অনেক সময় অনেক কিছুই দরকার হয় যা আমরা বাজারেও খুজে পাইনা আবার সচরাচর কিংবা ইমার্জেন্সি কেস এ হটাত দরকার পড়ে।
উদাহরণ দিতে গেলে এমন অনেক কিছুর কথা বলা যায়।।
সে ক্ষেত্রে হয়তো এর বিকল্প কিছু খুজে নিতে হয়। এমনি একটা বস্তু হলো ড্রাই হ্যান্ডওয়াশ।
বলছিই না যে সকলের এটা প্রয়োজন কিন্তু আমার অভিজ্ঞতা যা বলে সেটা হল এই জিনিসটা সাথে থাকলে খুব একটা মন্দ হয়না। 😀
চলুন দেখি ঘরে বসেই কিভাবে ভাল মানের ড্রাই হ্যান্ডওয়াশ তৈরী করা যায়।
যা যা লাগবেঃ
ড্রাই হ্যান্ডওয়াশ তৈরী করার জন্যে কোন কিছুই আপনার হাতে তৈরী করা লাগবে না। শুধুমাত্র কয়েক ফোটা লাইফবয় হ্যান্ডওয়াশ আর নিউজপ্রিন্ট কাগজই যথেষ্ট।
কার্যপ্রণালীঃ
প্রথমে একটি ছয় ইঞ্চি বাই আট ইঞ্চি নিউজপ্রিন্ট কাগজ নিন। নিচের ছবির মত ভাজ করে নিন(পরবর্তীতে কাটতে সুবিধা হবে)।
এরপর এর উপর তিন থেকে চার ফোটা লাইফবয় হ্যান্ডওয়াশ নিয়ে নিন।
এবার হ্যান্ডওয়াশ লিকুইড টা আলতো করে পুরো কাগজে মেখে দিন।
এবার আস্তে করে সেটা রোদে শুকাতে দিন(নূন্যতম দুই ঘন্টা লাগবে)। শুকিয়ে গেলে কাগজের ভাজ বরাবর কেটে একটা ছোট খামে রেখে দিন।
এইতো, তৈরী হয়ে গেল আপনার পোর্টেবল হ্যন্ডওয়াশ।
**আপনি চাইলে বাজারের অন্য লিকুইড হ্যন্ডওয়াশ ও ব্যবহার করতে পারেন কিন্তু অন্যগুলোর তুলনায় লাইফবয় জলদি শুকায় বলে আমি এটা উল্লেখ করেছি।
**লিকুইড হ্যন্ডওয়াশ না পেলে সাবান সমপরিমান পানিতে গুলে গরম করে কাই করে সেটা দিয়ে কাজ চালাতে পারেন।
হ্যান্ডমেইড কিছু অসাধারণ কাজ দেখতে এইখানে ঘুরে আসতে পারেন।
আমি নীলাকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 149 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
awesome tutorial…………Thanks
http://www.scienceeducationblog.com/