এক গুচ্ছ মিনি টিউনস , কাজের অথবা অকাজের।

যে ভাবে সংগ্রহ করা যায় নুড৩২ এন্ট্রিভাইরাস ইউজার নেইম এবং পাস

কাজটি করা জন্য আপনি গুগল কে ব্যবহার করতে পারেন।
গোগল এর সার্চ বক্স এ লিখুন nod32 username and password । এইবার সার্চ এ ক্লিক করে দেখুন তার ফলাফল।

অথবা নিয়মিত আপডেট কী পেতে ঢুঁ মারুন এইখানে।
এন্ট্রিভাইরাস আপডেট রেখে ভাইরাস এর আক্রমন হতে পিসি কে সুস্থ রাখুন।

অনলাইন ফ্লাশ ড্রাইভ

কেমন হয় যদি আপনার একটা ফ্লাশ ড্রাইভ অনলাইনে থাকে। আপনাকে আর পকেট করে ঘুরে বেড়াতে হবে না, শুধু ইন্টারনেট কানেশন থাকলেই হবে। ড্রপবুকস তেমন একটি সাইট সেখানে আপনি আপনার প্রয়োজনীয় ফাইল সমূহ খুব সহজেই স্টোর করে রাখতে পারবেন।

এই সাইটের সব চেয়ে ভাল দিক হলো সহজ সরল একটা ইন্টারফেইস এবং ব্যবহার পদ্ধতি পেন ড্রাইভ এর মতো । অন্যান্য সাইটের মতো এতো কোন জটিল নিয়ম কানুন নেই। স্টোর করা ডাটা বা ফাইল পিসিতে নিয়ে আসতে শুধু মাত্র ডান বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিলেই হবে।

দিনের আলো থাকলে নাকি , সেখানে রাতের আধারও থাকে। এতো সুবিধার পরও যে বিষয়টি নিয়ে না বললেই নয় , সেটা হলো এর স্পেস লিমিট হলো মাত্র ১ জিবি।

রেজিস্টর এর মান বের করার সহজ একটা সফট

ইলেকট্রনিক্স নিয়ে যারা একটু ঘাটা-ঘাটি করেন, মানে যারা নবীস তাদের জন্য এই সফটওয়্যারটি বেশ কাজে আসবে।

একটা রেজিস্টর এর চার হতে পাচটি কালারের বার দেখা যায়, যা হতে এর মান বের করতে হয়। এই কালার কোড সফটওয়্যারের সাহায্যে আপনি শুধু প্রদত্ত কালার( সফট এ ) বার এ মাউস দিয়ে তার মান বের করে নিতে পারবেন।

ডাউনলোড লিংক

লাইভ ও. এস

বর্তমানে প্রায় ও. এস এরই লাইভ একটা ভার্শন দেখা যায়। লাইভ ভার্শন হলো এমন একটা এনভারমেন্ট সেখানে ও এস সেটআপ করতে হয় না। সরাসরি সিডি হতে বুট হয়ে কাজের উপযোগী পরিবেশ সৃষ্টি করে। আজ এমন একটা সাইট পেলাম যেখান প্রায় সবগুল ও .এস এর লাইভ ভার্শনের লিংক লিস্ট দেওয়া আছে।

http://www.livecdlist.com/

প্রবেশ করে দেখুন ,  আশা করি কাজে আসবে।

Level 0

আমি মাইক্রোকাতার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 392 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের জীবনটাকে নিয়ে প্রতিনিয়ত এক্সপেরিমেন্ট করেছি। কোন কিছুই দীর্ঘায়িত করতে পারি না, একগেয়েমী চলে আসে,তাই কোথাও বেশীদিন স্থির হতে পারি না। কাতারের পাঠ চুকিয়ে বর্তমানে কর্মসূত্রে U.A.E তে । টেকি বিয়ষক লেখা-ঝোকার সাইট-ই সবচেয়ে পছন্দের। মাঝে মাঝে আমি টেকি নিয়ে লেখার দুঃসাহস দেখাই, কখনো ভিন্ন কিছুও লিখতে ইচ্ছে করে, কিন্তু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কাতার ভাই ভাবছিলাম আরও বেশি টিপস থাকবে। তবুও যা দিয়েছেন সেগুলোর জন্য বিগ ধন্যবাদ।:)

Big big, kit kit, mit mit ধন্যবাদ।