উপরের ছবিটা দেখেই বুঝতে পারছেন একটি Folder চিরতরে Hidden হয়ে গেছে। চাইলেই Unhide করা যাবে না। কারণ এর টিক মার্ক উঠানো যাবে না। এই অপশনটা Disable অবস্থায় আছে। এই অবস্থায় আপনি Folder Option এ গিয়ে সব ধরণের Hidden File শো করে দিলে ফাইলটা আপনার পিসি তে শো করবে। কিন্তু এটাকে unhide করা যাবেনা এটা কোন কথা হল?? এত সহজে কি এমন বাজে ব্যাপার মেনে নেওয়া যায়? মোটেই না। না বলে কোন শব্দ নেই। (আসলে কিছু কিছু ক্ষে্ত্রে না বলেও শব্দ আছে! 😉 )
এবারে কাজ শুরু করি। এটা করার জন্য আপনাকে Command Line (Command Prompt) এর সাহায্য নিতে হবে।
attrib -s -h K:\*.* /s /d
লক্ষ্য করুণ: K হল আপনার Drive Letter. অর্থাৎ যে ড্রাইভের ফাইল/ ফোল্ডার আনহাইড করতে চান সেই Drive Letter. এখানে আপনি আপনার মন মত Hard Disk Drive/ Pen Drive এর Letter বসিয়ে দিতে পারেন। মনে রাখবেন- যে ড্রাইভ এর লেটার দিবেন সেই ড্রাইভের সব ফাইল/ ফোল্ডার আনহাইড হয়ে যাবে। কিছু ফোল্ডার বাদে। যেমন System Volume Information, Recycler ইত্যাদি। এছাড়া আপনার নিজের তৈরী যে কোন File/ Folder আনহাইড হতে বাধ্য।
মূল ব্যাপার হল ভাইরাস আপনার File/ Folder হাইড করার সময় সেটাকে Protected Operating System ফাইল বানিয়ে ফেলে। তাই এটাকে Normally দেখা যায় না। হিডেন অপশন থেকে Hide protected operating files এটিকে ডিজেবল করে দিতে হয়। আর এই আক্রান্ত ফাইলটিকে স্থায়ীভাবে আনহাইড করতে উপরে যে কমান্ড টি দেয়া আছে তার সাহায্য নিতে হয়।
এর আগে এটা নিয়ে লেখা হয়েছিল এখানে-
আর কম বেশি সবাই জানেন কিভাবে হাইড করা ফাইল শো করতে হয়। তার পরও যদি কেউ Virus দ্বারা হিডেন করা ফাইল দেখতে সমস্যায় পরেন তাহলে এখানে দেখুন-
আমি সংক্ষেপে একটু বলে দেই- My Computer > Folder Option > Tools > View > Select Show Hidden Files . . . > Deselect Hide Protected Operating System Files . . . > Apply > OK
আমার সময় শেষ! বিদায় ।
.
আমি আব্দুর রহমান। Admin, Marks PC Solution, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 241 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
There is no mistake in the world of technology! Everything is learning!!
I can’t see the command properly. It doesn’t show clearly. This is the command-
attrib -s -h K:\*.* /s /d
Still if you can’t see it properly you can either copy the command in notepad or you can visit my URL.