আজকাল আমরা যেভাবে আমাদের ব্লগ বানানো শুরু করেছি তাতে আশা করি আর কিছুদিন পর প্রত্যেক ইন্টারনেট ব্যবহারকরীর একটা করে ব্লগ থাকবে । আমার সকলের পছন্দের ওয়ার্ডপ্রেস ব্যবহার করেই আমরা প্রায় সবসময় ব্লগ বানিয়ে থাকি। এবং আমরা সব সময় চেষ্ঠা করি যেন আমরা আমাদের ব্লগে ভালো পোষ্ট করে ব্লগটাকে সবার কাছে তুলে ধরা । এবং এমন একদিন আসে যেদিন আমাদের ব্লগ অনেক পপুলার হয়ে যায় । কিন্তু সেই সময় যদি আপনার ব্লগ কেউ হ্যাক করে তাহলে আপনি নিজেই বুঝতে পারছেন আপনার কি অবস্থা হবে । আজকাল অনেকেরই ভালো ভালো ব্লগ হ্যাক হয়ে যাচ্ছে । অনেক সময় নিজের ভুলে অথবা অনেক কিছু না জানার জন্য নিজেদের ব্লগ হ্যাক হয়ে যায় ।
হ্যাকাররা PHP Injection, SQL Injection ইত্যাদি ব্যবহার করে আপনার ব্লগকে হ্যাক করতে পারে । তাই নিজের ব্লগ শুরু করার আগেই ব্লগকে কিভাবে বাচিয়ে রাখতে পারবেন সেটা চিন্তা করতে হবে । আমি ইন্টারনেটে সার্চ করে একটা ভালো প্লাগিন পেলাম, যেটা আপনার ব্লগকে রক্ষা করবে হ্যাকারদের কাছ থেকে । আপনারা ইচ্ছা করলে ব্যবহার করে দেখতে পারেন ।
প্লাগিনটার নাম “ওয়ার্ডপ্রেস অ্যান্টিভাইরাস” । প্লাগিনটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন ।
আশা করি প্লাগিনটি ব্যবহার করে আপনারা কিছুটা হলেও নিরাপদে থাকবেন ।
অজানা ইনফরমেশনসম্প্রতিকালের অজানা ইনফরমেশন… |
আমি মেহেদী.কম.বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 280 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাইয়া ধন্যবাদ কাজে লাগবে আর আপনার সাইটে আমি ভিজিট করি খুব ভাল সাইট অজানা ইনফরমেশন Softitnet.blogspot.com