আপনার ওয়েবসাইটের ভিজিটর বাড়ানোর জন্য পোস্ট টা দেখুন

বিস্-মিল্লাহির রাহমানির রাহীম । প্রথমে সবাই কে সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ! সালামটা গ্রহণ করবেন । আপনারা হয়ত জানেন এখন কার সময়ে ব্লগিন মানুষের আয়ের পথ হিসেবে দাঁড়িয়েছে । আর এই ব্লগিনের প্রাণ হচ্ছে ভিজিটর । আপনার ব্লগ আছে কিন্তু ভিজিটর নেই এমন ব্লগ দিয়ে কোন লাভ নেই । তাই আপনার ওয়েবসাইটে ভিজিটর আনতে আপনাকে কিছু জানতে হবে । প্রথমে আপনি যে বিষয়ে ভালো জানেন সে বিষয় নিয়ে একটি ব্লগ তৈরি
করুণ । আর সে বিষয়ে লিখা লেখি শুরু করুণ । আপনার ব্লগে এক জন যখন আসে সে কিছু শিখতে আসে । আর আপনি যদি শিখার কিছু না লিখেন তাহলে সে কেন আসবে । এক জন ভিজিটর যদি আপনার ব্লগে আসে সে যদি কিছু শিখতে পারে তাহলে সে সবসময় আপনার ব্লগে আসবে কারণ সে ভাববে আপনি হয়ত আরও শিখার পোস্ট লিখেছেন । আর যদি আপনি কিছু শিখার পোস্ট না লিখেন তাহলে সে এক বার আসে আর আসবে না কারণ সে ভাববে আপনি সবসময় আজে বাজে পোস্ট লিখেন । আপনার ওয়েব সাইটে ভিজিটর আনার জন্য কিছু টিপসঃ
পোস্ট টির সব টুকু ভাল ভাবে মনো যোগ দিয়ে পড়ুন সুফল পাবেন
১। প্রথমে আপনার ওয়েবসাইট টি হতে হবে ইউনিক এবং আপনার সাইট টির সব পোস্ট হতে হবে ইউনিক । আপনি যেই লিখা টি লিখেছেন সেটি যদি ভিজিটর অন্য কোন ওয়েবসাইটে পেয়ে থাকে তাহলে সে বিরক্ত হয়ে চলে যাবে এবং সে আপনার ওয়েবসাইটে আর আসবে না । তাই আপনার প্রতি টি লিখা যেন ইউনিক হয় ।
২। এক জন ভিজিটর যখন কিছু সার্চ করে তখন  শিরোনাম প্রথমে আসে । তাই আপনার শিরোনামটি খুব ভালো ভাবে লিখুন । আপনি যা লিখছেন তা হয়ত অন্য কেউ লিখছে তাই আপনি তার চেয়ে  শিরোনাম দিয়ে এগিয়ে থকতে হবে ।
৩। আপনার লিখা টি ৩০০-৫০০ শব্দের হতে হবে । আর যদি ৩০০-৫০০ শব্দের না হয় তাহলে ভিজিটর আসে চলে যেতে পারে এবং কি সে আর নাও আসতে পারে । তাই ৩০০-৫০০ শব্দের পোস্ট লিখুন ।
৪। আপনার ওয়েবসাইট টিতে একটু ডিজাইন করুণ । তাহলে ভিজিটর ভাববে আপনার ওয়েবসাইট টি অনেক উন্নত ।
৫। আপনার ওয়েবসাইট টিতে প্রতি দিন ১-২ পোস্ট দেওয়ার চেষ্টা করবেন । আপনার ওয়েবসাইটে ভিজিটর আনতে আপনাকে কষ্ট করতে হবেই । আপনি যেই পোস্ট দিবেন সেটি যেন ভালো মানের হয় ও কিছু শিখার হয় ।
৬। আপনার ওয়েব সাইট টির নামে ফেসবুকে একটি পেজ তৈরি করুণ । এবং পেজটি আপনার ওয়েবসাইটে লাইক বক্স হিসেবে প্রবেশ করান ।
৭। আপনার ওয়েবসাইট টিতে ভালো ভালো লেখক যুক্ত করুণ । এবং আপনার ওয়েবসাইটে লিখকদের আমন্রন জানান ।
৮। আপনার ওয়েবসাইট টিতে ভালো মানের কিছু গ্যাজেট রাখুন । যেমনঃ পপুলার পোস্ট , সার্চ বক্স , লাইক বক্স , লেবেল , লিখকের নাম , নিউজরীল ইত্যাদি ।
৯। আপনার ওয়েবসাইট টির টেম্পলেট এর সাহায্যে সাজান ।
আজ এই পর্যন্ত থাক । ধন্যবাদ সবাইকে যদি ভালো লাগে তাহলে শেয়ার ও কমেন্ট করুণ ।
আপনি নিজে শিখুন অপরকে শিখান শেয়ার করে ।

