কিছুক্ষন আগে আমি একটা পোস্ট দিয়েছিলাম “উবন্টুতে গ্রামীনফোনের মোডেম দিয়ে টেলিটক ৩জি সার্ভিস চালু করুন সহজে” টেকটিউন্সে। কিন্তু আমি ভুলেই গিয়েছিলাম যে উইন্ডোজ হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভেজাল ওএস (এটা একান্তই আমার নিজস্ব মতামত)। কারন আশা করি আমার ডেভেলপার ভাইয়েরা বুঝতে পারছেন।
আমাদের এক টেকি ভাই nazmul93(https://www.techtunes.io/tuner/nazmul93) আমাকে জিজ্ঞাস করলেন যে তার huawai ব্রান্ডের e1550 মডেলের গ্রামীনফোনের মোডেম দিয়ে উইন্ডোজে কিভাবে টেলিটক ৩জি সার্ভিস ব্যবহার করবেন। চিন্তার ব্যপার। আমি যতদুর জানি গ্রামীনফোনের গত ২-৩ বছর ধরে যে মোডেম গুলি বাজারে ছাড়ছে, ওই মোডেমগুলির অ্যাপ্লিকেশন গুলি দেখতে এবং তাদের ফাংশনালিটি একই রকম। যদিও ওরা একটা কাজের জিনিস বাদ দিয়েছে, USSD। খুব ভাল জিনিস ছিল।
কাজের কথায় আশা যাক, আমি আমার উইন্ডোজ ৮ এ গ্রামীনফোনের ZTE MF190 মোডেম দিয়ে টেলিটক ৩জি সার্ভিস ব্যবহার করি। কিভাবে ????? নিচে দেখুন।
সবুজ বক্স করা জায়গাটায় খেয়াল করুন। আপনার মোডেমে যদি দেখতে পান এরকম কিছু তাহলে আলহামদুলিল্লাহ বলেন। আপনার মোডেমে টেলিটক ৩জি সার্ভিস চালানো যাবে। টেলিটক ৩জি ব্যবহার করে এইচএসডিপিএ নেটওয়ার্ক। টেলিটক ৩জি ও তার ফ্লাস মোডেম সম্পর্কে আরো বিস্তারিত জানতে এই লিঙ্কে যান (http://www.androidkothon.com/post-id/2585)
এই টিউটোরিয়ালটির জন্য আমি ব্যবহার করেছি।
১. গ্রামীনফোনের ZTE MF190 মোডেম
২. উইন্ডোজ ৮ (৬৪ বিট)
৩. টেলিটক ৩জি সিম (১২৮কে)
৪. আমার ল্যাপটপ (ACER ASPIRE V3-571)
আচ্ছা এখন আবার কাজে আসা যাক। নিচের ছবি গুলি ফলো করেন।
“Profile Management “ এ গিয়ে ADD বাটনে ক্লিক করুন। নিচের ছবির মত।
Just Type Access Number/Dial Number:*99# Then Press OK আপনি আডভান্স ইউজার হয়ে থাকলে এই লিঙ্কে যান (http://bmion.blogspot.com/2013/03/use-teletalk-3g2g-sim-at-gp-modem.html)
আডভান্স ইউজারদের জন্য আরেকটা ইমেজ দেয়া হল। দয়া করে কনফার্ম করবেন এটা
এখন এরকম কিছু একটা দেখবেন।
কানেক্ট করে ইন্টারনেট ব্যাবহার করা শুরু করেন।আর মোডেম থেকে Text Message করে নিচের ইনফর্মেশন গুলি জানতে পারেন।
ভাল থাকবেন।
আমি Simply-Coder। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জনাব টিউনার, প্রথমেই উপকারী টিউন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। কিন্তু আপনার একটা কথা বুঝতে পারলাম না। আপনি এই টিউনে লিখেছেন ” উইন্ডোজ হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভেজাল ওএস”
এর মানে কি ?? আর উইন্ডোজ যদি সবচেয়ে ভেজাল ওএস হয় তবে আপনার মতে খাটি ওএস কোনটা এবং কেন ??