একটু দেখে যান !আপনার পক্ষে উত্তর দিবে আপনার মেইল।

প্রায় সব ই-মেইল ঠিকানায়ই মেইল গ্রহণ করার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে একটি প্রাপ্তি স্বীকার উত্তর পাঠানো যায়। এতে প্রেরক বুঝতে পারেন মেইলটি প্রাপকের ঠিকানায় পৌঁছেছে।
আবার ব্যবহারকারী যদি কয়েক দিন ইন্টারনেট সুবিধার বাইরে থাকেন, সে ক্ষেত্রে আগে থেকে লিখে যেতে পারেন যে তিনি কত দিন পর তাঁর ই-মেইল চেক করবেন এবং উত্তর দেবেন। ফলে কারো যদি জরুরি যোগাযোগের দরকার পড়ে, তাহলে তিনি ই-মেইলের উত্তরের অপেক্ষায় না থেকে অন্য কোনো যোগাযোগমাধ্যম খুঁজে নেবেন।
জিমেইলে স্বয়ংক্রিয় উত্তর সেট করার জন্য প্রথমে জিমেইল আইডি দিয়ে লগইন করুন।

এবার Inbox-এর ওপরে ডান পাশ থেকে Setting-এ ক্লিক করতে হবে। Setting থেকে একেবারে নিচের দিকেVacation Responder নামের একটা অপশন রয়েছে। এই অপশন ডিফল্টভাবে বন্ধ থাকে। এটিকে প্রথমে চালু করতে হবে। এ জন্য Vacation Responder On লেখা বাটনটিতে ক্লিক করুন। এবার Message আপনার বার্তাটি লিখে Save-এ ক্লিক করুন। কোনো ই-মেইল আপনার Inbox-এ আসার সঙ্গে সঙ্গেই খালি বক্সে আপনি যে বার্তাটি লিখবেন, তা স্বয়ংক্রিয়ভাবে তাঁর কাছে যাবে। বার্তাটি পরিবর্তন করারও সুযোগ আছে।


ইয়াহুতেও এমফ সুবিধা পাওয়া যাবে। এ জন্য অ্যাকাউন্টে প্রবেশ করে মেইলের মূল পেইজের ওপরে থাকা Options-এ ক্লিক করতে হবে। এরপর Mail Options-এ গিয়ে পেইজের বাঁয়ে Vacation Response নির্দিষ্ট করে সময় নির্ধারণ করে OK করতে হবে।
আমার আর লেখা

.-.________
----/ \_)_______)  'Am here @ FACEBOOK.
(    ()___)
()__)
----\___()_)

আমার আর টিউন্স ঃ-

১। লেবু দিয়ে আগুণ ধরান ! ভয় পাবেন না LED লাইটের আগুণ !

২।আপনার Nokia মোবাইল দিয়ে হাই আওয়াজে গান শুনুন,China সেটের চেয়ে বেশী আওয়াজে !

৩।এবার আসুন আপনার NOKIA মোবাইল দিয়ে আগুন ধরিয়ে দেই ! কি ভয় পেলেন !

৪।আগুন ! বরফ দিয়ে আগুন ধরান ? অবাক হবার কিছু নাই, আগুন ধরবেই।

৫।চাবি ছাড়া তালা খুলুন !অবাক হবার কিছু নাই তালা খুলবেই!

৬। আপনার চোখের চেয়ে বেশী দেখে আপনার NOKIA মোবাইল !

৭। [[ CAPTCHA কি এবং কিভাবে কাজ করে। ]]

৮. Tense ফ্রী “Tense”! Tension ছাড়া Tense শিখুন ।

৯. প্রতি মাসে বাপের কিছু টাকা বাঁচান !

Level New

আমি R!zwan B!n Sula!man। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 348 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I don't have anything extra ordinary to share with you.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Rizwan Bin Sulaiman, ভাই আপনার টিউনটি আসলেই অসাধারণ। খুব ভালো করেছেন। আচ্ছা এবার একটা টিউন করুন এমন যেঃ প্রাপক মেইল পড়ার জন্য খোঁলা মাত্র প্রেরক জানতে পারবেন। ধন্যবাদ।।

assa kono site thaka jodi mail asa tokon ? Jemon [email protected] ! Jagulo ta mail reply na korar jonno bola thaka ! Segulo tao ki auto message chola jaba?

আচ্ছা অনেক সাইটের নোরিপ্লে@ থেকে মেইল করে… সেগুলেতে ও মেইলের উত্তর দেওয়া ঠিক নয়। কিন্তু এই সিস্টেমে তো সেই সকল মেইলেও অটো মেসেজ চরে যাবে।