সরকার ইউটিউব বন্ধ করছে তো কি হয়েছে ! ! ! আমরা হইলাম বাঙ্গালী জাতী ! আমাদের ঠেকাইবো সাধ্য কার আছে ! ! !
যাক আর প্যাচাল না পাইরা এইবার কাজ শুরু করি । আমরা তো হোস্ট ফাইল এর সাথে সবাই মোটামুটি পরিচিত । আমাদের কাজ কিন্তু এই হোস্ট ফাইল নিয়েই । কিভাবে এই হোস্ট ফাইল এ কাজ করে ইউটিউব দেখা যাবে তা নিচে বর্ণনা করলাম -
1. প্রথমে আপনার সিস্টেম ফাইলে যান এবং হোস্ট ফাইল টা কপি করেন । হোস্ট ফাইল এর লোকেশন হল C:\Windows\system32\drivers\etc\
2. এখন কপি করা হোস্ট ফাইলটি অন্য যেকোনো ড্রাইভে পেষ্ট করুন । এখন এটিকে নোটপ্যাডের সাহায্যে ওপেন করুন ( এর জন্য মাউসের রাইট বাটনে ক্লিক করে Open এবং notepad সিলেক্ট করে এন্টার চাপুন )
3. এখন হোস্ট ফাইল এর একদম শেষ লাইনে গিয়ে এন্টার দিন এবং নিচের কোডটুকু অ্যাড করুন
58.97.143.21 www.youtube.com youtube.com google.com www.google.com mail-attachment.googleusercontent.com lh3.googleusercontent.com commondatastorage.googleapis.com groups.google.com code.google.com 4. এখন এটি সেভ করুন এবং একে C:\Windows\system32\drivers\etc তে গিয়ে পেষ্ট এবং রিপ্লেস করুন । মনে রাখবেন কোডটির আগে অবশ্যই # বসাবেন না ( যেমন #58.97.14... হবেনা ) 5. এবং আপনার কাজ শেষ ! ! ! এবার ইউটিউব ওপেন করুন এবং ভিডিও দেখুন । আমি এটা উইন্ডোজ 7 এ ব্যবহার করি এবং এটি কাজ করেছে । xp তে কাজ করবে কিনা আমি চেক করে দেখিনি, তবে কাজ করার কথা । যাই হোক এটি আমার প্রথম টিউন, ভুল হলে ক্ষমা করবেন ।
আমি ABK। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এই বিষয় টি নিয়ে আগেও অনেক টিউন হয়েছে । আমি চেষ্টা করেছি । কাজ হয়নি । তবে আবার চেষ্টা করে দেখি ।
দয়া করে টিউন করার আগে সার্চ করে দেখবেন, টিউনটি আগে হয়েছে কিনা ।
ধন্যবাদ । কাজ হলে আরেকবার আসবো আরেক রাশি ধন্যবাদ দিতে ।