অনেক সময় ভাইরাস বা অন্য কোন কারণে উইন্ডোজ ৭ বা এক্সপিতে টাস্ক ম্যানেজার ডিজাবল হয়ে যায়। আমরা অনেক ঝামেলায় পড়ে যাই। তখন উইন্ডোজ নতুন করে সেটআপ না দিয়ে উপায় থাকে না। কিন্তু এখন আর আপনাকে টাস্ক ম্যানেজার এনাবল করতে এত কষ্ট করতে হবে না। সহজেই এই টাস্ক ম্যানেজার এনাবল করে নিতে পারি আমরা উইন্ডোজ ৭ বা এক্সপিতে। নীচের ধাপগুলো অনুসরণ করুন এজন্য।
১। Start >> Run এ যান।
২। লিখুন regedit এবং ইন্টার চাপুন।
৩। HKEY_CURRENT_USER >> Software >> Microsoft >> Windows >> CurrentVersion >> Policies >> System এ যান।
৪। ডানের সাইড পানেলে DisableTaskManager (এক্সপির জন্য) বা DisableTaskMgr ( ৭ এর জন্য) খুজুন।
৫। খুঁজে পেলে ডাবল ক্লিক করুন, নীচের মত বক্স আসবে।
৬। এবার টাস্ক ম্যানেজার এনাবল করতে Value data 0 লিখুন... আর ডিসাবল করতে ১ লিখুন।
৭। এবার ok চাপুন। এখন আপনি Ctrl+Alt+Delete চেপে টাস্ক ম্যানেজার এ প্রবেশ করুন।
ধন্যবাদ ...
***এরকম ট্রিক্স এর জন্য আমার ফেসবুক পেজ http://www.facebook.com/mbtricks লাইক দিন।
আমি Yafi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুবই কাজের একটা ছোট টিপস। যখন সমস্যায় পড়েছিলাম, তখন যদি পেতাম। অনেক ধন্যবাদ।