আমাদের অনেক সফটওয়্যার এর এই ফুল ভার্সন ব্যবহার করার জন্য সিরিয়াল, প্যাচ, ক্রা ক কতকিছু খুঁজতে হয় যা সত্যিই ঝামেলার একটা কাজ। এই ঝামেলা থেকে মুক্তি পেতে আপনাদের জন্য নিয়ে এলাম দুইটি সফটওয়্যার যার একটার কাজ হল সিরি য়াল কী, প্যাচ বা ক্রা ক ইন্টারনেট হতে খুঁজে বের করা,আর অপরটির কাজ হল কী তৈরি করা বা জেনারেট করা। প্রথম সফটওয়্যারটির নাম হল Craggle. Google এর সাথে মিল রেখে এর নাম রাখা হয়েছে। এর কাজ হল ইন্টারনেট এ বিভিন্ন ভাল ভাল সাইট হতে ক্র্যা ক প্যাচ বা সিরিয়াল খুঁজে বের করা। সফটওয়্যার এর নাম আর ভার্সন লিখে সার্চ দিলে আপনার সামনে কিছুক্ষনের মধ্যে সিরিয়াল ক্রা ক বা প্যাচগুলো এসে যাবে। সফটওয়্যারটি বেশ ভাল। আর দ্বিতীয় সফটওয়্যারটির নাম হল Universal Keygen Genarator. এই সফটওয়্যারটি চালাতে .NET Framework 2 বা তার উপর Install করা থাকতে হবে। এই সফটওয়্যারটির কাজ হল বিভিন্ন সফটওয়্যার এর জন্য সিরি য়াল কী তৈরি করা। এটি অফলাইন এ কাজ করে, আর এতে অনেক সফটওয়্যার এর কী এর লিস্ট আছে। কিন্তু এর সমস্যা হল আপনার সফটওয়্যারটি যদি কমন কোন সফটওয়্যার না হয় তবে এই কী অনেকসময় কাজ করে না। তবে এই সফটওয়্যারটিও বেশ কাজের। দুইটা সফটওয়্যার এই ৫৯৮KB ফাইল এ RAR করা আছে। এখান হতে নামিয়ে নিন। http://www.sendspace.com/file/31hxca ভাল লাগলে Comment করবেন। সমস্যা হলে Comment এ জানান। আর কম্পিউটার বিষয়ক বিভিন্ন Tricks এর জন্য আমার ফেসবুক পেজ http://www.facebook.com/mbtricks লাইক দিন। সকলকে ধন্যবাদ...
আমি Yafi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পোস্টটি দেখে খুব কাজের মনে হচ্ছে । দেখি সফটওয়্যার গুলা কত টুকু কাজে আসে । অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ।