ফেইসবুকে আমরা নানা সময় নানা রকম এপ্লিকেশন সাবস্ক্রাইব করি। কখনো নিজেই, কখনোবা ফেইসবুক ফ্রেণ্ডের কাছে থেকে ইনভাইটেশন পেয়ে। পরে হয়ত দেখা গেলো সেটি ছিল একেবারেই ফালতু একটি এপ্লিকেশন। এসব এপ্লিকেশন আপনার প্রোফাইলের অনেকটা জায়গা দখল করে থাকে। কিন্তু পরে হয়তো আপনি তা আপনার প্রোফাইল থেকে মুছতে পারছেন না।
এই সমস্যার সমাধান করতে পারবেন এভাবে-
ক্লিক করুনঃ settings>application settings
এরকম একটি বক্স আসবে-
সাধারণত বাই ডিফল্ট রিসেন্টলি ইউসড হিসেবে এপ্লিকেশনগুলো শো করা থাকে। পাশের ড্রপডাউন মেন্যুতে (ছবির লাল বৃত্ত) ক্লিক করে Authorized সিলেক্ট করুন।এরকম বক্স আসবে-
ক্লিক করুন। নিশ্চিতকরণ বক্স আসবে। ওকে করুন। ব্যাস হয়ে গেল। আপনার প্রোফাইলের যেখানে যেখানে এই এ্প্লিকেশন রাখা ছিল (প্রোফাইল ট্যাব, প্রোফাইল বক্স, ইনফো সেকশন) সব জায়গা থেকেই এই এপ্লিকেশন সংক্রান্ত যাবতীয় তথ্য মুছে যাবে যার অর্থ আপনি এই এপ্লিকেশনটি সম্পূর্ণরূপে আনসাবস্ক্রাইব করে ফেলেছেন। এইতো গেলো সেসব এপ্লিকেশনের কথা যেগুলোর ডেভেলপার ফেইসবুক না।
ফেইসবুকের সাথে কিছু বিল্ড ইন এপ্লিকেশন থাকে। যেমন- ভিডিও, ফটো, লিঙ্ক। এসব এপ্লিকেশন উপরে উল্লেখিত উপায়ে ডিএক্টিভেট করতে পারবেন না। লক্ষ্য করুন, এগুলোর পাশে ক্রস চিহ্নই নেই। ডিএক্টিভেট করার জন্য ছবির নীল চতুর্ভুজের মত প্রোফাইলে ক্লিক করুন। এপ্লিকেশনটির প্রোফাইলে চলে যাবে।
এবারের পেইজটির নিচের বাম কোণায় remove application এ ক্লিক করে ওকে করে বের হয়ে আসুন।
ঠ্যাং নোটঃ এটি আমার প্রথম টিউন। ভুল-ভ্রান্তি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।
আমি মিশুক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সাধারণ একজন মানুষ। ঘৃণা করি দুটো জিনিশ-প্রতারণা ও উপেক্ষা।
ওয়েলকাম টু টেকটিউনস।
গুড। চালায়া যা।