টেকটিউনসে এটা আমার প্রথম টিউন , তাই কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।
RAR , ZIP এর পাসওয়ার্ড ভুলে গেলে কি করম ভোগান্তি হয় , সেটা সবারই জানা । এক্ষেত্রে আমরা বিভিন্ন PASSWORD RECOVERY সফটওয়ার ব্যবহার করি । কিন্তু এগুলোর পারফরমেন্স বড়ই হাস্যকর , প্রথমত এটি সামান্য কঠিন পাসওয়ার্ড হলে কিছুতেই তা ভাঙতে পারে না , আর যদি কোন ভাবে ভাঙে তবে ১০ থেকে ১০৮ ঘন্টা সময় নেয় , কিংবা আরো বেশি ।
কিন্তু আজকে আমি আপনাদের এমন একটি ট্রিক দেখবো যাতে আপনি মুহুর্তে RAR , ZIP ফাইলের পাসওয়ার্ড ভাঙতে পারবেন । তবে এখান ফাইলটা আপলোড করতে হয় তাই এটি আপনার নেটের স্পিডের ওপর নির্ভর করে ।
তো এবার শুরু করা যাক ।
১।প্রথমে এখানে যান http://archive.online-convert.com/convert-to-zip
২।CHOOSE FILE ক্লিক করুন এবং আপনার কাংক্ষিত RAR , ZIP ফাইলটি SELECT করুন।
৩।এবার CONVERT FILE ক্লিক করুন।
৪।আপনার ফাইলটি এখন আপলোড হবে ,তাই কিছুক্ষণ অপেক্ষা করুন।
৫।আপলোড শেষ হলে একটি পেজ আসবে এবং আপনার ফাইলটি AUTOMATICLY ডাউনলোড শুরু হবে । খেয়াল করুন আপনার ফাইলেন সাইজও কিছুটা কমে যাবে।
৬।ডাউনলোড শেষ হলে ফাইলটি অপেন করে EXTRACT করার চেষ্টা করুন এবং দেখুন কোন পাসওয়ার্ড চাবে না সুন্দর মতো EXTRACT হবে।
আজ এই পর্যন্তই । টিউনটি কেমন হয়েছে তা অব্যশই কমেন্ট করবেন।
ভালো থাকবেন সবাই । আল্লাহ হাফেজ
আমি Faiyaz Faheem। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
jotil to vai tnx