ব্যাপি বাংলাদেশে ব্যাপক আলোচনা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশে সবচেয়ে বড় নেটওর্য়াকওয়ালা কোম্পানি গ্রামীণফোন নেট নিয়ে। তবে কিছুদিন আগে থেকে গ্রামীণফোন “ফ্রি” নেট বন্ধ করে দেয়। এর কারণ হিসেবে বলা হচ্ছে গ্রামীণফোনে থ্রিজি প্রযুক্তির নেটওর্য়াক উন্নয়ন।
এখানে আমি একটি কথাই বলবো। এই তথাকথিত ফ্রি নেট এর পিছে অবশ্যই গ্রামীণফোনের চাল রয়েছে। ফ্রি নেট আমাদের মতো দেশে শোনা গেলেই হইচই শুরু হয়। মানে হলো ফ্রি নেট এর মাধ্যমে গ্রামীণফোন তাদের গ্রাহক প্রচুর বাড়িয়েছে। কি বলেন???
যাই হোক মূল টিউনে আসি।
ফ্রি নেট আবারো ব্যবহার করতে পারবেন তবে:
১। থ্রিজি নেটওর্য়াক উন্নয়ন আর যাই হোক আজাইরা এই ফ্রি নেট এর স্পিড ৫০% ধীরগতি সম্পন্ন।
২। ধীরগতির জন্য আপনাকে অবশ্যই গ্রামীন নেট এর পি১ প্যাকেজ ছাড়া অবশ্যই অন্য প্যাকেজ একটিভ থাকতে হবে।
৩। ১০ মেগাবাইট ডাটা ডাউনলোড করতে পাক্কা ৩২ মিনিট ৪৪ সেকেন্ড লাগবে!! (নাই মামার চেয়ে কানা মামা ভালো!!)
৪। নরমাল গতির যে সার্ভার তাতে ১০ মেগাবাইট এর বেশি ডাটা ডাউনলোড হয় না!
তাই এখন সিদ্ধান্ত আপনার!!!
কম্পিউটারে ফ্রি নেট, নিয়মাবলী এবং ধাপসমূহ:
যেহেতু আমি বিস্তারিত বিবরণ সহ দিব তাই শুরু থেকে বলছি!
১। প্রথমে দেখুন কারেন্ট আছে নাকি!!! আশুগঞ্জ বির্দ্যুৎ কারখানার কয়েকটি মেশিন বন্ধ হয়ে যাওয়ায় এই হবিগঞ্জ এরিয়ায় দিনে ৬ ঘন্টা কারেন্ট পাওয়া যায়!
২। এরপর আপনার পিসি/ল্যাপটপ টি ওপেন করুন।
৩। গ্রামীণফোন মডেম অথবা নোকিয়া পিসি সুইট কানেক্ট করুন।
৪। যেহেতু আমার নোকিয়া পিসি সুইট মানে নোকিয়া সেট নাই তাই আমি গ্রামীণফোন মডেম দিয়ে দেখাচ্ছি, পিসি সুইটেও একই নিময় বজায় রাখুন।
৫। গ্রামীণমোড মডেম সফটটি ওপেন হউক। এরপর টুলস>অপশন এ যান।
৬। টুলস ডায়ালগ বক্স আসলে সেখান থেকে প্রোফাইল ম্যানেজারে যান।
৭। এরপর নিচের মতো করুন এবং ছবি অনুসরণ করুন:
Profile Name:
GPMMS
APN Type:
Static
APN:
gpmms
আর কিছু করা লাগবে না। এরপর সেভ বাটনে ক্লিক করে বেরিয়ে আসুন।
৮। এরপর মেইন মেনু থেকে জিপিএমএমএস সিলেক্ট করে কানেন্ট দিন!
প্রথম বার কানেন্ট হতে হালকা সময় নেবে।****
৯। এরপর মোজিলা ফায়ারফক্স ব্রাউজার ওপেন করুন। আপনার অবশ্যই মোজিলা ফায়ারফক্স ব্রাউজারটি ইন্সটল থাকতে হবে ফ্রি নেট চালাতে হলে।
১০। এরপর টুলস>অপশন কমান্ডটি প্রসেস করুন।
১১। টুলস ডায়ালগ বক্স আসলে সেখান থেকে Advanced>Network>Settings কমান্ড অনুসরণ করুন।
১২। এখানে:
Manual Proxy Configuration: অপশনটি নির্বাচন করুন,
SSL Proxy ঘরে 10.128.1.2 লিখুন এবং Port ঘরে লিখুন 8080।
অন্যান্য ঘর ফাঁকা রাখুন অর্থ্যাৎ কিচ্ছু করতে হবে না। ওকেতে ক্লিক করে মূল পর্দায় ফিরে আসুন।
১৩। এবার ফায়ারফক্স এর এড্রের বারে লিখুন https://www.blessmyass.com অবশ্যই http এর পর একটি s যোগ করবেন।
একটি SSL Proxy সাইট আসবে। এখানে উপরের দিকের PORT ব্যবহার করুন যদি আপনি ব্রাউজ করতে চান। আর নিচের দিকের PORT ব্যবহার করুন যদি আপনি ডাউনলোড করতে চান। ছবিতে লাল বৃত্ত পোর্টে ব্রাউজ করবেন এবং কালো বৃত্ত পোর্টে ডাউনলোড এর উদ্দেশ্য নিয়ে ব্রাউজ করবেন।
১৫। মানে হচ্ছে ধরুণ আপনি ফেসবুক ব্যবহার করবেন, তাই উপরের (লাল বৃত্ত) পোর্টে http://www.facebook.com লিখে ব্রাউজিং শুরু করুন। এবং যদি আপনি ফিউজন বিডি থেকে কোনো কিছু ডাউনলোড করতে চান তবে নিচের (কালো পোর্টে) লিখুন http://www.fusionbd.com এবং ব্রাউজ করে ডাউনলোড দিন।
ডাউনলোড সমস্যা:
১। এটি IDM মানে কোনো ডাউনলোড ম্যানেজারে Support করবে না। তাই ব্রাউজার থেকেই ডাউনলোড দিতে হবে।
২। ডাউনলোড গতি থাকবে ১০মেগাবাইট প্রতি আধা ঘন্টায়।
৩। গতি কম হলেও এই সাভার্রে আনলিমিটেড সাইজের ফাইল ডাউনলোড দিতে পারবেন। অন্যান্য স্পিডি সার্ভারে ১০ মেগার বেশি ডাউনলোড হয় না!!!
মোবাইলে একই পদ্ধতি অনুসরণ করুন:
জিপি এমএমএস (GPMMS) কনফিগারেশন ডিফল্ট হিসেবে সেট করে আপনার মোবাইলে ডিফল্ট ব্রাউজার রে https://www.blessmyass.com লিখে ব্রাউজ এবং ডাউনলোড করুন উপরের নিয়মে!
উপরের নিয়ম অনুসরণ করেও আপনি যদি ফ্রি নেট চালাতে না পারেন তবে ফেসবুকে আমার সাথে যোগাযোগ করুন: http://www.facebook.com/talented.fahad
ধন্যবাদ!!
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
apnader 20-25 kb per sec speed e gp te free net chalanor tricks debo.Jara sudhu amr mobile 20 tk load dite parben tarai jogajog korun.Jodi kaj na kre shthe shthe tk ferot.Amar facebook id te jogajog korun http://www.facebook.com/mbyafi.