আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
আজ আমরা শিখব কিভাবে লেখা থেকে অডিওতে রূপান্তর করা যায় তার নিয়ম, তাহলে চলুন শুরু করা যাক। নিজের নিয়ম গুলো ভালো করে অনুসরণ করুন।
প্রথমে Start বাটনে ক্লিক করে Accessories ক্লিক করে Notepade এ ক্লিক করুন, তাহলে Notepade চালুন হবে।
এবার Notepade এ খালি ঘরে নিচের কোর্ড গুলো কপি পেষ্ট করুন। নিচের মত করে।
Dim msg, sapi
msg=InputBox("Enter your text for conversion– ","By computer freaks")
Set sapi=CreateObject("sapi.spvoice")
sapi.Speak msg
তারপর মেনুবার থেকে File>Save As ক্লিক করে File name বক্স "Hossianbd.vbs" নামে Save করুন। Hossianbd এখানে আপনার নামও দিতে পারেন।
এবার Save করা ফাইলটি ডাবল ক্লিক করুন, তারপর আপনার পছন্তমত ইংরেজী Line বা Word লিখে Ok ক্লিক করুন আর দেখুন মজা।
অনেকের হয়ত টিপস টা জানা আছে যাদের জানা নেই তাদের জন্য এই টিপস।
ভাল লাগলে কমেন্ট জানাতে ভুলবেন না,আজ এই পর্যন্ত।
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
আপনি আসলেই একটা Genious!!!!!
ধন্যবাদ বা ভাল বলে আর আপনাকে ছোট করব না।
চালিয়ে যান……।