ইউটিউবে এমপি-থ্রি আপলোড করুন সরাসরি (বোনাস : নেটবুকের একটি ইবুক!)

আমাদর সবারই প্রিয় অডিও ফাইলগুলো বন্ধুদের সাথে শেয়ারের জন্য কোথাও না কোথাও আপলোড করতে হয় । ফাইল আপলোডে যে আপলোড করছে তার এবং যে ডাউনলোড করছে সবারই নানান সমস্যায় পড়তে হয় । সেক্ষেত্রে অনেকেরই পছন্দের স্থান ইউটিউব । কিন্তু এর জন্য অডিওকে ভিডিও বানিয়ে তারপর আপলোড করতে হয় যা আরেক ঝামেলা ।

এই সব সমস্যা ঝাটিয়ে বিদায় করতে এসে গেল Mp32tube.com । সাইটটির মাধ্যমে একটি ইমেজ ও একটি এমপি-থ্রি আপলোড করে দিলে তা সরাসরি ইউটিউবে ভিডিও হিসেবে আপলোড হয়ে যাবে । আলাদাভাবে ভিডিও তৈরী করে নিতে হবে না । তাছাড়া এইক্ষেত্রে ফাইল সাইজও অযথা বড় হবে না তা আপলোডিংয়েও বিশেষ ঝামেলা হবে না ।

প্রথমে ইউটিউবে লগইন করে সাইটটিতে যেয়ে তাকে Youtube এর সাথে authenticate করে দিতে হবে । এবার ইমেজ সিলেক্ট করে আপলোড চেপে দিলেই কাজ শেষ । সাইটিতে বলা আছে “Login is 100% securised by compliance to the Google Sub Auth API.” । তাই নিরাপত্তা নিয়ে সংকিত হবার তেমন কোন কারণ ও নেই ।

বোনাস:

নেটবুক চালাচ্ছেন বা শীঘ্রই কিনবেন এমন সবার জন্য CHIP বের করেছে তাদের March 2010 সংখ্যাটি । বিনামূল্যে ইবুকটি নামিয়ে নিন এখান থেকে http://www.chip.in/pdfarchives/CHIP_All_About_Netbooks.pdf

Level 0

আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Nothing to say....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আরিফ নিজামী ভাই আপনি নোটবুকের ই-বুক ডাউনলোড করার লিংকটি দিতে ভুলে গেছেন। লিংটি দিয়ে দেন।

ওয়াও সিরাম রে সিরাম হইসে।

Level New

ভাই আরিফ নিজামি আপনি বইটার লিংকটা যেভাবে দিয়েছেন এটা খুবই স্‌হজবোধ্য যা ওন্য কারো টিউনের লেখা থেকে বই ডাউনলোড করতে হলে win rar e zip
ভেংেগ করতে হয় যা ঝামেলা এবং ভাইরাস এ আকরানত হতে হয় তারা কি আপনার মত স্‌হজবোধ্য করতে পারে না।
উল্লেখ যে কম্পিউটার জগতে আমি নতুন।
ভুল হলে ক্ষমা সুন্দর দৃস্টিতে দেখবেন আশা করি
সুন্দর একটা টিউনের জন্য ধন্যবাদ ভাই আপনাকে।

সংগ্রহে রাখলাম।