পৃথিবীর সর্ববৃহৎ প্রযুক্তি বিসয়ক সাইট টেকটিউনে এটি আমার প্রথম টিউন । আমি সব সময় চেষ্টা করব আপনাদের মানসম্মত টিউনে উপহার দিতে ।
যাই হোক এবার কাজের কথায় আশা যাক । আমরা যারা নতুন "Windows 8" ব্যাবহার করছি তাদের জন্য "Net firmwork" একটি বিরক্তিকর বিষয় ।
আপনাকে এই বিরক্তিকর অবস্তা হতে মুক্তি দিতে আমার পোস্ট ।
প্রথমেএই আপনাকে যা করতে হবে -----
1. একটি "Windows 8" এর Disk আপনার পিছি তে প্রবেস করান
2. এবার আপনার কম্পিউটার এর "স্টার্ট মেনু / রান এ যান । রান এ গিয়ে লিখুন " cmd.exe" এবং Enter press korun
আপনি স্টার্ট মেনু এনে "cmd.exe" লিখলেও হবে
3.এন্টার চাপার পর এমন একটা " window" আসবে
4. এবার এটি লিখুন " dism.exe /online /enable-feature /featurename:NetFX3 /Source:H:\sources\sxs /LimitAccess " এবং এন্টার চাপুন
কিছুক্ষণ সময় নেবে ব্যাস আপনার কাজ শেষ ।
এবার আপনি যে কোন সফটওয়্যার ইন্সটল করতে পারবেন (যে গুলো "net firm চায় )
আশা করি কোন সমসসা হবে না । সমসসা হলে জানাবেন
আমি techlover khokon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই টিউনার,খুজে দেখেন এই বিষয় নিয়ে আরও বেশ কয়েকটা টিউন হয়েছে।(কম করে হলেও ৪ টা)।
ট্যাগ লিখতেও ভুল করেছেন net framework এর জায়গায় net firmwork লিখেছেন।
আর উইন্ডোজ ৮ নিয়ে আলাদা ১টা বিভাগই আছে…পোস্টটি সেখানে দেয়া উচিত ছিলো।তাছাড়া টিউন আরো বিস্তারিত দেয়া যেত।
যাইহোক, শুরুর দিকে একটু সমস্যা হয় টিউন নিয়ে।১টি টিউন করতে পরিশ্রম অবশ্যই হয় আর তাই আগামিতে
চেষ্টা করবেন টিউন করার আগে সে টিউনের বিষয় নিয়ে একটু সার্চ করে নিতে।তাহলে আর কারো নেগেটিভ মন্তব্য শুনতে হবেনা।
পরবর্তী টিউনের জন্য শুভকামনা রইলো।