কম্পিউটার অন করার গতি এখনি বেশি করে নিন ।

সবাইকে সালাম জানিয়ে টেকটিউনস আমার প্রথম পোষ্ট শুরু করছি । আমরা শুধুমাএ দুটি নিয়মমেনে আমাদের কম্পিউটার এর গতি অনেক বেশি করে নিতে পারি । আমরা অনেকেই টেম্পোরারি ডিলিট হতে Prefetch ডাটা ক্লিয়ার করে থাকি । কিন্তু এটা জানিনা যে এটা ডিলিট করলে কি লাভ হছে । আমি বলছি এই ফাইল ডিলিট করলে আপনার কম্পিউটার এর কোন লাভ হইনা বরং ক্ষতি হয় । এটি ডিলিট করে আপনার কম্পিউটার এর কি ক্ষতি হছে ?

আগে বলি এটা ডিলিট না করলে কি লাভ বা এই Prefetch ডাটাই বা কি? আমরা কি কি প্রোগ্রামস বেশি ব্যবহার করি, কোন কোন প্রোগ্রাম স্টার্ট আপ এ রয়েছে, কিভাবে উইন্ডোজ ব্যবহার করছি ইত্যাদি তথ্য ছোট আকারে সেভ করে রাখে যা হল Prefetch ডাটা । এই Prefetch ডাটা সেভ করে রাখার ফলে পরবর্তী সময় কম্পিউটার অন করতে এবং প্রোগ্রামগুলকে দ্রুত কাজ করতে সাহায্য করে । এটি ডিলিট করলে কম্পিউটার অন হবার গতি এবং প্রোগ্রাম এর গতি কমে যাই । এই ফাইলটি শুধু ৩-৪ মাসে একবার ডিলিট করব । তার বেশি একবারও নয় ।

আর কম্পিউটার এর গতি ফুল রাখার জন্য আমরা শুধু দুটি সফটওয়্যার ব্যবহার করব ।

১. CCleaner  ২. TuneUp Utilities

Level 0

আমি মেহেদী হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি প্রযূক্তি কে খুব ভালবাসি। আমি চাই সবার কাছ থেকে জেনে জ্ঞান বাড়াতে ও নিজের জ্ঞান শেয়ার করতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Welcome to Techtunes.

শালা জ্ঞান দিতে আইছোস নাকি শিখায়তে আইছোস ।। আমার তো মনে হয় শিখতে আইছোস ।। তাইলে আবার পোষ্ট করছোস ক্যান ।।