“বিসমিল্লাহির রাহমানির রাহিম”
সবাইকে স্বাগতম আমার আজকের টিউনিং পেজে। আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজ আমি আপনাদেরকে একটি ছোট্ট টিপস দিব। এই টিপসটি হয়তো অনেকের জানা থাকতে পারে তবে সমস্যা কি, যারা জানেন তারা নতুন করে জেনে নিন আর য়ারা জানেন না তারা ট্রাই করে নিন। আসা রাখি এই টিউনটি আপনাদের কাজে লাগবে।
১। প্রথমে My Computer এর Toos থেকে “Folder Options” টি সিলেট করুন।
২। View থেকে “Show hidden files and folder” টি সিলেট করুন।
৩। “Hidden proteced operating system files” টি সিলেট করে Apply করুন।
৪। এখন আপনার হার্ডডিস্কের যে কোন ড্রাইভে ডুকে (যে ড্রাইবে করতে চান) “System Volume Information” ফোল্ডারটির ভিতরের সকল ফাইল ডিলিট করুন ( কিছু ফাইল নাও ডিলিট হতে পারে )।
৫। Properties করে দেখুন প্রচুর পরিমানে জায়গা আপনার হার্ডডিস্কে বেড়েছে।
_____________________________________
ফ্রী টিউনঃ
আপনার মোবাইল ফোনের সিম কার্ড এবং ফোনের ডিলিট করা ডাটা পুঃউদ্ধার করতে এই সফটওয়্যারটি ডাউনলোড করুন। সাথে ব্যবহার বিধিও আছে।
সবাই ভাল থাকুন এবং সুস্থ্য থাকুন এই শুভ কামনায় আপনাদের
“ আলমাস”
আমি আলমাস জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 1591 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আপনাদের আলমাস। ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতে ভালবাসি, তাই স্বপ্ন বাস্তবায়নে ছুটে বেড়াই অজানা অনেক দূরে। অনেক সময় স্বপ্ন খুঁজতে গিয়ে পথ হারিয়ে যাই তখন, বিস্তীর্ণ উজানে একলা হয়ে চিহ্ন একেঁ একেঁ পথ চিনে নেই...
টেকটিউনস আপডেট হইলো নাকি?