উইন্ডোজে গ্রামীনফোনের মোডেম দিয়ে টেলিটক ৩জি সার্ভিস চালু করুন সহজে

কিছুক্ষন আগে আমি একটা পোস্ট দিয়েছিলাম “উবন্টুতে গ্রামীনফোনের মোডেম দিয়ে টেলিটক ৩জি সার্ভিস চালু করুন সহজে” টেকটিউন্সে। কিন্তু আমি ভুলেই গিয়েছিলাম যে উইন্ডোজ হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভেজাল ওএস (এটা একান্তই আমার নিজস্ব মতামত)। কারন আশা করি আমার ডেভেলপার ভাইয়েরা বুঝতে পারছেন।

আমাদের এক টেকি ভাই nazmul93(https://www.techtunes.io/tuner/nazmul93) আমাকে জিজ্ঞাস করলেন যে তার huawai ব্রান্ডের e1550 মডেলের গ্রামীনফোনের মোডেম দিয়ে উইন্ডোজে কিভাবে টেলিটক ৩জি সার্ভিস ব্যবহার করবেন। চিন্তার ব্যপার। আমি যতদুর জানি গ্রামীনফোনের গত ২-৩ বছর ধরে যে মোডেম গুলি বাজারে ছাড়ছে, ওই মোডেমগুলির অ্যাপ্লিকেশন গুলি দেখতে এবং তাদের ফাংশনালিটি একই রকম। যদিও ওরা একটা কাজের জিনিস বাদ দিয়েছে, USSD। খুব ভাল জিনিস ছিল।

কাজের কথায় আশা যাক, আমি আমার উইন্ডোজ ৮ এ গ্রামীনফোনের ZTE MF190 মোডেম দিয়ে টেলিটক ৩জি সার্ভিস ব্যবহার করি। কিভাবে ????? নিচে দেখুন।

সবুজ বক্স করা জায়গাটায় খেয়াল করুন। আপনার মোডেমে যদি দেখতে পান এরকম কিছু তাহলে আলহামদুলিল্লাহ বলেন। আপনার মোডেমে টেলিটক ৩জি সার্ভিস চালানো যাবে। টেলিটক ৩জি ব্যবহার করে এইচএসডিপিএ নেটওয়ার্ক। টেলিটক ৩জি ও তার ফ্লাস মোডেম সম্পর্কে আরো বিস্তারিত জানতে এই লিঙ্কে যান (http://www.androidkothon.com/post-id/2585)

এই টিউটোরিয়ালটির জন্য আমি ব্যবহার করেছি।

১. গ্রামীনফোনের ZTE MF190 মোডেম

২. উইন্ডোজ ৮ (৬৪ বিট)

৩. টেলিটক ৩জি সিম (১২৮কে)

৪. আমার ল্যাপটপ (ACER ASPIRE V3-571)

আচ্ছা এখন আবার কাজে আসা যাক। নিচের ছবি গুলি ফলো করেন।

“Profile Management “ এ গিয়ে ADD বাটনে ক্লিক করুন। নিচের ছবির মত।

Just Type Access Number/Dial Number:*99# Then Press OK আপনি আডভান্স ইউজার হয়ে থাকলে এই লিঙ্কে যান (http://bmion.blogspot.com/2013/03/use-teletalk-3g2g-sim-at-gp-modem.html)

আডভান্স ইউজারদের জন্য আরেকটা ইমেজ দেয়া হল। দয়া করে কনফার্ম করবেন এটা

এখন এরকম কিছু একটা দেখবেন।

কানেক্ট করে ইন্টারনেট ব্যাবহার করা শুরু করেন।আর মোডেম থেকে Text Message করে নিচের ইনফর্মেশন গুলি জানতে পারেন।

  • ডাটা ইউজ জানার জন্য u লিখে 111 এ এসএমএস করুন।
  • ব্যালেন্স জানার জন্য b লিখে 152 তে এসএমএস করুন।
  • কার্ড রিচার্জ করার জন্য ১৩ ডিজিটের পিন লিখে 151 এ এসএমএস পাঠান (কার্ড রিচার্জ করার ব্যপারটা টেস্ট করে দেখি নাই। আমি টপ-আপ করি সব সময়)

ভাল থাকবেন।

Level 0

আমি Simply-Coder। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

জনাব টিউনার, প্রথমেই উপকারী টিউন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। কিন্তু আপনার একটা কথা বুঝতে পারলাম না। আপনি এই টিউনে লিখেছেন ” উইন্ডোজ হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভেজাল ওএস”
এর মানে কি ?? আর উইন্ডোজ যদি সবচেয়ে ভেজাল ওএস হয় তবে আপনার মতে খাটি ওএস কোনটা এবং কেন ??