আমার বাংলা ওয়েবসাইটঃ http://techtuneser.blogspot.com

আমার ইংরেজি ওয়েবসাইটঃ http://tutdeve.blogspot.com

আশা করি একবার ঘুরে আসবেন এবং আমার ওয়েবসাইটে কিছু লিখক দরকার কাউ যদি আগ্রহী থাকেন তাহলে কমেন্ট এ আপনার ইমেইল টি লিখুন এবং আপনার মেইল বক্স চেক করুন আমি আপনাকে যোগ করব । আপনাদের সাহায্য কামনা করি ।

আজ এই পর্যন্ত থাক । ধন্যবাদ সবাইকে ।

Level 0

আমি shifat rahaman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

I have visited your English blog. Your effort is really praiseworthy and you should be careful of your grammatical mistakes, specially tense.

Level 0

Good Post...

Level 0
Level 0

ভাল লিখার চেষ্টা করেছেন।
আমাদের সাইটটিও একবার দেখে আসবেন।
http://www.kazirhut.com

Nice likhechen brother chaliyea jaann
http://financepostbd.blogspot.com/

Level 5

apnar english blog ta ghure ashlam..apnar grammrtical mistake dekhe tho visitor amnitei vagha marbe 😛

ভাই নিজের ইংরেজি ওয়েবসাইটটার দিকে একটু নজর দিন,পরে টিউন করবেন। 😉 😛

ইদানিং দেখা যায় যে কেউ একটা ব্লগ খুলেই ব্লগ মাষ্টার হয়ে যায়। নিজেকে কিছুটা স্বয়ংসম্পূর্ণ না করেই অন্যকে শিখাতে চলে আসেন, এতে যারা নতুন তারা ভুল পথে নির্দেশিত হয়। আপনার ব্লগ ২ টাই দেখলাম যেখানে একটুও প্রফেশনাল লুক নাই। সাইটের নেভিগেশন তো একেবারেই খারাপ। আপনার ১টা পোস্টে ঢুকলে রিটার্ন করে যে হোম পেজে আসবে সেই হোম বাটনও নাই। আপনার সাইটের ডিজাইনও খুব ১টা ভালো না। কাস্টম টেম্পলেট ব্যবহার করেন। এর হ্যাঁ গ্রামাটিকাল মিস্টেক এস ই ওর জন্য হুমকিস্বরূপ।সাইটের অন পেজ ফ্যাক্টরগুলো ঠিক করেন, তা না হলে ইহ জিন্দেগীতেও ভিজিটর পাবেন না। আমার জানতে ইচ্ছে করছে এই অবস্থায় আপনি ডেইলি কত ভিজিটর পাচ্ছেন। সাইটের ট্র্যাফিক বাড়ানোর জন্য আপনাকে অবসশই অফপেজ আর অনপেজ ২ টাই করতে হবে যতদিন পর্যন্ত না আপনার সাইট ১টি অথোরিটি সম্পূর্ণ সাইট হিসেবে দাড়া করাতে পারেন, আর এই কাজটা শুধু কঠিন না বরং মহা কঠিন বলা চলে। তাই আমরা ছোট খাটো ব্লগাররা এস ই ওর উপর ভরসা করে চলি। আমার বুদ্ধি শুনেন, আগে নিজে ভালো করে শিখেন পরে অপরকে শিখান।

Please see my blog Why i did not get adsence? If any one tell me i will pleased to him.
http://freeseobookmark.com/