আসসালামু আলাইকুম।সবাই কেমন আসেন আসাকরি সবাই ভাল আছেন।আমি জানি আপনারা সব সময় ভালই থাকেন।আমিও আপনাদের দোয়াতে ভাল আছি।কি করবো নতুন কোন কিছু পেলে আপনাদের সামনে হাজির হতে হয়।যাই হোক কাজের কথায় আছি।আজ আপনাদের সামনে skin pack যেটা নিয়ে এলাম এটা নতুন বের হয়েছে তাই আবার share করলাম।
এটি একটি skin pack। এটি শুধু উইন্ডোজ ৮ এ সাপোর্ট করে।এই skin pack দিলে কম্পিউটার অনেক ফাস্ট হয়।আমি নিজে ব্যবহার করছি কম্পিউটার অনেক ফাস্ট আর ব্যবহার করে অনেক মজা পাছছি।প্রথমে ডাউনলোড করবেন।পরে ডাউনলোড হলে ইন্সটল করবেন ইন্সটল করর সময় দেখবেন ৩ টা ফাইল আসবে যদি টিক থাকে তাহলে ঠিক আছে।যদি না থাকে তাহলে দিয়ে দিবেন। ইন্সটল হয়ে গেলে কম্পিউটার রিস্টাট করবেন।ব্যাছ হয়ে গেল।এরপর নিচের মত আসবে।
Note: যারা উইন্ডোজ এক্সপি বা উইন্ডোজ ৭ ব্যবহার করেন তারা ভুলাও ইন্সটল করবেন না। কিছু হলে আমি দায়ি থাকব না।
ও আর একটা কথা x86 মানে ৩২বিট x64 মানে ৬৪ বিট।
ইন্সটল করার পর নিচের মতো আসবে।
নামঃ Simplex Skin Theme Pack 2013
Size: 4 Mb
আগামী দিন হাজির হব নতুন কোন কিছু নিয়ে, ততদিন ভালো থাকবেন সুন্দর থাকবেন আর ফুরতিতে থাকবেন।
আমি filemaker। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Windows 7 Ultimate এর জন্য কি কিছু আছে ? থাকলে দেন আমার কম্পিউটার গন্ডার এর চামড়ার মত স্লো হইয়া গ্যাছে।