আপনার নেট ব্যবহার করতে কি মাঝে মাঝেই সমস্যা হয়? তাহলে এটা কাজে লাগতে পারে কিন্তু…।

আসসালামু- আলাইকুম,সবার সুস্থতা কামনা করে টিউন শুরু করছি। আমাদের দেশের বেশির ভাগ মানুষেরই নেট ব্যবহার করতে নানা ধরণের সমস্যায় পরতে হয়। বিশেষ করে নেট স্পীড কম বলে বিভিন্ন টিউটোরিয়াল সাইট,যে সাইট গুলো থেকে আমরা বিভিন্ন বিষয় শিখে থাকি। সেই সাইট গুলোতে একটি টিউটোরিয়াল পড়া শেষেএ যখন আর একটি টিউটোরিয়াল এ যাই তখন লোড হতে সময় নেয়। এতে আমাদের মনও সংযোগ নষ্ট হয় এবং পড়ার মানুসিকতা আর থাকে না। তখন মনে হয় যদি খুব দ্রুত টিউটোরিয়াল গুলো পড়া যেত তাহলে ভাল হত। আর যাদের এই সমস্যা আছে তাদের জন্য নিয়ে এলাম সহজ এবং সুন্দর একটি ওয়েব সাইট কপিয়ার। যার নাম pagenestএর মাধ্যমে ওয়েব সাইট কপি করে অফ লাইনে দ্রুত ব্রাউজ করতে পারবেন। এতে আপনি টিউটোরিয়াল গুলো শিখতে পারবেন ভাল ভাবে। কপিয়ারটি
এখান থেকে
অথবা
এখান থেকে
ডাউনলোড করে unrar করে সেটআপ দিন।

এবার পেজ নেস্ত ওপেন করে মাঝ খানের enter a web address here a ওয়েব সাইট এর লিঙ্ক দিন এবং ডাউনলোড বাটনে চাপ দিন।
এবার যে ফোল্ডার এ ওয়েব সাইট কপি করেবেন সিলেক্ট এ চাপ দিয়ে সেই ফোল্ডারটি সিলেক্ট করে ওকে চাপুন। ওয়েব সাইট ডাউনলোড হওয়া শুরু হবে।
এবার ডাউনলোড শেষ হলে যে ফোল্ডার এ কপি করেছেন সেই ফোল্ডার এ index.html নামে একটি ফাইল পাবেন ওটাতে ডাবল ক্লিক করে ব্যাবহার শুরু করুন।
ডাউনলোড করা ফাইল এর মধ্যে চিত্রতে ভাল ভাবে দেওয়া আছে। তার পরও বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন। যতটুকু পারি সমাধানের চেষ্টা করব।

ফেসবুক এ আমি

Level 0

আমি A.S.M.MONWAR HOSSAIN। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am a simple boy.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

welcome

Level 0

unrar কিভাবে করব?

how shall i do unrar?

use 7-zip or winrar software to unrar the application…

Level 0

@ moni
thnx for tuning…
vai ai পদ্ধতিতে ki google ebooks ofline a pora jaibo??