জেনে নিন কম্পিউটার দ্রুত গতির করার কিছু টিপস।।

সবাই কেমন আছেন?আশা করি ভালই আছেন।আজ আমি আপনাদের বলব কম্পিউটার দ্রুত গতির করার কিছু টিপস।আর হ্যাঁ বলে রাখা ভাল এটা যারা জানেন না শুধু তাদের জন্য।

 

নিচের টিপসগুলো অনুসরণ করে আপনার পুরনো ধীরগতির কম্পিউটার থেকেও অনেক ভালো কাজ পেতে পারেন।


** কিছু সময় পরপর Start থেকে Run-এ ক্লিক করে tree লিখে ok করুন। এতে র‌্যামের কার্যক্ষমতা বাড়ে।


** Ctrl + Alt + Delete চেপে বা টাস্কবারে মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Task Manager খুলুন।তারপর Processes-এ ক্লিক করুন। অনেকগুলো প্রোগ্রাম-এর তালিকা দেখতে পাবেন। এর মধ্যে বর্তমানে যে প্রোগ্রামগুলো কাজে লাগছে না সেগুলো নির্বাচন করে End Process-এ ক্লিক করে বন্ধ করে দেন। যদি ভুল করে কোনো প্রোগ্রাম বন্ধ করে দেন এবং এতে যদি অপারেটিং সিস্টেম এর কোন সমস্যা হয় তাহলে কম্পিউটার রিস্টার্ট করুন।


** কম্পিউটারের র‌্যা ম কম থাকলে কম্পিউটার ধীর গতির হয়ে যায়। ভার্চুয়াল মেমোরি বাড়িয়ে কম্পিউটার গতি কিছুটা বাড়ানো যায়। ভার্চুয়াল মেমোরি বাড়ানোর জন্য প্রথমে My computer-এ মাউস রেখে ডান বাটনে ক্লিক করে properties-এ যান। এখন Advance-এ ক্লিক করে performance এর settings-এ ক্লিক করুন। আবার Advance-এ ক্লিক করুন। এখন change-এ ক্লিক করে নতুন উইন্ডো এলে সেটির Initial size ও Maximum size-এ আপনার ইচ্ছামত size লিখে set-এ ক্লিক করে ok দিয়ে বেরিয়ে আসুন। তবে Initial size-এ আপনার কম্পিউটারের র‌্যা মের size-এর দ্বিগুন এবং Maximum size-এ র‌্যা মের size-এর চারগুন দিলে ভাল হয়।


** কন্ট্রোল প্যানেলে যান। Add or Remove-এ দুই ক্লিক করুন। Add/Remove windows components-এ ক্লিক করুন। নতুন যে উইন্ডো আসবে সেটির বাম পাশ থেকে অদরকারি প্রোগ্রামগুলোর পাশের টিক চিহ্ন তুলে দিন। তারপর Accessories and Utilities নির্বাচন করে Details-এ ক্লিক করুন। নতুন যে উইন্ডো আসবে সেটি থেকে যে প্রোগ্রামগুলো আপনার কাজে লাগে না সেগুলোর টিক চিহ্ন তুলে দিয়ে OK করুন। এখন next-এ ক্লিক করুন। Successful meassage আসলে Finish-এ ক্লিক করুন। 

 

 

আমার ব্লগে আপনাদের আমন্ত্রন রইল  পিসি বাংলাদেশ

ফেসবুকে আমার পেজ  পিসি বাংলাদেশ ও গ্রুপ  পিসি বাংলাদেশ 

Level New

আমি শাফিউল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের সম্মন্ধে তেমন বলার কিছু নাই। নাম মোঃ শাফিউল ইলাম। বাড়ি টাঙ্গাইল জেলায়। কম্পিউটার সম্মন্ধে আমার তেমন কোন ধারনা নেই।সবার দেখাদেখি আমিও লিখি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অজানা জিনিস জানানোর জন্য ধন্যবাদ। খুবই উপকৃত হলাম।

Full Copy-Paste from,
https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/182956

দয়া করে কারও টিউন এভাবে হুবহু কপি করবেন না। ধন্যবাদ…

বহু পুরোনো ব্যাপার।তাও কপি পেষ্ট।নিজের লেখার যোগ্যতা নাই আবার অন্যের লেখার Credit নিতে চাচ্ছেন। :/
নিজে থেকে যা জানবেন তা লিখবেন,না হলে লেখা থেকে বিরত থাকবেন।বাই :/

Level 0

আপনি লিখেছেন ” Ctrl + Alt + Delete চেপে বা টাস্কবারে মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Task Manager খুলুন।তারপর Processes-এ ক্লিক করুন। অনেকগুলো প্রোগ্রাম-এর তালিকা দেখতে পাবেন। এর মধ্যে বর্তমানে যে প্রোগ্রামগুলো কাজে লাগছে না সেগুলো নির্বাচন করে End Process-এ ক্লিক করে বন্ধ করে দেন। যদি ভুল করে কোনো প্রোগ্রাম বন্ধ করে দেন এবং এতে যদি অপারেটিং সিস্টেম এর কোন সমস্যা হয় তাহলে কম্পিউটার রিস্টার্ট করুন।”
আমার প্রস্ন ঃ কিভাবে বুঝবো কোন প্রোগ্রাম গুলো বর্তমানে কাজে লাগছে না

e

    @humanst1: ধরুন এখন আপনার Avro কাজে লাগছে না বা Screenshot নেওয়ার কোন সফট কাজে লাগছে না,এক্ষেত্রে এগুলো বন্ধ করে দিন।

    ভুলেও explorer.exe বন্ধ করবেন না।

Level 0

ভাই আমার স্যামসাং ডিভিডিরাইটারের পাওয়ার আসছেনা।এটা খুলে দেখলাম পিছন দিকে একটু পোড়া পোড়া গন্ধ।এটা কি এখন রিপেয়ার করা যাবে ? কত টাকা লাগতে পারে ?
ধন্যবাদ।

Black Dragon ভাই আপনার পোস্ট কপি পেস্ট মারতে যাব কেন?যদি দেখতাম এই ধরণের পোস্ট আছে তাহলে অবশ্যই আমি পোস্ট দিতাম না।
আর Iron maiden আমি কিন্তু আগেই বলে দিছি যারা জানেনা শুধু তাদের জন্য।

@শাফিউল ইসলাম:কেন নতুনরা কি পুরোনো কাসুন্দি ঘেটে তাদের অজানা বিষয়ের টিউন বের করতে পারবেন না? 😕
একই টিউন বারবার দেখতে দেখতে তারাও বিরক্ত হবেন। :/
নতুন কোনো বিষয়ে টিউন করুন,কে বাধা দিচ্ছে? :O