নিয়ে নিন আপনার জন্য SCREEN SHOT নেওয়ার একটি অসাধারন সফটওয়্যার।

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

আজ আমরা শিখব কিভাবে নিজে নিজেই ডেক্সটপ /নেটের এর নির্দ্দিষ্ট কোন অংশের SCREEN SHOT নেওয়া যায় যায় তার নিয়ম ,
তাহলে চলুন মজার টিপস টি জেনে নিই।

নিচের নিয়ম গুলো অনুসরণ করুন ভালো করে।

আজকের টিউনটিতে আলোচনা করবো একটি SCREEN SHOT এর সফটওয়্যার নিয়ে। আমি বেশ কয়েকটি SCREEN SHOT সফটওয়্যার ব্যবহার করেছি। কিন্তু এগুলোর মধ্যে একটি সফটওয়্যার আমার কাছে খুবই ভালো লেগেছে। আজ সেটিই আপনাদের সাথে শেয়ার করছি। এর যে বৈশিষ্টটি আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটি হচ্ছে এর সাহাযে ডেক্সটপ /নেটের এর নির্দ্দিষ্ট কোন অংশের SCREEN SHOT নেওয়া যায়, যে কোন ছবি কাজেই দরকারি এই SCREEN SHOT সফটওয়্যারটি ডাউনলোড করতে চাইলে এখানে ক্লিক করুন। সাইজ মাত্র ২.১৩ এমবি

ডাউনলোড করার পর Extract করুন। তারপর ইনষ্টল করুন অন্যান্য সফটওয়ারের মত। সেটআপ হয়ে গেলে নিচের মত একটি আইকন দেখতে পাবেন।

তাহলে পুরো পর্দা কালো হয়ে যাবে অথ্যা স্ক্রীন শট নেবার জন্য প্রস্তুত হয়েছে।

এবার যতটুকু আপনার স্ক্রীন শট নেবার প্রয়োজন ততটুকু পর্যন্ত মাউস দিয়ে ড্রাগ করুন নিচের মত করে ।

এবার মাউসের রাইট বাটনে ক্লিক করে সেভ করে রাখুন।

(যারা জানেন না তাদের জন্য আমার আজকের টিউন)

ভালো লাগলে কমান্ড জানাতে ভুলবেন না।

আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

সুন্দর পোস্ট…
তবে আমি উইন্ডোজ7 এর ডিফল্ট “snipping tool” ব্যবহার করি…it’s best…
start>snipping tool

    @emamush: ভাই এটা আমি snipping tool স্ক্রীন শট নিলে তেমন সুন্দর হয় না অর্থ্যা ভালো কোয়ালিটি হয় না আমার কাছে লাইট শট এটা অনেক ভালো লেগেছে আমার বিশ্বাস অন্যন্যা স্ক্রীন শট থেকে এটা অনেক ভালো লাগবে একবার ব্যবহার করে দেখুন।

ডিফল্টটাই(Windows snipping tool)তো ভাল

    @Iron maiden: সবার সুন্দর পছন্ত তো আর এক না ( যার কাছে যেটা ভালো লাগে) আমি অনেকগুলো স্ক্রীন শট Software ব্যবহার করেছি তার মধ্যে লাইটিং Software আমার কাছে অনেক ভালো লেগেছে তাই শেয়ার করলাম ।

Level New

Windows snipping too ভাল @ হোছাইন আহম্মদ