যদি নিজেই তৈরি করতে চান portable software, তাহলে……

আশা করে সবাই ভাল আছেন, সব সময় ভাল থাকুন এই কামনা নিয়েই আজকের পোস্ট শুরু করলাম, আজকে আপনাদেরকে দেখাব কিভাবে

portable sofware তৈরি করবেন। portable মানে কি আশা করে কাউকে নতুন করে বুঝাতে হবেনা, তারপরও যারা নতুন তাদের জন্য

একটু আলোচনা করতেছি, আসলে portable অর্থ হল সহজে বহন যোগ্য, আর portable software আর্থ হল সহজে বহন যোগ্য software,

অর্থাৎ যে software টি আমরা pen drive এ করে যে কোন pc তে use করতে পারি কোন প্রকার ঝামেলা ছাড়া। এক কথায় মানে সহজ

ভাষায় হল যে software টি install বা setup দিতে হয়না। আসুন এবার দেখি কিভাবে আমরা portable software তৈরি করবো?

প্রথমে vmware thinapp নামের software টি download করে নিন এখান থেকে, license key এর জন্য এখানে ক্লিক করুন।

এবার software টি install করে open করুন, নিচে দেখুন……

open করার পর next এ ক্লিক করে prescan এ ক্লিক করুন, নিচে দেখুন……

prescan এ ক্লিক করার পর কিছুক্ষন prescanning হবে, তারপর prescanning সম্পূর্ণ হলে software টি minimize করে রাখুন।

এবার আপনি যে software টি portable বানাতে চান সেটা install করুন সাধারন software এর মতই, (তার আগে অবশ্যই আপনাকে

software টি remove বা uninstall করে ফেলতে হবে যদি install করা থাকে।) যেমন আমি microsoft office 2003 কে portable

বানাতে চাচ্ছি তাই আমি micrsoft office 2003 ইন্সটল করলাম।

এবার minimize করা software টি উঠান, তারপর postcan এ ক্লিক করুন, নিচে দেখুন……

postcan এ ক্লিক করার পর কিছুক্ষন postcanning হবে, তারপর এখন আপনি যে software টি install করলেন সেই software এর

সবগুল ফাইল show করবে, সেখান থেকে আপনার যে যে ফাইল দরকার সেগুলো রেখে বাকি গুলো থেকে টিক মার্ক উঠিয়ে দিন। নিচে দেখুন…

আমি microsoft office 2003 কে setup দিয়েছিলাম তাই এখানে microsoft office 2003 এর সবগুলো ফাইল show করতেছে,

এখানে আমার প্রয়জন হল word, excel, access, power point, তাই এগুলো রেখে বাকি সবগুলো থেকে টিক মার্ক উঠিয়ে দিলাম,

নিচের ছবিটা দেখুন……………………

এরার বার next ক্লিক করার পরে save বাটনে ক্লিক করুন, নিচে দেখুন……

save এ ক্লিক করার পরে কিছুক্ষন অপেক্ষা করুন, তারপর next এ ক্লিক করুন, নিচে দেখুন………

এবার build এ ক্লিক করুন, নিচে দেখুন…………

আবার কিছুক্ষন অপেক্ষা করুন, এবং সর্বশেষ finish বাটনে ক্লিক করুন, ব্যাস আপনার software টি

portable এ রুপান্তর হয়ে অটোমেটিক একটি নতুন window তে show করবে, সেখান থেকে move করে আপনার পছন্দের যে

কোন folder এ রেখে দিন। অথবা c drive এর program file এর ভিতর vmware থেকে bin নামের folder থেকে

software টি move করে নিতে পারেন। এবার এখন install করা software টি c drive থেকে uninstall করে দিন, যেমন আমি

microsoft office 2003 কে uninstall করে দিলাম। এবং উপভোগ করতে থাকুন নিজের তৈরি করা portable software,

install বা setup ছাড়া, একধ্ম ঝামেলা বিহীন।

সবাই ভাল থাকবেন, আল্লাহ হাফেজ

কোন কিছু বুঝতে সমস্যা হলে comments করবেন। ভাল লাগলেও জানাবেন।

Level 0

আমি kamrulbhuiyan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 406 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুবই সাধারন একজন মানুষ, কিছুই করিনা, মাঝে মাঝে ব্লগে লিখালিখি করি, আর অন্য সময় খেলাধুলায় ব্যাস্ত থাকি.....।।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

try kore dakhi.nice share.

NICE AKTA POST. AMI AMON AKTA KISU KHUJSILAM J VAI

Thanks for share …….. 🙂 😀

Level 0

Ato jamela na koira setup dia den soft.than key dia calan..than c drive theke soft tar folder copy kore nen..than soft ta uninstall dile o copy jeta korcen otai potable…..dekben amar ai comment porira kew tune dice.