    @newboy: যত গুলি লিনাক্স এবং ম্যাক ওএস এর ভার্সন আছে। Cent OS is the best and বলা চলে তুলনামুলক নির্ভেজাল (এটা একান্তই আমার নিজস্ব মতামত)। 🙂

    কেন ?? Cent OS নিয়া আজকে একটা গুগলিং করেন। পানির মত পরিস্কার হয়ে যাবে।

    Level 0

    @newboy: amar kase Windows thika mac OS onek besi user Friendly mone hoy… karon… onek kisui ase,, ja kora onek sohoj.. kintu windows e sohoj na…

Level 0

amar kase Windows thika mac OS onek besi user Friendly mone hoy… karon… onek kisui ase,, ja kora onek sohoj.. kintu windows e sohoj na…

Level 0

“Cent OS is the best” তাহলে তো বলতে হয় তাবৎ দুনিয়ার ৮০% লোক ভেজাল ও এস ব্যাবহার করেন আর আপনার মত কিছু বুদ্ধিমানেরা তথাকথিত বুদ্ধিমান ও এস ব্যাবহার করেন। তা আপনার এই খাটি ও এস এর বিশ্বব্যাপী ব্যাবহারের পরিমাণটা নিচের দেয়া কিছু নির্ভরযোগ্য লিংকগুলোতে পরিস্কারভাবে প্রমানিত হয় ঃ
১/ http://en.wikipedia.org/wiki/Usage_share_of_operating_systems
২/ http://www.w3schools.com/browsers/browsers_os.asp
৩/ http://www.netmarketshare.com/operating-system-market-share.aspx?qprid=10&qpcustomd=0
৪/ http://www.w3counter.com/globalstats.php

    @newboy: ভাই আমি বুঝলাম না এখানে রাগ করার কি আছে। আপনি যদি ওয়েব বা অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন, আপনার উইন্ডোজ ভালো লাগবে না। উইন্ডোজ অনেক পুরানো, অনেক বেশী ব্যবহ্রীত, অনেক বেশি সহজ এবং অনেক বেশী দুর্বল অপারেটিং সিস্টেম। এই ওএস কে ঠিক রাখতে বিশ্বের অনেক ইউজার কে মাসে মাসে প্রচুর টাকা খরচ করতে হয়।

    আপনি যে উইকিপিডিয়ার লিঙ্ক শেয়ার করেছেন অইখানে “Mobile Operating System statistics on Net Applications” এর গ্রাফটা চেক করেন আর আমাকে বলেন আপনি কি ২টা পিসি আর এক সিমের একটা মোবাইল ইউজ করেন।

    আপনি যদি একটা সার্ভার ডেভেলপমেন্ট করতে চান, ধরে নেন নর্মাল একটা হোস্টিইং সার্ভার, আপনি উইন্ডোজ সার্ভার এর চেয়ে Cent OS কে বেশি priority দিবেন।

    আর ভাই, আমি পোস্টটা একটু আপডেট করেছি। “আপনার মত কিছু বুদ্ধিমানেরা তথাকথিত বুদ্ধিমান ও এস ব্যাবহার করেন” যে কথাটা আপনি বললেন, ভাই আমি তথাকথিত বুদ্ধিমান বা বুদ্ধিমান কোনটাই না। আমি নিজেও উইন্ডোজ ব্যবহার করি, না হলে এই টিউটোরিয়ালটা দিতে পারতাম না।

    এই লাইনে তর্ক করে আসলে কোন লাভ নাই, সবার নিজস্ব রুচি আছে। যারা ডিজাইনার তাদের উইন্ডোজ ছাড়া চলবে না কারন ওএস নিয়ে তারা নতুন করে ভাবার টাইম পায় না। তাদের ডিজাইন নিয়ে চিন্তা থাকে। কিন্তু আপস ডেভেলপারদের ওই চিন্তা করলে বিপদে পড়তে হবে।

