প্রিয় পাঠকবৃন্দ আশা করে সবাই ভাল আছেন, আমিও ভাল থাকি যখন আপনাদেরকে কোন টিউন উপহার দিতে পারি।
কিন্তু কি লিখবো কি টিউন করবো কিছুই মাথায় আসতেছেনা, কিছুক্ষন গুগোলে মন দিলাম এবং
“camera mouse” নামের একটি সফটওয়্যারও পেয়ে গেলাম। ব্যাবহার করে খুউব ভাল লাগলো তাই
আপনাদের সাথে শেয়ার করলাম, শিরোনাম লিখলাম নাক দিয়ে মাউস চালানোর কথা,
আসলে কিন্তু শুধু নাক দিয়ে নয় আপনি শরীরের যে কোন অঙ্গকে টার্গেট করে মাউস চালাতে পারবেন।
তার জন্য প্রথামে এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। আপনার যদি ল্যাপটপ হয়ে থাকে তাহলে আশা করে web camera টি
ল্যাপটপ এর সাথে build up আছে, অর্থাৎ আপনাকে আর camera নিয়ে কিছু করতে হবেনা। আর যদি desktop হয় তাহলে আপনার usb
ক্যামেরাটি পোর্টে লাগান, এবার সফটওয়্যারটি ইন্সটল করুন। তারপর desktop থেকে camera mouse নামের shortcut icon এ ডাবল ক্লিক
করুন, একটি window আসবে ওটাতে ok করুন। এবং সেটিংসগুলো ঠিক করে নিন নিচের মত……
এবার আপনার চেহারার যে কোন অংশে মাউস দিয়ে ক্লিক করুন, তবে নাকের ঠিক আগায় ক্লিক করলে কাজ করতে একটু সুবিধা বেশি পাবেন,
ক্লিক করার পরে ৫ থেকে ৬ সেকেন্ড অপেক্ষা করুন, দেখবেন আপনার মাউস পয়েন্টারটি নিজে নিজে চলতে শুরু করছে, এবং মজাটাও ঠিক তখনই,
মানে আপনি চেহারা যেদিকে ঘুরাবেন আপনার মাউস পয়েন্টারটিও ওই দিকে ঘুরবে।
আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন সুস্থ থাকুন……………………………
আমি kamrulbhuiyan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 406 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি খুবই সাধারন একজন মানুষ, কিছুই করিনা, মাঝে মাঝে ব্লগে লিখালিখি করি, আর অন্য সময় খেলাধুলায় ব্যাস্ত থাকি.....।।
Wow!!! কি সুন্দর জিনিস!! এমনটা তো কখনও ভেবে দেখি নি!!!!!