আসুন ভুয়া ওয়েবসাইট চেনার কৌশল শিখি

সবাইকে সালাম জানিয়ে  টেকটিউনস এ আমার 5th  পোষ্ট শুরু করছি ।

আজকে আমি কিভাবে ভুয়া ওয়েবসাইট চেনা যায় তা নিয়ে আলোচনা করবো । আমরা অনেকে অনেক ওয়েবসাইট নানা প্রয়োজনে ব্যবহার করে থাকি, কিন্তু জানিনা যে সেই সাইটটি কতটুকু নিরাপদ আমাদের জন্য । চলুন এবার শিখি কি ভাবে ভুয়া ওয়েবসাইট চিনবো ?

Scam সাইট চেনার জন্য অনেক উপায় আছে । প্রথমে সাইটটির জনপ্রিয়তা কত খানি তা জানব সেটা জানার জন্য আমরা গুগল থেকে সাইটটি Review, Blog Post & comments ইত্যাদি সার্চ করে যেনে নিব । যদি ভাল ফলাফল পাই তহলে সেই সাইট এর সাথে থাকা যাই ।

২য় বিভিন্ন সাইট আছে যে সাইট গুলো বিভিন্ন সাইট এর সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করে । যেমনঃ

scamaviser.com

http://www.scambusters.org

http://www.scamchecker.com

scamchecker.net

http://www.fakechecks.org

http://www.stop-scammers.com

http://www.fraud.org  etc.

৩য় যদি কোন ptc or online working সাইট এ যোগ দেবার পূর্বে সেই সাইট এর পেমেন্ট প্রুফ এবং অবশ্যই এর Terms গুলো এবং ঐ সাইট এর Review Check করবো ।

তাহলে আমরা এভাবে যদি কোন সাইট সম্পর্কে জেনে নেই, মনে হয়না ধোঁকা খাব, আমি এই পদ্ধতিতে যে সাইট চেক করে তারপর জয়েন্ট দেই ।

Level 0

আমি মেহেদী হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি প্রযূক্তি কে খুব ভালবাসি। আমি চাই সবার কাছ থেকে জেনে জ্ঞান বাড়াতে ও নিজের জ্ঞান শেয়ার করতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এভাবে কি ফিসিং লিন্ক ও ডিটেক্ট করা যাবে?

ভাই এটার জন্য তো ওয়েব সাইট এ ঢুকতে হবে 👿

Level 0

expect more detailed post