এখন ফেইসবুকে আপনিও বিভিন্ন ধরনের Emoticons ব্যবহার করে চ্যাট করতে পারবেন কোন প্রকাশ শর্টকাট ওয়ার্ড ব্যবহার না করেই। ইয়াহুতে আমরা সহজেই Emoticons ব্যবহার করে চ্যাটিং করে থাকি কিন্তু ফেইসবুকে সে সুবিধা দেয়া থাকে না। Emoticons দিয়ে সহজেই মনের কথা গুলো প্রকাশ করা যায় আর চ্যাটিং হয়ে উঠে আর্কষনীয়।
এবং ফেইসবুকের একটি এ্যপ্লিকেশনের সাথে পরিচয় করিয়ে দিব যা দিয়ে আপনি সহজেই বিভিন্ন ধরনের Symbols ব্যবহার করে স্টেটাস লিখতে পারবেন বা বন্ধু’দের ওয়ালে লিখতে বা কমেন্টস্ করতে পারবেন।
Emoticons গুলো ব্যবহার করতে পারবেন গুগল ক্রোম বা মজিলা’তে এডঅন হিসেবে।
গুগল ক্রোমের জন্য এখান থেকে এক্সটেনশনটি এড করে নিন আপনার ব্রাউজারে
মজিলার এডঅন’টি এখান থেকে এড করে নিন। এড হওয়ার পর ব্রাউজার’টি রিষ্টাট করুন।
তারপর ফেইসবুকে লগইন করে অনলাইনে যেতে হবে এবং যার সাথে চ্যাট করবেন তার আইডি সিলেক্ট করার পর চ্যাট বারের উপরের দিকে Emoticons গুলো দেখাবে। পছন্দমত Emoticons চ্যাট করতে থাকুন কোন জামেলা ছাড়াই।
ফেইসবুকের দারুন একটি এ্যপ্লিকেশন এটি যা দ্বারা আপনি সুন্দর ভাবে বিভিন্ন টাইপের টেক্সট বানাতে পারবেন আবার তা ইচ্ছে করলে ষ্টেটাসে ব্যবহার করতে পারেন বা কমেন্টসে কাজে লাগাতে পারেন আপনিও হয়ে। এ্যপ্লিকেশনটি হচ্ছে করলে আপনার প্রোফাইলে সেভ করে রাখতে পারেন।
এখানে ক্লিক করে এ্যপ্লিকেশন পেজ'টি তে প্রবেশ করুন।
-----
এছাড়া facebook-emoticons-symbols
সাইট'টি থেকে আরো দারুন সব Symbolic টিপস্ পাবেন।
সবাই ভালো সেই শুভকামনা সব সময়।
শুভকামনায়
আমি নাবিল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 119 টি টিউন ও 738 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দারুন।