টরেন্ট ডাউনলোড করুন IDM দিয়ে

আমরা সাধারনত uTorrent বা এজাতীয় অন্যান্য সফটওয়্যার দিয়ে টরেন্ট ডাউনলোড করে থাকি যা অত্যন্ত ধীর গতির প্রক্রিয়া। কিন্তু IDM দিয়ে ম্যাক্সিমাম স্পীডে টরেন্ট ডাউনলোড করা যায়।

এজন্য আপনাকে একটি ওইয়েবসাইটের সহায়তা নিতে হবে। ওইয়েবসাইটটি (http://zbigz.com) আপনার কাঙ্ক্ষিত টরেন্ট নিজেদের সার্ভারে আপলোড করে আপনাকে ডাউনলোড লিঙ্ক দিবে যা আপনি IDM দিয়ে ডাউনলোড করতে পারবেন।

প্রথমেই http://zbigz.com এ গিয়ে Sign Up করুন। এজন্য শুধু Email এবং Password লাগবে। ব্যাস। এবার যে টরেন্ট ডাউনলোড করবেন সেখানে GET THIS TORRENT লেখাটিতে মাউসের Left Click না করে Right Click করুন এবং সেখান থেকে Copy Link Location সিলেক্ট করুন। তারপর http://zbigz.com এ লগইন করে উপরের বক্সটিতে Link পেস্ট করুন এবং Go বাটনে ক্লিক করুন এবং তারপর Free তে ক্লিক করুন। এখন আপনার টরেন্টটি আপলোড হবে। আপলোড শেষ হলে ZIP বাটনে ক্লিক করে সবগুলো একসাথে ডাউনলোড করতে পারেন বা আপনার ইচ্ছেমত আলাদাভাবেও ডাউনলোড করতে পারেন। যেকোনো ডাউনলোড ম্যানেজার দিয়ে। সবচেয়ে দ্রুত ডাউনলোডের জন্য IDM দিয়ে ডাউনলোড করুন। ধন্যবাদ।

Level 0

আমি Orpheus। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস