সহজেই পিসির Shutdown এবং Reboot গতি বৃদ্ধি করুন। (update)

সবাই কে স্বাগতম জানাচ্ছি আমার আজকের টিউনে। আসা করছি আপনারা সবাই ভাল আছেন। আমি আজ আপনাদের একটি টিপস্ দিব যাতে করে পিসির Shutdown এবং Reboot গতি বৃদ্ধি করতে পারবেন অতি সহজেই। পিসি চালাতে তো আমরা সবাই ভালবাসি but Shutdown এবং Reboot হবার সময় পিসি যখন সময়টা বেশি নেয় তখন আসলেই ম্যাজাচটা গরম হয়ে যায়। তাই এ বিরম্বনা থেকে মুক্তি পেতে নিচের ধাপ গুলো অনুসরন করুনঃ

___________________________________________

১। প্রথমে Start থেকে Run এ ক্লিক করুন।

২। টাইপ করুন Regedit এবং ok করুন।

৩। তারপর HKEY_CURRENT_USER\Control Panel থেকে Desktop এ ক্লিক করুন।

৪। WaitToKillAppTimeout খুঁজে বের করুন।

৫। রাইট ক্লিক করে Modify সিলেট করুন।

৬। ভেলুটিতে 1000 লিখুন।

৭। ok করুন।

almas

৮। এখন HungAppTimeout খুঁজে বের করুন।

৯। রাইট ক্লিক করে Modify সিলেট করুন।

১০। ভেলুটিতে 1000 লিখুন।

১১। ok করুন।

আসা করি আমার এই ছোট্ট টিউনটি আপনাদের ভাল লাগবে। আর ভাল লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন।

সবাই ভাল থাকুন এবং সুস্থ্য থাকুন এই শুভ কামনায় আপনাদের

“ আলমাস”

Level 2

আমি আলমাস জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 1591 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আপনাদের আলমাস। ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতে ভালবাসি, তাই স্বপ্ন বাস্তবায়নে ছুটে বেড়াই অজানা অনেক দূরে। অনেক সময় স্বপ্ন খুঁজতে গিয়ে পথ হারিয়ে যাই তখন, বিস্তীর্ণ উজানে একলা হয়ে চিহ্ন একেঁ একেঁ পথ চিনে নেই...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

থাঙ্কস ভাই।

    Level 2

    আপনাকেও ধন্যবাদ ভাই। 😛 😛 😛

Level 0

আপনােক অেশষ ধন্যবাদ……………………….

    Level 2

    ধন্যবাদ রনি ভাই। 😛 😛 😛

ভাল লাগার জন্য টিপস দিলে ভালতো লাগবেরে ভাই।ধন্যবাদ আপনাকে।

    Level 2

    ধন্যবাদ ভাই but আপনার কথাটা ঠিক স্পষ্ট না তবুও আমি পজেটিভ ভাবে নিলাম। 😉

Level 3

ধন্যবাদ ।

    Level 2

    আপনাকেও ধন্যবাদ তানভির ভাই। 😛

আমার অনেক কাজে লেগেছে।কারন বাসার pc টা on হতে অনেক সময় লাগত যা বিরুক্তিকর।ধন্যবাদ আপনাকে।ফ্রি ভাল টিপস দেবার জন্য।

    Level 2

    অসংখ্য ধন্যবাদ

    Level 2

    অসংখ্য ধন্যবাদ শরিফ ভাই। ভাল থাকবেন…………… 😀 😛

Level 0

ভাই এত সুন্দর টিপস কোথা থেকে জানেন? আমি যদি জানতাম তাহলে আমিও আপনার মত সবার সাথে শেয়ার করতাম। আমার ভাই নিজেরই মাঝে খারাপ লাগে কিছুই শেয়ার করতে পারি না আপনাদের মত। যা পারি তা ইতি মধ্যে টিউন করা হয়ে গেছে। ধন্যবাদ ভাই শিক্ষণীয় টিউন করার জন্য.. অনেক শিক্ষনীয় সাইট এইটা।