যারা Ministry Of Education এ ঢুকতে পারছেন না! তারা ১০ সেকেন্ডেই[Supersonic-জটিল স্পিড :D] ঢুকে যান!! [জলদি]

যারা পাইয়া গেসেন তাদের কথা তো বাদ ই । আর যারা পাননি,তাদের জন্য

____________

১. প্রথমে  এই সাইট টিতে যান - http://proxy-server.at

2. এই পেইজ টির নিচে দেখুন URl লিখার জায়গা আছে ।  ওখানে   এই  url  টি [  http://www.educationboardresults.gov.bd/lite/result.php  ] লিখুন বা এখান থেকে Copy করে ওখানে Paste করুন--

৩. 'Go'  বাটনে  ক্লিক করুন।

ব্যাস!!!  কেল্লা ফতে । 😀

তারপর বোর্ড এর নাম + রোল নং বসিয়ে দেখে নিন আপনার কাঙ্খিত রেসাল্ট ।

[উল্লেখ্যঃ যে কোনো Blocked ওয়েবসাইট এ Enter করতে proxy-server.at সাইটটি ব্যবহার করতে পারেন,কারন এর রয়েছে জটিল স্পিড 🙂 ]

techtunes 50 ওয়ার্ড এর কম শব্দের পোস্ট accept করে না।  🙁 তাই কিছু আজাইরা কথা লিখি।

[electricity চলে গিয়েছিলো তাই পোস্ট করতে এতো দেরি হল]

আপনার কম্পিউটারগত যে কোনো সমস্যার সমাধানের জন্য জানাতে পারেন  facebook এ  :p

আর  ইচ্ছা থাকলে মাউথ অরগান প্রেমীরা ফেসবুকে বসেই শিখতে পারেন মাউথ অরগান বাজানো । চলে যান Learn Classical harmonica এর পেইজ এ,লাইক দিয়ে শিখতে থাকুন ।[আমিই শিখাচ্ছি কিনা!!] 😉

ভালো লাগলে কমেন্ট ও করবার পারেন / 😀

Level 0

আমি নেক্সোপিয়ান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 148 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জীবনটা সংগ্রামের,কিন্তু তার সাথে লড়াই করে বেচে থাকার মাঝেই আছে__জীবনের সার্থকতা ''


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অসংখ্য ধন্যবাদ!!!!!!!!!!!

অনেক অনেক ধন্যবাদ ( কাজ হয়েছে)

Level 0

অনেক ধন্যবাদ। আজ সকালের দিকে অনেকে নেট থেকে রেজাল্ট পেয়েছে। এই পদ্ধতিতে রেজাল্টপাওয়া কি সম্ভব ছিল?

    @nill99: সকালে তো রেজাল্ট পাওয়া সম্ভব ছিল না কারণ Education Board Results এ তো লেখা ছিলো যে দুপুর ২ টায় রেজাল্ট Publish হবে ।আর যদি কেউ পেয়েও থাকে, ঐ পদ্ধতিটা আমার জানা নেই,bro 🙁

      @নেক্সোপিয়ান: দুপুর ২টার আগে অনেক জনে রেজাল্ট পেয়েছে এটা কিভাবে সম্ভব?

        @হোছাইন আহম্মদ: আমিও অবাক হয়ে যাচ্ছি কারন 😮 ইন্টারনেট এ ওটা অসম্ভব coz Ministry Of Education ছাড়া আর কারো Right নেউ রেজাল্ট পাবলিশ করার আর কেউ পারবেও না। কয়েকটি সূত্রমতে কয়েকটা স্কুল রয়েছে যেগুলো ২ টার আগেই রেজাল্ট শিক্ষার্থীদের দিয়ে দিয়েছে। সেজন্যই দুপুর ২ টার আগে অনেকে রেজাল্ট পেয়েছে । আর যারা বলেছে রেজাল্ট ইন্টারনেট থেকে পেয়েছে তাদের বক্তব্য যুক্তিসম্পন্ন নয়/. 🙂

          @নেক্সোপিয়ান: ২ টার আগে রেজাল্ট বিতরণকারীদের মধ্যে আমি একজন। এটা করা হয় server কে বাইপাস করে। রেজাল্ট মূলত সকাল ১০-১১ টার মধ্যেই আপলোড হয়ে যায় কিন্তু কোন I/O লিংক থাকেনা। আমরা নিজেরা I/O লিংক বানিয়ে সার্ভারকে পিং করি। এটা করতে হলে আপনাকে HTML কোডিং সার্ভারের ধরণ এবং কিভাবে তা সার্ভ করে যেটা জানতে হবে।

Level 0

বেলা তখন ১২ টা। আমার পরিচিত এক জন মোবাইলে কার কাছ থেকে যেন রেজাল্ট নিচ্ছিল আমি ও নিলাম। তার মানে ২ টার আগে রেজাল্ট পাওয়া সম্ভব ছিল। আমার কথা এটা কিভাবে সম্ভব কেউ বিস্তারিত বলবেন কি?

Level 2

ame 1.00pm ar somoy ai Educationboard ar Archive theke result pice
Link:
http://archive.educationboard.gov.bd/

Level 2

@(বেকার খাঁন) আমি মফিজ , তাই আমি তাই আমি আগে পাইছি…………
আপনি মফিজ না তাই আপনি পান নাই…………..
comments করার আগে নিজর দিকে তাকাইয়া কথা বলবেন আশা করি
বেকার কাথাবার্তা

archive a 2013 chhilo kina jani nai,tobe ami pai nai 😉