    @jweal: তাই নাকি? সব সফট ই এভাবে হবে?
    তাহলে ধরুন, ক্যাস্পারস্কি বা অন্য কোন এ্যান্টিভাইরাস এর শুধুমাত্র ইন্সটল করা ফোল্ডারটি কপি করে রেখে দিলেন…
    কাজ হবে ঘোড়ার ডিম।কারন সিস্টেম ফোল্ডারের ভেতর যে ফাইলগুলো যায় সেগুলো কে খুজে দেবে আপনাকে?
    এত সহজ হলে আর বড় বড় কোম্পানী বেতন দিয়ে প্রোগ্রামার আর সফটওয়ার ডেভলপারদের রাখত না।
    আপনাকে দিয়েই পোর্টেবল সফট বানিয়ে নিত।
    নিজে যা পুরোপুরি জানেন না, তা নিয়ে লাফালাফি না করাই ভালো।
    পারলে টিউনারকে উৎসাহ দেন ভালো জিনিস শেয়ার করার জন্য।

Level 0

Software download hoi na .

কোথায় কোন সমস্যাতো দেখতেছিনা, এই মাত্র আমি try করে দেখলাম।

প্রায় তিন বছর হলো এই সফট টি ব্যাবহার করছি।আসলেই খুব ভালো কাজ করে।
যারা জানেন না তাদের খুব উপকারে লাগবে।শেয়ার করার জন্য টিউনারকে ধন্যবাদ।

@ব্যাকস্পেসঃ ভাই আসলে jweal সাহেবের উপর আমার কোন অভিযোগ নেই, কারন উনার মন্তব্য করার অধিকার
রয়েছে।

@ব্যাকস্পেসঃ উৎসাহ দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি।

Level 0

Backspace@ai soft dia o portable banano r ami jeta bolci ota o protable banano…but ekane softwar develop er kotha aslo keno?apnar system e korle ki tader developer raka bere jabe??loss tu eki vabe hobe..
2.ক্যাস্পারস্কি বা অন্য কোন এ্যান্টিভাইরাস এর শুধুমাত্র ইন্সটল করা ans:vai apni anitivirus koita portable korcen?apni ki antivirusy pendrive dia other pc scan koren?portable antivirus ki pc all time nirapotta de setup antivirus er moto?naki jotokhon calaicen totokhon…(lol)..r ami bolci game,photoshop,etc er kotha jegula all time pc te must run kora lagena.

Level 0

kamrulbhuiyan@apni onek valo..vabcilam ekta gali kabo.thanks..sorry

thanks

Level 0

Bar bar try korlam kintu download start kotre problem hoche .Onno kono link den pls.

আপনি idm দিয়ে download করে দেখতে পারেন। idm না থাকলে এই লিঙ্ক কে ক্লিক করুন http://www.mediafire.com/?ueuj9uskqc6wd4r
অথবা software টির ডাইরেক্ট লিঙ্ক দিলাম http://www.mediafire.com/?tcfuopbc09uhv4t

Level 0

বড় game পোর্টেবল হবে কি?

সফটওয়্যারটির কাজই হল পোর্টেবল ভার্সন তৈরি করা।

এরকম একটা টিউন সম্ভবতা টপটিউনার প্রবাসী ভাইয়ের একটা আছে। 😐
কিন্তু উনি যে সফট শেয়ার করেছেন সেই সফটটার নাম Cameyo আর ওটা ফ্রিওয়ার,ব্যবহারেও সহজ। 😎

Level 0

@jweal ami avast antivirus ke portable kore 3 ti pc ke scan koreci

ruman_33@ধন্যবাদ।

‘Cameyo'(http://www.cameyo.com/) দিয়েও খুব সহজে Portable Software বানানো যায়। আর এতে এতোবার Next Click করতে হয় না। আর যেহেতো এটি নিজেই একটি Portable Software, কাজেই এটি Intsall করারও কোন ঝামেলা নেই। তবে Softwareটির কিছু সমস্যাও রয়েছে।
যাইহোক, একারণে আমি VMware thinapp Setup capture খুজছিলাম এবং শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু এই Software-এর Portable Version কি নেই?

আমি কিউবেজ ৫ নামের একটা সফটওয়ার ব্যবহার করি যেটা ইন্সটল দিলে প্রায় ১৬ জিবি হয়ে যায় আর এতবর সফটওয়ার ইন্সটল দিলে কম্পিউটার স্লো হয়ে যায় আবার ইন্সটল না দিলেও কাজ বন্ধ থাকে আপনার অনেক ধন্যবাদ ভাই, এমন একটি জিনিস শেয়ার করার জন্য

জটিল, আমি ট্রাই করে সফল। thanks……………….

Level New

darun. onerk kaje ashbe………………..

ধন্যবাদ কাজের একটি সফটওয়্যার শেয়ার করারজ জন্য।