নোটপ্যাড দিয়ে আপনার My Computer Properties এ পছন্দের ছবি যুক্ত করুন, দারুন মজার !!!

সবাই কে স্বাগতম জানাচ্ছি আমার আজকের নোটপ্যাড ট্রিকস্ এর টিউনে। আসা করছি আপনারা সবাই ভাল আছেন। আমি আজ আপনাদের এমন একটি টিপস্ দিব যাতে করে আপনি আপনার My Computer Properties এ ছবি যুক্ত করতে পারবেন। আসা করছি এধরনের ছোট-মটো মজার ট্রিকস্ আপনাদের ভাল লাগবে। তাহলে শুরু করা যাক…

প্রথমে নোটপ্যাড Open করুন এবং নিম্নের কোডটি Paste করুন।

[General]
Manufacturer=Your Name Here
[Support Information]
Line1=Your Name Here
Line2=Your Address Here
Line3=Your Email Address Here

@lmas II

এখন File > Save As… এ গিয়ে File name: OEMINFO.INI লিখে Save করুন এবং আপনার পছন্দের ছবি যেটিকে আপনি ব্যহার করতে চান, সেটিকে Oemlogo নাম দিয়ে .bmp তে Save করুন। মনে রাখবেন আপনার পছন্দের ছবিটি যেন .bmp ফরমেটে থাকে।

এবার OEMINFO.INI এবং Oemlogo.bmp দুইটি ফাইল C:\WINDOWS\system32 তে পেষ্ট করে দিন। এখন My Computer Properties এ ক্লিক করলেই আপনার কাঙ্খিত ছবিটি নিম্নের চিত্রর মত দেখতে পারবেন।

@lmas

মনে রাখবেন আপনার পছন্দের ছবিটি যেন 180 x120 pixels এর মধ্যে হয়।

আসা করি আমার এই ছোট্ট টিউনটি আপনাদের ভাল লাগবে। আর ভাল লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন।

সবাই ভাল থাকুন এবং সুস্থ্য থাকুন এই শুভ কামনায় আপনাদের

“আলমাস”

__________________________________________________

বিদ্রঃ আমার Gmail হ্যাকিং টিউনি সবার নিরাপত্তার সার্থে আর করা হবে না কারন যে কোন সময় আপনার Gmail ID হ্যাকারদের কবলে পড়তে পারে।

Level 2

আমি আলমাস জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 1591 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আপনাদের আলমাস। ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতে ভালবাসি, তাই স্বপ্ন বাস্তবায়নে ছুটে বেড়াই অজানা অনেক দূরে। অনেক সময় স্বপ্ন খুঁজতে গিয়ে পথ হারিয়ে যাই তখন, বিস্তীর্ণ উজানে একলা হয়ে চিহ্ন একেঁ একেঁ পথ চিনে নেই...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চমৎকার একটা টিউন উপহার দিলেন। এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

বিনামূল্যে আধুনিক এবং রোমান্টিক সব ভিডিও গান ও সিনেমা ডাউনলোডের জন্য ভিজিট করুন

http://AllFreeVideo.tk

    Level 2

    চমৎকার একটা comment দেবার জন্য আপনাকে ধন্যবাদ। 😉

    সাইটটি খুবই সুন্দর………………. thXx

অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।কথায় আছে ছোট মরিচে ঝাল বেশী ঠিক তেমনি টিউনটি ছোট হলেও অনেক চমৎকার।
সেই সাথে আমাকে বাংলায় কমেন্টস লিখতে সাহায্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

    Level 2

    আরে শরিফ ভাই জান যে। আপনি বাংলায় আমারে কমেন্ট করছেন তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা মনে হয় আসলেই ঠিক, ছোট মরিচে ঝাল বেশী…

    আপনার এ্যনিমিশনটা জটিল হইছে…………………… 😉

Level 2

হা হা হা………….. সাবধান !!! আমি ছোট মরিচ তাই আমার ঝাল কিন্তু বেশি। 😉

Level 0

HahHAhhaHHaHhaaAAAA

    Level 2

    কি হইলো ভাই জান ? 😉

Kintu Vista te kaj korchhe na keno ?

    Level 2

    Sorry ………. আপু আমি XP use করি তাই ব্যাপারে কিছু বলতে পারলাম না। 🙁

Level New

Dhonnobad
Kintu amar windows xp te to hocche na
Ami apner sahajjo chai
et khub ekta bhalo tune amar mone hocche size er jonno hoy nai
size ta dekhay 800*572 ami size 180*120 kibhabe korbo bolen ki?

    Level 2

    hum………………. আপনি আপনার ছবিটি সাইজে ১ ইঞ্চি * ২ ইঞ্চি করুন। আসা করি কাজ হবে। 😀

    Level 3

    ACDSee সফটওয়্যারটা ইউজ করতে পারেন।

Level New

Apnader duiijon k dhonnobad ami perechi
erokom aro valo tune o help asa kori

কিছু মনে করবেন না। আমার মনে হয় এই টিউনটি আপনি অন্য ব্লগ থেকে কপি পেষ্ট করেছেন। কেননা এই টিউনটি স্যামহয়্যার ব্লগে অনেক আগে পেয়েছি।