    আপনি যদি কস্ট পেয়ে থাকেন আমার “উইন্ডোজ হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভেজাল ওএস” লাইনের জন্য তাহলে আমি আন্তরিক ভাবে দুক্ষিত এবং ক্ষমাপ্রাথী। এক কালে উইন্ডোজ ওএস এর জন্য প্রচুর টাকা গচ্ছা দিতে হয়েছে, আর আমি মনে করি ভেজাল জিনিসের পিছনেই বেশি টাকা গচ্ছা যায়।

    এন্টিভাইরাস ছাড়া আপনি উইন্ডোজ টিকাতে পারবেন না। একটু উবুন্টুটা সময় পেলে টেস্ট করে দেখবেন। অনুরোধ থাকল।

    Sorry again 🙂

Level 0

আর হা আপনার এই ও এস টা এতই ভাল যে বিশ্বসেরা সফটওয়্যার জায়ান্টরা (Adobe Inc, Creative Inc, Macromedia, Autodesk, EA Games) তাদের বিশ্বসেরা সফটওয়্যার সফটওয়্যারের (Photoshop, Dreamweaver, Creative sound blaster, MAYA, NFS Games ) কোন এডিশন উইন্ডোজ আর ম্যাক ছাড়া অন্য কোন প্লাটফরমের জন্য বানানোর প্রয়োজন মনে করেন না।

    @newboy: Sorry again. এটা আমার একান্তই নিজস্ব মতামত

    Level 0

    @newboy: vai chorom jukti disen….

    Level New

    @newboy: shudhu os diyei hobe naki? soft na cholle . 😀

Level 0

vai amar to kaj holo na…edge teletalk astase

    apnar moderm ta kon model er ….. ektu share koren.

প্রথমে ধন্যবাদ জানাই,কারন আপনি সময় উপযোগী একটি পোষ্ট করেছে।
আসা করি আমার প্রশ্নের উত্তর দিবেন।
আচ্ছা ভাই আমার গ্রামীনের মডেম
Model: E1550
আমার মডেমের নিচের অংশে যেখানে আপনি সবুজ মার্ক করেছিলেন সেখানে
লেখা আসে।GPRS Teletalk তা হলে আমি কি ব্যবহার করতে পারব?
আমি আপনার নিয়ম অনুসরণ করেছিলাম । কানেক্ট হয় না।
লেখা আসে
Error 628: The connection was terminated by the remote computer before it could it completed.
আরেকটি কথা আমি কুমিল্লাতে থাকি এখানে 3G নেটওয়াক পাওয়া যাবে কি?

    @ওহাব: ওহাব ভাই, ধন্যবাদ কমেন্ট এর জন্য। আপনার মোডেমের ডিটেইলস পেলাম এই লিঙ্কে (http://www.modemarea.com/2011/06/huawei-e1550-specifications/)। এই লিঙ্কের specification অনুযায়ী আপনার মোডেমে টেলিটক ৩জি সার্ভিস সাপোর্ট করার কথা।

    তবে আমি জানি যে ঢাকা ও চট্রগ্রাম সিটি করপোরেশন ছাড়া বাংলাদেশের অন্যান্য এলাকায় এখন ৩জি সার্ভিস চালু হয় নাই। সেজন্য হয়তো আপনি ২জি পাচ্ছেন। আর আপনি যে এরর এর কথা বললেন, আমার ধারনা হয়তো আপনার সিমে টাকা নাই। কারন সিমে টাকা না থাকলে এরকম মেসেজ দেয়। ইন্টারনেট সার্ভিস হয়তো ডিএক্টিভেট হয়ে আছে। সব ঠিক
    থাকলে আপনি GPRS সার্ভিস ব্যবহার করতে পারবেন।

    তবে আশার কথা আপনাকে নতুন ৩জি মোডেম কিনতে হবে না। এটা দিয়ে ভবিষ্যতে কাজ চালাতে পারবেন।

আমারও একই মডেম,ধনবাদ শেয়ার করার জন্য 😛

Level 0

vai , amar ta te parlam na..network er jaegae apnaar jekhane HSPDA amar shekhane EDGE..

