কম্পিউটারে ফায়ার- ফক্স ওএস চালাবেন যেভাবে……

এখনো উন্মোচিত হয়নি এই সময়ের আলোচিত স্মার্টফোন অপারেটিং সিস্টেম ফায়ার-ফক্স ওএস। মাত্র রিলিজ পেয়েছে কয়েকটি পরীক্ষামূলক সংস্করণ। যদিও চালাতে প্রয়োজন হবে স্মার্টফোন। তবে কিছুটা কৌশলে চাইলে আপনার ডেস্কটপ অথবা ল্যাপটপে বসে আপনি নিজেই ফিচারগুলো পরখ করে দেখতে পারেন।

১ম ধাপ- প্রস্তুতি পর্ব:

ফায়ার-ফক্স ওএস ইন্সটল করার জন্য আপনার পিসিতে থাকতে হবে মজিলা ফায়ার-ফক্সের সবশেষ ওয়েব ব্রাউজার এবং অপারেটিং সিস্টেমটির সাথে আপনার কম্পিউটার সমন্বয় করার মতো সিমুলেটর এক্সটেনশন। সেজন্য আপনার পিসিতে মজিলা ফায়ার-ফক্সের সবশেষ সংস্করণ ইন্সটল করা না থাকলে তবে সেটা ইন্সটল করে নিতে হবে। http://www.mozilla.org/en-US/firefox/new/ এই লিংক থেকে সবশেষ সংস্করণটি ডাউনলোড করতে পারবেন।

এবং https://people.mozilla.com/~myk/r2d2b2g/ এই লিংক এ পাওয়া যাবে সিমুলেটর এক্সটেনশনটি।

২য় ধাপ- মূল পর্ব:

প্রথমইে ফায়ার-ফক্স ব্রাউজারটি ইন্সটল করে নিন।

এরপর ব্রাউজারটির চালু করে Tools থেকে Add-ons এ যেতে হবে। নতুন ট্যাব চালু হবে।


এখানে Settings আইকন থেকে Install Add-on from File এ ক্লিক করতে হবে। এবার পিসি থেকে ফাইল বাছাই করার নতুন একটি উইন্ডো চালু হবে। এখানে আপনার ডাউনলোড করা সিমুলেটর এক্সটেনশনটি নির্বাচন করে দিয়ে Open এ ক্লিক করতে হবে। ব্রাউজারে একটি ডায়রগ বক্স আসবে। Install Now এ ক্লিক করলে অল্প কয়েক সেকেন্ডের মধ্যে এক্সটেনশনটি আপনার ব্রাউজারে যোগ হয়ে যাবে।

ব্রাউজারটি বন্ধ করে আবার চালু করুন। এবার Tools থেকে Web Developer হয়ে Firefox OS Simulator এ ক্লিক করতে হবে। নতুন আইকন আসবে।

এখানে Start এ ক্লিক করলে সিমুলেটর সচল হবে।


পাশাপাশি স্মার্টফোনের অপারেটিং সিস্টেম সুবিধা সম্বলিত ভাসমান উইন্ডো চালু হবে।

কাজের ধরণ অনুযায়ী আপনি চাইলে উইন্ডোজের মতো এর জন্য আলাদা ভাবে অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে পারেন।

3য় ধাপ- অ্যাপ্লিকেশন ডাউনলোড

বি:দ্র: ভালো লাগলে অবশ্যই জানাবেন।

Level 0

আমি একাকী নির্জন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 130 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভালো লাগে প্রযুক্তিকে জানতে। প্রযুক্তি ভাবনা জানাতে। পড়াশুনা টেক্সলাইল ইঞ্জিণিয়ারিং নামের এক মাথা নষ্ট সাবজেক্টে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ ভাই, বেশ সুন্দর করে উপস্থাপন করেছেন টিউনটিকে। আমি আজই ট্রাই করে দেখব :mrgreen:

just wow

এতো স্মার্টফোনের জন্য তৈরিকৃত ওএস দেখছি!

Level 0

via, ami firefox os amar xperia arc s a install korte parbo ? kono way ase?

Application kivabe Download debo ???

iphone a ki use kora jabe?

Level 0

vai ata ki win 8 a cholbe

Level 0

ar akta bishoe amar dharona clear na seta holo……Firefox Os ar app gula ki onno operating system zemon android/iphone/windows a cholbe………ar android/i phone/windows ar app gula ki Firefox Os a cholbe.