ব্লক করা সাইট গুলো , আন ব্লক করুন

কোন কোন দেশে বা আই এস পি তে বিশেষ কিছু কারনে কোন কোন সাইট ব্লক করে রাখা হয়। যখনই আপনি ব্রাউজারে ব্লক করা কোন সাইট অপেন করতে চান , তখন তা ব্লক দেখায়। এই সব ব্লক খোলার জন্য অনেকে থার্ড পার্টি সফট ব্যবহার করে থাকেন। যেমন, hotspot sheild, hide ip ইত্যাদি।

আজ আমি আপনাদের এমন একটা সাইট এর সন্ধান দিচ্ছি যা দিয়ে সরাসরি যে কোন ব্লক করা সাইট গুলো ব্রাউজ করতে পারবেন।

http://www.microqatar.co.cc [ অতিরিক্ত ব্যান্ডউইড ব্যবহারের ফলে আমার উক্ত ফ্রী হোস্টিং করা সাইটটি সাসপেন্ড করা হয়েছে। আপনি চাইলে আপনার সাইটে তা হোস্ট করুন, তবে আপনার হোস্টিং এ Php এর cUrl  ফাংশনটি এনাবল থাকতে হবে। ]

কাতারে প্রচুর সাইট ব্লক করা। তাই বাধ্য হয়ে আমাকে প্রক্সি  ব্যবহার করতে হয়।

আপডেট: http://metroaq.site90.com/p ট্রাই করে দেখুন।

আপনি চাইলেও এই সাইট হোস্ট করতে পারেন। glypeproxy হতে আপনি পক্সির স্ক্রীপ্ট টা ডাউনলোড করে নিজেই এটা করতে পারেন।

Level 0

আমি মাইক্রোকাতার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 392 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের জীবনটাকে নিয়ে প্রতিনিয়ত এক্সপেরিমেন্ট করেছি। কোন কিছুই দীর্ঘায়িত করতে পারি না, একগেয়েমী চলে আসে,তাই কোথাও বেশীদিন স্থির হতে পারি না। কাতারের পাঠ চুকিয়ে বর্তমানে কর্মসূত্রে U.A.E তে । টেকি বিয়ষক লেখা-ঝোকার সাইট-ই সবচেয়ে পছন্দের। মাঝে মাঝে আমি টেকি নিয়ে লেখার দুঃসাহস দেখাই, কখনো ভিন্ন কিছুও লিখতে ইচ্ছে করে, কিন্তু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আমাকে একটা সলিউশন দিতে পারবেন, যে নেটওর্য়াকে এধরণের সফ্টওয়ারের নেট-এ লগ-ইন করার পোর্টই বন্ধ থাকে, সে সব নেটওয়ার্কের জন্য কি ব্যবস্থা আছে ???
আমার অফিসের নেটওয়ার্কে “টর”, “হাইট আইপি”, “জি-পাস” বা অন্য কোন সফ্টওয়্যার ব্যবহার করতে পারিনা।
খুবই ঝামেলায় আছি।

Level New

thanx…..

Level 0

Please write more detail about this. I just downloaded but could not use.

Level 0

হোস্টিং করতে চাইলে একটু অভিজ্ঞতার প্রয়োজন আছে। কিন্তু ব্যবহার করতে চাইলে http://www.microqatar.co.cc এটা দিয়ে ব্রাউজ করুন।

জোস। এখন পর্যন্ত যত প্রক্সি ব্যবহার করেছি, তার মধ্যে এইটা বেষ্ট।

Level 0

কিভাবে ব্যবহার করা যাবে একটু বিস্তারিত বলুন না প্লিজ! http://www.microqatar.co.cc থেকে কিছুইতো দেখি না কোন সাইটে যাবার। ধন্যবাদ।

চমৎকার…।