MODEL:HUWAWEI EG162G
JODI AMADER JONNO KISU EKTA KORTEN

Level 0

@Simply-Coder vai ami agei bolcilam model e1550 huwai

    @nazmul93: ভাই, আপনার জন্য আমার রিপ্লাই উপরের ওহাব ভাই এর মত হবে।

    *——-@ওহাব: ওহাব ভাই, ধন্যবাদ কমেন্ট এর জন্য। আপনার মোডেমের ডিটেইলস পেলাম এই লিঙ্কে (http://www.modemarea.com/2011/06/huawei-e1550-specifications/)। এই লিঙ্কের specification অনুযায়ী আপনার মোডেমে টেলিটক ৩জি সার্ভিস সাপোর্ট করার কথা।

    তবে আমি জানি যে ঢাকা ও চট্রগ্রাম সিটি করপোরেশন ছাড়া বাংলাদেশের অন্যান্য এলাকায় এখন ৩জি সার্ভিস চালু হয় নাই। সেজন্য হয়তো আপনি ২জি পাচ্ছেন। আর আপনি যে এরর এর কথা বললেন, আমার ধারনা হয়তো আপনার সিমে টাকা নাই। কারন সিমে টাকা না থাকলে এরকম মেসেজ দেয়। ইন্টারনেট সার্ভিস হয়তো ডিএক্টিভেট হয়ে আছে। সব ঠিক
    থাকলে আপনি GPRS সার্ভিস ব্যবহার করতে পারবেন।

    তবে আশার কথা আপনাকে নতুন ৩জি মোডেম কিনতে হবে না। এটা দিয়ে ভবিষ্যতে কাজ চালাতে পারবেন।——-*

    আপনি যদি ঢাকায় বা চট্রগ্রাম সিটি করপোরেশনে থাকেন তবে যে জায়গায় আপনি আপনার মোডেম টেস্ট করছেন সেখানে হয়তো ৩জি পাচ্ছে না। আমি মতিঝিলে টেস্ট করেছিলাম একটা ঘিঞ্জি অফিসের ভিতরে, সেখানে একবার edge একবার hspa পাই। আপনার জন্য আমার একটা অনুরোধ থাকলো এই লিঙ্কটা ডিটেইলস (http://www.androidkothon.com/post-id/2585) দেখার জন্য। টেলিটক ৩জি ও তার ফ্লাস মোডেম সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন।

    ধন্যবাদ।

আমি সফল হলাম, জিপি মডেম এ টেলিটক ৩জি . . ওয়াও
আমি 500kbps [plus] speed পাইছি . .
ধন্যবাদ Simply-Coder আপনাকে।

**** যারা USSD নিয়া সমস্যায় আছেন তারা নিচের লিংক টা দেখতে পারেন। ঐ লিংকের নিয়ম অনুযায়ী USSD Plugin active করেছি।
লিংক: http://friendflue.com/index.php/topic/1-computer/48-ussd-for-gp-modem

Level 0

vai ami amar sim die basay mobile e 3g use korsi but modem e hobe na kno??????

    @nazmul93: নাজমুল ভাই, আমার কয়েকটা প্রশ্নের জবাব দেন একটু কস্ট করে…………

    ১. আপনার মোডেমের বয়স কত? ঠিক কত দিন আগে কিনেছিলেন ? কারন Huawei E1550 Modem এর কয়েকটা ভার্সন আছে শুনেছিলাম। প্রথম দিককারগুলির HSAP/HSPDA নেটওয়ার্ক ক্যাচ করতে পারে না।

    ২. এই ইমেজটা দেখেন (http://dnc.techtunes.io/tDrive/tuner/showrav017/201966/networkSelection.jpg?e83a2c)। আমাকে বলেন আপনার এখানে ‘Automatic’ করা আছে কিনা। HSPA পেতে হলে আপনাকে Automatic/3g only চেক করা হতে হবে।

    ৩. আপনি বললেন যে আপনার EDGE লিখা আসে। আপনার বাসা কোথায় বলবেন ?

    ৪. এই লিঙ্কটা (http://bmion.blogspot.com/2013/03/use-teletalk-3g2g-sim-at-gp-modem.html) দেখেন। এই ভাবে আপনি কি সাকসেস্ফুল হয়েছেন কিনা বলেন।

    আমার স্ক্যাইপে আইডি হচ্ছে mdehsanulhoque । আমার সাথে যোগাযোগ করতে পারেন।

    ধন্যবাদ।

Level 0

noman vai kivabe korsen?? hlp plz!

Level 0

নোমান হোসাইন kivabe korsen?

