মাইক্রোসফট কর্পোরেশন তাদের অফিস ২০০৭ এর শুধু বাহ্যিক বৈশিষ্টের ই পরিবর্তন আনেনি এর অনেক ধরনের পরিবর্তন এনেছে . তার মধ্যে একটি হচ্ছে এর ফাইল সিস্টেম এর কিছুটা পরিবর্তন আনা হয়েছে . যেমন ডকুমেন্ট ফাইল এর ক্ষেত্রে আগেকার ভার্সন গুলোতে এক্সটেনশন*.doc এক্সটেনশন এর ফাইল তৈরী হত কিন্তু এখন ২০০৭ এর ভার্সন এ এই ফাইল এ তৈরী হয় *.docx এক্সটেনশন এর ফাইল এ. তবে এ ধরনের ফাইল গুলো মাইক্রোসফট অফিস এর আগের ভার্সন গুলো তে খোলেনা অর্থাৎ এই ফরমেট এর ফাইল গুলো আগের ভার্সন এর মাইক্রোসফট অফিস এ সাপোর্ট করেনা . এই ফরমেট এর ফাইল খোলার জন্য বেশ কয়েকটি বিকল্প পদ্ধতি রয়েছে যার দ্বারা কম্পিউটার এ অফিস ২০০৭ ইনস্টল না করে আগের ভার্সন এর মাইক্রোসফট অফিস দিয়েই খোলা যাবে.
১. *.docx এক্সটেনশন যুক্ত ফাইল খোলার জন্য অফিস ২০০৭ এর পূর্বের ভার্সন এর জন্য মাইক্রোসফট এর পক্ষ থেকে একটি কম্প্যাটিবিলিটি প্যাক ছাড়া হয়েছে এই কম্প্যাটিবিলিটি প্যাক পাওয়া যাবে http://www.microsoft.com/downloads/details.aspx?FamilyId=941B3470-3AE9-4AEE-8F43-C6BB74CDI1466&displaylang=en
এই ঠিকানায় . এখান থেকে সফটওয়ার (কম্প্যাটিবিলিটি প্যাক) টি নামিয়ে নিয়ে কম্পিউটার এ ইনস্টল করে নিলেই আগের যেকোনো ভার্সন এর মাইক্রোসফট অফিস এ ২০০৭ অফিস এর যেকোনো ফাইল খোলা যাবে .
২. এ ছাড়া মাইক্রোসফট অফিস এর বিকল্প একটি সফট ওয়ার আছে যা দ্বারা মাইক্রোসফট অফিস দ্বারা তৈরী যেকোনো ফাইল খোলা , সম্পাদনা করা এবং সংরক্ষণ করা যায়. এটি হচ্ছে ওপেন অফিস.অর্গ .
এই সফট ওয়ার টি ওপেন সোর্স ঘরানার অর্থাৎ মুক্ত . এটা যে কেউ বিনামূল্যে ব্যবহার, বিতরণ,পরিমার্জন এবং পরিবর্ধন করতে পারবে . এটি লিনাক্স এর পাশাপাশি উইন্ডজ এবং ম্যাক এও চলে . যেকেউ এটা http://www.openoffice.org এই ঠিকানা থেকে বিনামূল্যে নামিয়ে নিতে পারবে .
এর একটি বহনযোগ্য (পোর্টেবল) ভার্সন আছে যা পেনড্রাইভ করে সহজেই বহন করা যায় এবং যেকোনো কম্পিউটার এ ইনস্টল দেয়া ছাড়াই ব্যবহার করা যায় . বহনযোগ্য (পোর্টেবল) এ সংস্করণ টি নামানো যাবে http://portableapps.com/apps/office এই ঠিকানা থেকে
সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোওয়া করবেন ......
***তথ্য সুত্র : দৈনিক প্রথম আলো
আমি জিয়াউস সামাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 96 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am a professional full stack web developer.
ধন্যবাদ আপনাকে। আমি অনেকটা শখ করে ২০০৭ ইউজ করি। মাঝে মাঝে দরকারী টুলস খুজে পেতে কিছুটা অসুবিধা হত এখন অবশ্য তেমন কোন সমস্যা হয় না। আপনার এই সফটা পেয়ে খুবই খুশি হলাম অনেক দরকার লাগবে।