চেক করুন আপনার এন্টিভাইরাসটি ঠিক মতো কাজ করছে কি না?

আপনার ব্যবহৃত এন্টিভাইরাসটি ঠিকঠাক মতো কাজ করছে কি না তা টেষ্ট করতে প্রথেম একটা নোটপ্যাড ওপেন করে তাতে X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H* এই কোডটি টাইপ করুন। এবার নোডপ্যাডটি EICAR.COM নামে সেভ করুন। আর এতেই চেক হয়ে যাবে আপনার আপনার ব্যবহৃত এন্টিভাইরাসটি ঠিক মতো কাজ করছে কি না।

বিদ্র: এটি আমার প্রথম টিউন। সকলের কেমন্টস আশা করছি।

Level 2

আমি আরিফুজ্জামান চঞ্চল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

চঞ্চল ভাই,এটা ভাইরাসতে
এখন কি করা বলেন।

    ভাই আপনার কথাটা আমি বুঝতে পারি নাই। ধন্যবাদ

আমার টা ঠিক মত কাজ করে। প্রতিদিন ই আপডেট হয়

Kaj na korle ki vabe jante parbo ?

    ফাইলটি সেভ করার পর এন্টিভাইরাস টি কোন রিঅ্যাকশন না করলেই বুঝবেন ওটিতে কোন সমস্যা আছে বা রিয়্যাল টাইম স্ক্যান অ্যাকটিভ করা নাই। আপনাকে অনেক ধন্যবাদ

আমি কেমনে বুঝব ? আমিত সেভ করার সাথে সাথে নাই হয়ে যায়।

    Level 0

    তার মানে আপনার টা কাজ করসে

Vai apni ja code number deacen note pad e likhe save dile mcafee etake virus hisabe dakhay ebong result day eta uncleaneable.Apnito vai ar ek bipode fele dilen.ekhon poritran korbo kivabe tai bolen?

    আপনি কোন বিপদেই পরেন নাই। তো পরিত্রানের প্রশ্ন কেন?

ভাল টিউন………ধন্যবাদ