Level 0

এই website এ ভুলেও কেউ visit করবেন না। তা নাহলে আপনার নিজের মাথায় কাঠাল ভাঙতে ইচ্ছা করবে। কি আর করবেন, site টাই যে এরকম। So be careful.
http://www.to-by.com

I have a 2G sim. Do I need to replace with new sim? Can I use it as a 3G sim by activating 3G service?

    @হিরন্ময়: ভাই, টেলিটকের ফ্রী অফার চলতাছে ২জি থিকা ৩ জি কনভার্ট এর। কইরা ফালান। আমি টেস্ট কইরা দেখি নাই। তবে ভেজাল করার চান্স আছে।

Level 0

vaia apni j pic disen oita r sathe amar modem r kno mil nai

Level 0

ei option ase only
pic ta dakhen-http://independentitsolution.com/wp-content/uploads/2013/04/gp-1-1024×575.png
and -http://independentitsolution.com/wp-content/uploads/2013/04/gp-2-1024×575.png

dakhen to ki prblm

Level 0

vai 1st er link gula na pore jegula disi oita dakhen…r apnar fb id dile valo hoto

    ভাই। অতীব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আপনার মোডেমে টেলিটক ৩জি সাপোর্ট করবে না। আপনার মোডেম এবং তার ড্রাইভারটা অনেক পুরাতন। আপনার সবই ঠিক আছে কিন্তু HSDPA data transfer সাপোর্টটা নাই। আমার মনে হয় আপনার মোডেমটা ২/৩ বৎসরের বেশী পুরাতন। আর আমি যেমন শুনেছিলাম, Huawei E1550 এর কয়েকটা ভার্সন আছে।

    আপনি এই দুইটা লিঙ্ক একটু দেখেন (http://www.huaweidevice.com/worldwide/technicaIndex.do?method=gotoProductSupport&productId=2812)(http://huaweifirmware.blogspot.com/2011/05/huawei-e1550.html) আমি Huawei E1550 মোডেম দিয়ে বেশী কাজ করি নাই। আপনি ড্রাইভার আপডেট দিয়ে দেখতে পারেন। অথবা লেটেস্ট Huawei E1550 মোডেমের যে জিপি ড্রাইভারটা আছে সেটা ট্রাই করে দেখতে পারেন।

    আমার ফেইসবুক এড্রেস হচ্ছে (http://www.facebook.com/SimplyCoder) আমার ফেইসবুক আইডি হচ্ছে ([email protected])

    ধন্যবাদ।

Level 0

ai modem a টেলিটক ৩জি cholbe?

– Model: Vodafone MD950
– 3G wireless USB modem
– Tri – Band: GSM 900/1800/1900MHz
– Support network: EDGE, backward compatible with GPRS/GSM
– Transmission rate: 115.2~460.8Kbps
– Compatible systems: Windows 2000/XP/Vista/7

Level 0

vai driver update kivabe korbo? plz help

@onirban: অনির্বান ভাই, আপনার ফোনের মডেল নাম্বারটা বলেন। আর একটু ডিটেইলস শেয়ার করেন আপনার ফোনের ব্যাপারে।

ভাই আমি গ্রামীনফোন ইন্টারনেট মডেম ব্যবহার করতেছি ৷ আমার গ্রামীনফোন মডেম এর মডেল MF190 ৷ GP Internet Modem ব্যাবহার করার সময় আমাকে অনেক সময় Account Balance Check করার দরকার হয়। এবং অনেক সময় প্রয়োজনের সময় কল করার দরকার পরে। কিন্তু সমস্যা হল GP মোডেম এর Default সফটওয়ার এর সাথে এই Function গুলা থাকে না। আমাকে সিম খুলে মোবাইলের মাধ্যমে কল করা সহ ইউজেস ও ব্যালান্স জানতে হয়। এটা একটা বিরক্তিকর ব্যাপার। গ্রামীন ফোনের মোডেম ব্যাবহার করে কম্পিউটার থেকে সরাসরি কল করা এবং Account Balance চেক করার জন্য কিছু সফটওয়্যার আছে ও ব্যাবহার করা যায়। কিন্তু সেই সফটওয়্যার দিয়ে MF190 মডেমে কাজ হয় না৷
MF190 মোডেম এর জন্য এই ধরনের কোনও সফটয়্যার আছে কি?
থাকলে দয়া করে জানাবেন অথবা এর জন্য অন্য টিপস দেন………