আপনারা অনেকেই হয়ত এ ধরণের সমস্যায় পড়েছেন। পেজ সেটআপ করতে গিয়ে িআমরা সাধারণত ইঞ্চি দেখতে অভ্যস্ত। আমরা সরাসরি ১ ইঞ্চি বা ১.৫ ইঞ্চি বুঝতে পারি। কিন্তু ২.৫৪ সেন্টিমিটার বুঝাটা বাংলাদেশীদের জন্য একটু কঠিন।
উদাহরণ হিসেবে বলা যায় আমরা ফুট বা ফিট এর হিসেব করতে পারি মনে মনে। কিন্তু মিটার বললে আমাদের আগে মনে মনে কনভার্ট করে নিতে হয় ফুটে। ঠিক যেমনটি আমরা করি অন্য কোন ভাষাকে অনুবাদ করতে গেলে। আগে বাংলায় অনুবাদ করে নেই।
তার মানে দাড়াচ্ছে আমাদের কাছে Inch মানে হল বাংলা। আর Centimeter হল ইংরেজী! 🙂
দেখা গেল আপনি অফিসে বা কারো বাসায় গিয়ে দেখলেন পেজ সেটআপ করে নিতে হবে MS Word এর কোন কাজের জন্য। এবং সেখানে Measurement Scale ইঞ্চি না দিয়ে Centimeter দেয়া। স্বাভাবিক ভাবেই আপনার বুঝতে একটু সমস্যা হতে পারে।
কেন এমন হয়? কারণটা হল আপনার পিসির ভাষা। এক এক ধরণের ইংলিশ এ এক এক ধরণের Measurement Scale থাকে। কোনটাতে Inch, কোনটাতে Centimeter কোনটাতে অন্যকিছুতে পেতে পারেন।
এবার আসি কিভাবে ঠিক করবেন সে কথায়।
MS Word > Tools Menu > Options > General > Measurement Units > 5 options: Inches, Centimeters, Millimeters, Points, Picas > এখান থেকে Inches নিন> OK.
MS Word > একদম বাম দিকের কর্ণার থেকে Office Button > Word Options Button > এবারে বাম দিক থেকে Advanced > scroll down করে Display তে যান > Show measurement in units of: তালিকা থেকে নিজের পছন্দমতটি নির্বাচন করুন> OK.
MS Word > File > Options > Advanced > Scroll down করে Display তে যান > Choose your desired unit from the drop down box right to the Show measurement in units of: তালিকা থেকে নিজের পছন্দমতটি নির্বাচন করুন> OK.
আশা করি কাজে লাগবে। ধন্যবাদ।
এর আগে লিখেছিলাম এখানে-
আমি আব্দুর রহমান। Admin, Marks PC Solution, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 241 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
There is no mistake in the world of technology! Everything is learning!!