উইন্ডোজ এক্সপিতে আপনি হয়ত MSN Messenger টি রাখতে চাচ্ছেননা অরথাৎ আপনি এটি আনইন্সটল করতে চাচ্ছেন।কিন্তু Add/RemoveWindows components লিস্টে MSN Messenger টি নেই।যে কারনেই আপনি স্বাভাবিক পদ্ধতিতে MSN Messenger টি আনইন্সটল করতে পারছেন না।চিন্তার কিছু নেই।জানিয়ে দিচ্ছি MSN Messenger আনইন্সটল করার টিপস।
MSN Messenger টি আনইন্সটল করতে উইন্ডোজ এক্সপিতে যে ড্রাইভে ইন্সটল করা আছে তার \Windows\INF ফোল্ডারে বিদ্যমান sysoc.inf ফাইলটি নোটপেড এর মাধ্যমে ওপেন করুন(NB:এ টি মুলত হিডেন ফোল্ডার এবং ফাইল)।
।এবার নোটপেডে ওপেন হওয়া টেএক্সট থেকে msmsgs=msgrocm.dll,OcEntry,msmsgs.inf,hide,7 লেখাটি খুজে বের করুন এবং লাইনটি থেকে hide শব্দটি মুছে দিন এবং সেভ করুন।এবং কম্পিউটারটি Restart করুন।
এবার Add/RemoveWindows components লিস্টে MSN Messenger টি দেখতে পাবেন।সুতরাং আপনার প্রয়োজন মত যে কোন সময় আপনি একে আনইন্সটল করতে পারবেন।
ধন্যবাদ সবাইকে আমার টিউনটি পড়ার জন্য।
আমি কাওসার 007। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thanks