কম্পিউটারের অপরিচিত ( Unknown device) কোন ডিভাইসের তথ্য বের করার পদ্ধতি

কম্পিউটারের কোনো একটি ডিভাইচের জন্য ড্রাইভার সেটাপ করতে হলে, আগে থেকেই আপনার জানা থাকতে হবে ঐ ডিভাইচের জন্য কোন ড্রাইভারের প্রয়োজন । তাহলেই আপনি খুব সহজে ড্রাইভারটি সংগ্রহ করে সেটাপ করতে পারবেন । মনে করুন আপনি একটি ল্যাপটপ কম্পিউটার ফরমেট করে ফেলেছেন । এখন ঐ কম্পিউটারের ড্রাইভার সিডি আপনার হাতে নেই । এমনকি ঐ কম্পিউটার কোম্পানির কোনো ওয়েবসাইটও আপনি খুজে পাচ্ছেন না ড্রাইভার ডাউনলোড করার জন্য । এ অবস্থায় আপনি একটি সফটওয়ার ব্যবহার করে খুব সহজেই জেনে নিতে পারেন আপনার Unknown ডিভাইচগুলোর যাবতীয় তথ্য । সফ্টওয়াটি সেটাপ করে লান্চে যাবার পর Unknown ডিভাইচে ক্লিক করে খুঁজে পাবেন সমস্ত তথ্য । তথ্য জানার পর আপনি গুগল থেকে সার্চ করে আপনার প্রয়োজনীয় ড্রাইভারগুলো খুব সহজেই সংগ্রহ করতে পারেন ।

Level 0

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দরকারী একখান টিউন…

Level 0

এই সফটওয়্যারটাতে সব ডিভাইসের তথ্য বের করে , যার সবগুলির কিন্তু প্রয়োজন নাই।
শধু মাত্র প্রয়োজনীয় ভিভাইস এর ( যে গুলির ড্রাইভার ও. এস নাই) তথ্য জানার জন্য নিচের লিংকটা ব্যবহার করুন।
http://www.halfdone.com/ukd/UKD_14-20_Beta.zip

Thanks bro….