সবাই কে স্বাগতম জানাচ্ছি আমার আজকের নোটপ্যাড ট্রিকস্ এর টিউনে। আসা করছি আপনারা সবাই ভাল আছেন। আমি আজ আপনাদের এমন একটি টিপস্ দিব যাতে করে আপনি আপনার My Computer Properties এ ছবি যুক্ত করতে পারবেন। আসা করছি এধরনের ছোট-মটো মজার ট্রিকস্ আপনাদের ভাল লাগবে। তাহলে শুরু করা যাক…
প্রথমে নোটপ্যাড Open করুন এবং নিম্নের কোডটি Paste করুন।
[General]
Manufacturer=Your Name Here
[Support Information]
Line1=Your Name Here
Line2=Your Address Here
Line3=Your Email Address Here
এখন File > Save As… এ গিয়ে File name: OEMINFO.INI লিখে Save করুন এবং আপনার পছন্দের ছবি যেটিকে আপনি ব্যহার করতে চান, সেটিকে Oemlogo নাম দিয়ে .bmp তে Save করুন। মনে রাখবেন আপনার পছন্দের ছবিটি যেন .bmp ফরমেটে থাকে।
এবার OEMINFO.INI এবং Oemlogo.bmp দুইটি ফাইল C:\WINDOWS\system32 তে পেষ্ট করে দিন। এখন My Computer Properties এ ক্লিক করলেই আপনার কাঙ্খিত ছবিটি নিম্নের চিত্রর মত দেখতে পারবেন।
মনে রাখবেন আপনার পছন্দের ছবিটি যেন 180 x120 pixels এর মধ্যে হয়।
আসা করি আমার এই ছোট্ট টিউনটি আপনাদের ভাল লাগবে। আর ভাল লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন।
সবাই ভাল থাকুন এবং সুস্থ্য থাকুন এই শুভ কামনায় আপনাদের
“আলমাস”
__________________________________________________
বিদ্রঃ আমার Gmail হ্যাকিং টিউনি সবার নিরাপত্তার সার্থে আর করা হবে না কারন যে কোন সময় আপনার Gmail ID হ্যাকারদের কবলে পড়তে পারে।
আমি আলমাস জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 1591 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আপনাদের আলমাস। ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতে ভালবাসি, তাই স্বপ্ন বাস্তবায়নে ছুটে বেড়াই অজানা অনেক দূরে। অনেক সময় স্বপ্ন খুঁজতে গিয়ে পথ হারিয়ে যাই তখন, বিস্তীর্ণ উজানে একলা হয়ে চিহ্ন একেঁ একেঁ পথ চিনে নেই...
চমৎকার একটা টিউন উপহার দিলেন। এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
বিনামূল্যে আধুনিক এবং রোমান্টিক সব ভিডিও গান ও সিনেমা ডাউনলোডের জন্য ভিজিট করুন
http://AllFreeVideo.tk