সবাইকে জানাই আমার সালাম ও শুভেচ্ছা, আমার ২য় টিউনে আপনাকে স্বাগতম। যারা আমার প্রথম টিউন মিস করছেন তারা এখান থেকে পড়ে নিন।
***ওয়েব গুরুদের ব্যবহার করা সাইট ব্যবহার করে আপনার সাইট এর Alexa Rank কমান, সহাজেই ও অতি দ্রুত।***
আজ শিখাবো কিভাবে আপনারা নিজের সাইটের ফ্রীতে Social Bookmarking করে নিতে পারবেন আমার দেয়া কাজের লোকের মাধ্যমে। প্রথমে এই সাইট এ একটা একাউন্ট খুলে নিন। তারপর ইমেল Confirm করুন। তারপর সাইটে লগিন করুন। (আবার ভুলে একাউন্ট না খুলে টুইটার আইডি দিয়ে লগিন কইরেন না, তবে কিন্তু করতে পারবেন না। তখন আমার দোষ দিয়েন না।)
আর এই কাজের জন্য আপনার ৩ টা ফেক একাউন্ট লাগবে, চাইলে Orginal একাউন্ট দিয়ে ও করতে পারেন কিন্তু ফেক একাউন্ট দিয়ে করলে ভালো হবে আপনার।
১. ১ টা জিমেল আইডি।
২. ১ টা ফেসবুক আইডি।
৩. ১ টা টুইটার আইডি।
প্রথম সেটিং এ গিয়ে আপনার টুইটার আইডি দিয়ে সেব/Save করেন, আর না করলে ও হবে। এবার Dashboard থেকে টুইটার আইকনে ক্লিক করেন, তারপর পেজে দেখা সব টুইটার ব্যবহার কারীদের ফলো করেন আর পয়েন্ট অর্জন করেন।
এমন করে গুগল+ আইকনে কিলিক করে ও গুগল ব্যবহার কারীদের গুগল+ এ এড করে প্রতি টার জন্য ৯৯-২০ কয়েন অর্জন করতে পারবেন।
আর সর্বশেষ ফেসবুক পেজে লাইক করে ও ৯৯-২০ কয়েন অর্জন করতে পারবেন প্রতি লাইকের বিনিময়।
এবার তাহলে আসি কীভাবে এই অর্জিত কয়েন এর বিনিময়ে আপনার সাইটের Social Bookmarking করবেন। পেজের ওপরে লিখা সেটিং এ গিয়ে যেই সাইটে আপনার সাইটের Social Bookmarking করতে চান টা বেছে নিন আর এই ছবির মত ঘর গুলোতে TiTel, url ও আপনার সাইটের বর্ণনা দিয়ে সেভ করুন ও সেভ হয়ে গেলে প্রতি Social Bookmarking করার জন্য কত কয়েন দিবেন তা নির্ধারণ করে দিন। এভাবে যত সাইটে আপনার লিঙ্ক ছড়িয়ে দিতে চান সেই সাইটে Diggo মত করে TiTel, url ও আপনার সাইটের বর্ণনা দিয়ে সেভ করে দিন আর আপনার সাইটকে আরও জনপ্রি করে তুলুন+SEO+Social Bookmarking +Traffc পান। আর এই ফ্রী কাজের লোক গুলো কে খাটাতে বা কাজ করতে প্রতিদিন আপনাকেও একটু কষ্ট ও কাজ করতে হবে, আর কাজ না করে যা পাই তা হারাম। চলুন সবাই হারাম কে “না” বলি ও দূরে থাকি।
আজকের মত বিদায় বলতেই হয়, আবার আসব আপনাদের কিছু দিতে। ভুল হলে নিজ গুণে ক্ষমা করে দিয়েন। আল্লাহ্ হাফেজ।
টুইটারে আমাকে ফলো করুন ফলো মি,
ফেসবুকে আমাকে বন্ধু করুন,
আর আমার ওয়েব সাইট ভিসিট করুন। আবার আসব নতুন কোন পোষ্ট নিয়ে।
আমি ফয়সাল আহমেদ (হৃদয়)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Visit my Facebook Profile for Detail www.fb.com/Faisal.ahammad.hridoy