ভালো রাখুন আপনার smartphone এর battery

আশা করি সবাই ভালো আছেন।হাল যামানার যে প্রযুক্তপণ্যটি ছাড়া আমাদের মোটেই চলেনা, তা হলো Smartphone।যা ছাড়া আজ কারো এক মুহূর্ত  কল্পনা করা যায়না।কিন্তু এত কাজের কাজীর ব্যাটারী যখন খুব যলদি চার্জ করতে বলে তখন মেজাজ খারাপ হওয়া স্বাভাবিক।তবে এইজন্য নিম্নোক্ত কাজ গুলো করলে ভালো ফল পাবেন আশা করিঃ

Brightnest  কমিয়ে রাখুনঃ

  সব সময় চেষ্টা করুন আপনার পর্দার উজ্জলতা তথা Brightnest কমিয়ে রাখুন।প্রথমে বেমানান লাগলেও তা পরে মানিয়ে যাবে।প্রতিটি মোবাইলেই এই সেটিংস বাড়ানো কমানো যায়।

বন্ধ রাখুন সকল কানেকশনঃ

আপনার ব্যবহার বাদে অন্য সময় বন্ধ রাখুন সকল প্রকার কানেকশন।যেমনঃ ইন্টারনেট, Wi-fi, ব্লুটুথ, GPRS, GPS প্রভৃতি।এছাড়া Push notification অর্থাৎ আপনাকে আপনার পছন্দের ফিড দেওয়া বন্ধ রাখুন।


Wi-fi ব্যবহার করুনঃ

সকল প্রকার ইন্টারনেট কানেকশনের মাঝে Wi-fi ভালো। তাই Wi-fi ব্যবহারের চেষ্টা করুন।

Lock করুনঃ

শুধু ব্যাটারীর জন্য না অযাচিত আরো অনেক সমস্যার সমাধানের জন্য আপনার সাধের ফোনটিকে লক রাখুন সব সময়।

একাধিক Apps ব্যবহার বন্ধ করুনঃ

PC এর মত smartphone দিয়েও গান শুনতে শুনতে নেট ব্যবহার বা অন্য যেকোন একাধিক Application একসাথে ব্যবহার থেকে বিরত থাকুন। আপনার ব্যাটারী প্রসেসর উভয়ের জন্যই মঙ্গল।

ঐ যে advertise এ আছেনা যত দ্রুত পরামর্শ নেন তত দ্রুত ভুলে যান, তাই সব সময় একটা অতিরিক্ত ব্যাটারী সাথে রাখুন।

তথ্যসূত্রঃDigital Crave আমার ব্লগে প্রকাশিতঃ SopnobajerAdda

Level 0

আমি seeam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 165 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

wifi bebhohare sobche besi battery drain hoy!!!!

    Level 0

    @From Hell: Vai ami source dichi…apni kothai paichen janaile khushi hoitam.

Level 2

jana Upodesh

    Level 0

    @Moyazzem: Sobai hoi to janena….apnake kosto kore dekhar jonno dhonnobad.

How can I use Wi-fi where there is no Wi-fi zone?

    Level 0

    @Iron maiden: I don’t say you must use Wi-fi,I said that you should try to use Wi-fi.Thnx.