ডেস্কটপের জন্য ৩টি প্রয়োজনীয় Shortcut Key

আজ আপনাদের আমি ৩টি Desktop Shortcut Key তৈরী করা শেখাব।Key গুলো হচ্ছেঃ  Shutdown,Restart,Hibernate।আপনাদের অনেকেই এই Key গুলো তৈরী করা জানেন।কিন্তু যারা এখনো জানেন না,তাদের জন্য আমার আজকের টিউন।

Shutdown:

প্রথমে ডেস্কটপের খালি জায়গায় রাইট মাউস বাটন ক্লিক করে New>Shortcut এ ক্লিক করুন।
তারপর, shutdown -s -t 0  লিখে
(এখানে, 0 হচ্ছে শূন্য ) Next ক্লিক করুন এবং  Finish চাপুন।ডেস্কটপে Shutdown নামে একটি Shortcut Key তৈরী হবে।এবার,Shutdown এ রাইট মাউস বাটন ক্লিক করে Properties এ ক্লিক করুন এবং Change icon এ ক্লিক করুন।পছন্দমত Icon নিয়ে আবার Ok চাপুন।সবশেষে আবার Ok দিন।
এবার ডেস্কটপের Shutdown Shortcut টি Run করুন।আপনার PC Shutdownহবে।

Restart:

Restart Key তৈরী করতে shutdown -s -t 0 এর জায়গায় shutdown -r -t 0 লিখলে Restart key  তৈরী হবে।এবার ঠিক আগের মত করে Properties এ গিয়ে Icon পরিবর্তন করুন।হয়ে গেল Restart Shortcut Key।

Hibernate:

ডেস্কটপ এর ফাঁকা জায়গায়  রাইট মাউস বাটন ক্লিক করুন।Mouse এর ক্লিক New>Shortcut
এ ক্লিক করুন।তারপর New>Shortcut window আসবে এবং বক্সে কমান্ড লিখতে হবে rundll32.exe PowrProf.dll, SetSuspendState।Next এ ক্লিক করে নাম দিন Hibernate।এবারও ঠিক আগের মত করে Properties থেকে Icon Change করে নিন।ব্যাস,এখন থেকে Hibernate shortcut টি ক্লিক করলেই আপনার PC Hibernate হয়ে যাবে।

উল্লেখ্য যে,অনেকেই কিন্তু Standby আর hibernate এর পার্থক্য বুঝে না।Standby হলে PC System Shutdown না হয়ে পরবর্তীতে Resume করে।কিন্তু,Hibernate করলে আপনার PC যতগুলো Task Running ছিল সেগুলো Hard Drive এ Save করে System Shutdown করে ফেলবে।PC পরবর্তীতে Start করলে Running Task গুলো Resume করে Start হবে।যার মানে দাড়াচ্ছে যে,Hibernate করলে আপনি PC Off করে বিদ্যু‌‍‍ৎ সংযোগ বন্ধ করে অন্যত্র সরালেও PC Start করলে Task Resume করবে।কিন্তু,Standby করে বিদ্যু‌‍‍ৎ সংযোগ বন্ধ করে দিলে আর Resume হবে না।

আশা করি নতুনরা টিউনটি পছন্দ করবে।ধন্যবাদ।

Level 0

আমি Fortune Hunter। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 277 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ। নতুন কিছু জানলাম।তা হল “Hibernate” ।
কিন্তু আপনার Shutdown,Restart এর Shortcut Key এর ব্যবহার Windows এর Normal Shortcut এর থেকে ঝামেলা মনে হচ্ছে।
—-=–তাই কিবোর্ডের Windows বাটন click >(double click) U =for Shutdown
and for Restart >click U >click R কত সহজ তাই না।

    হ্যাঁ,এটা আপনি ঠিকই বলেছেন।আমিও Shutdown,Restart এর জন্য Shortcut Use করি না।তবে Hibernate এর জন্য Use করি।কারণ ওটা usually থাকে না।তবে Hibernate করার আরেকটা Tricks ও বলে দিচ্ছি,Alt+Ctrl+Delete চাপুন।Task Manager ওপেন হলে উপরে Shutdown লেখায় ক্লিক করে Hibernate এ Ok দিন।ব্যাস,কাজ Finish 😀

ভাইয়া অনেক ধন্যবাদ…………….নতুন কিছু জানলাম ।।।।।।।।।।।।।।

Level 0

Thanks