সবাইকে সালাম জানিয়ে টেকটিউনস আমার প্রথম পোষ্ট শুরু করছি । আমরা শুধুমাএ দুটি নিয়মমেনে আমাদের কম্পিউটার এর গতি অনেক বেশি করে নিতে পারি । আমরা অনেকেই টেম্পোরারি ডিলিট হতে Prefetch ডাটা ক্লিয়ার করে থাকি । কিন্তু এটা জানিনা যে এটা ডিলিট করলে কি লাভ হছে । আমি বলছি এই ফাইল ডিলিট করলে আপনার কম্পিউটার এর কোন লাভ হইনা বরং ক্ষতি হয় । এটি ডিলিট করে আপনার কম্পিউটার এর কি ক্ষতি হছে ?
আগে বলি এটা ডিলিট না করলে কি লাভ বা এই Prefetch ডাটাই বা কি? আমরা কি কি প্রোগ্রামস বেশি ব্যবহার করি, কোন কোন প্রোগ্রাম স্টার্ট আপ এ রয়েছে, কিভাবে উইন্ডোজ ব্যবহার করছি ইত্যাদি তথ্য ছোট আকারে সেভ করে রাখে যা হল Prefetch ডাটা । এই Prefetch ডাটা সেভ করে রাখার ফলে পরবর্তী সময় কম্পিউটার অন করতে এবং প্রোগ্রামগুলকে দ্রুত কাজ করতে সাহায্য করে । এটি ডিলিট করলে কম্পিউটার অন হবার গতি এবং প্রোগ্রাম এর গতি কমে যাই । এই ফাইলটি শুধু ৩-৪ মাসে একবার ডিলিট করব । তার বেশি একবারও নয় ।
আর কম্পিউটার এর গতি ফুল রাখার জন্য আমরা শুধু দুটি সফটওয়্যার ব্যবহার করব ।
১. CCleaner ২. TuneUp Utilities
আমি মেহেদী হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি প্রযূক্তি কে খুব ভালবাসি। আমি চাই সবার কাছ থেকে জেনে জ্ঞান বাড়াতে ও নিজের জ্ঞান শেয়ার করতে।
Welcome to Techtunes.