আমাদর সবারই প্রিয় অডিও ফাইলগুলো বন্ধুদের সাথে শেয়ারের জন্য কোথাও না কোথাও আপলোড করতে হয় । ফাইল আপলোডে যে আপলোড করছে তার এবং যে ডাউনলোড করছে সবারই নানান সমস্যায় পড়তে হয় । সেক্ষেত্রে অনেকেরই পছন্দের স্থান ইউটিউব । কিন্তু এর জন্য অডিওকে ভিডিও বানিয়ে তারপর আপলোড করতে হয় যা আরেক ঝামেলা ।
এই সব সমস্যা ঝাটিয়ে বিদায় করতে এসে গেল Mp32tube.com । সাইটটির মাধ্যমে একটি ইমেজ ও একটি এমপি-থ্রি আপলোড করে দিলে তা সরাসরি ইউটিউবে ভিডিও হিসেবে আপলোড হয়ে যাবে । আলাদাভাবে ভিডিও তৈরী করে নিতে হবে না । তাছাড়া এইক্ষেত্রে ফাইল সাইজও অযথা বড় হবে না তা আপলোডিংয়েও বিশেষ ঝামেলা হবে না ।
প্রথমে ইউটিউবে লগইন করে সাইটটিতে যেয়ে তাকে Youtube এর সাথে authenticate করে দিতে হবে । এবার ইমেজ সিলেক্ট করে আপলোড চেপে দিলেই কাজ শেষ । সাইটিতে বলা আছে “Login is 100% securised by compliance to the Google Sub Auth API.” । তাই নিরাপত্তা নিয়ে সংকিত হবার তেমন কোন কারণ ও নেই ।
বোনাস:
নেটবুক চালাচ্ছেন বা শীঘ্রই কিনবেন এমন সবার জন্য CHIP বের করেছে তাদের March 2010 সংখ্যাটি । বিনামূল্যে ইবুকটি নামিয়ে নিন এখান থেকে http://www.chip.in/pdfarchives/CHIP_All_About_Netbooks.pdf ।
আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nothing to say....
নাইস টিউন। 🙂