আমরা অনেকেই সাধারণ Chinese EDGE Modem ব্যবহার করে থাকি। এই মডেমের সফটওয়্যার উইন্ডোজ এক্সপিতে ভালভাবে চললেও উইন্ডোজ ৭ বা ৮ এ মাঝে মধ্যেই ক্রাশ করে। এর অনেকগুলো কারন আছে। অপারেটিং সিস্টেম লেটেস্ট না হলেই এই সমস্যা বেশি হয়। ফলে আমরা আমাদের প্রয়োজন মত ইন্টারনেট এ কানেক্ট হতে পারি না। এই সমস্যা দূর করতে পারেন নিচের নিয়মে।
আপনার মডেম এর সফটওয়্যার যে ডাইরেক্টরি ( বেশিরভাগ ক্ষেত্রে C>Program Files>Edge Card) তে ইন্সটল করেছেন সেখানে যান। এরপর আপনার মডেম এর সফটওয়্যার রান করবার আইকনটি খুঁজে বের করুন (বেশিরভাগ ক্ষেত্রে wireless.exe )। আইকনটির উপর রাইট ক্লিক করুন। Properties এ গিয়ে Compatibility ট্যাবে ক্লিক করুন। Run this program in compatibility mode for এর পাশে টিক দিন এবং তার নিচে Windows XP (Service Pack 3) সিলেক্ট করে দিন। Apply>Ok করে বেরিয়ে আসুন। এবার আপনার মডেমের সফটওয়্যার রান করান,দেখবেন আর ক্রাশ করবে না।
ট্রিক্স পেতে লাইক দিন আমার ফেসবুক পেজ https://www.facebook.com/mbtricks।
সকলকে নববর্ষের শুভেচ্ছা...
আমি Yafi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Vai, Chienese EDGE modem gulay kivabe 3G use kora jay bolte parben ?