ওয়েব গুরুদের ব্যবহার করা সাইট ব্যবহার করে আপনার সাইট এর আলেক্সা রাঙ্ক কমান, সহাজেই ও অতি দ্রুত।
সবাইকে সালাম, ভুল হলে ক্ষমা করবেন, আমার টেকটিউনস এ এটাই প্রথম পোষ্ট, ভালো করে আমি বাংলা লিখতে পারি না। তাই একটু কষ্ট করে আমার লেখা গুলো বুঝে নিবেন। আজ আপনাদের আমি শিখাবো কী ভাবে দুনিয়ার সবচেয়ে সহজ ভাবে আপনার সাইট এর আলেক্সা রাঙ্ক কমাবেন, তার জন্য প্রথমেই এই সাইট এ করে রেজিস্টেশন নিন, রেজিস্টেশন করতে শুধু ইমেল ও পাসওয়ার্ড দিন। তারপর ইমেল কনফ্রাম করেন। এবার সাইট টিতে Login করেন। এবার আপনার ব্রাউজার এ আলেক্সা টুলবার টি ইনিষ্টল করে নিন। এখন সাইট টিতে লগিন করে Dashbord এ গেলে দেখবেন লেখা আছে Launch Autosurf Booster, এই লেখাই ক্লিক করে পয়ন্ট অর্জন করুন আর আপনার আলেক্সা রাঙ্ক দ্রুত কমাইয়া ফেলুন। প্রথম রেজিস্টেশন করলে ফ্রী ১৫০ পয়েন্ট পাবেন। আর ১ পয়েন্ট = ১ ভিসিটর। সেহেতু রেজিস্টেশন করলেই ফ্রী পাবেন আপনার ওয়েব সাইট এ ১৫০ ভিসিটর। তাই চেষ্টা করে দেখুন আর বিফলে মূল্য ফেরত দিবো, রাতের বেলা অটোসার্ফ ওয়ে দিয়ে ঘুমাই থাকেন আর সকালে মজা দেখেন। কিন্তু আপনি বলতে পারেন যে অটোসার্ফ করে কতোই আলেক্সা রাঙ্ক কমবে? আপনি হয়তো জানেন একজন আলেক্সা টুলবার ব্যবহারকারি ভিসিটর ওয়েব সাইট ভিসিট করলে কেমন হিট হয়। এই সাইট এর সবাই ই আপনার মতো প্রথমেই আলেক্সা টুলবার ইনিষ্টল করা নিছে। তাই আপনি যত ভিসিটর পাবেন সবাই আলেক্সা টুলবার ব্যবহারকারী, সেহেতু বুঝতে ই পারছেন কেমন হতে পাপে আপনার ৭ দিনে আপনার আলেক্সা রাঙ্ক। আর এই সাইট টা দুনিয়ার ছোট থেকে বড় সব ওয়েব মাষ্টাররা ব্যবহার করে, চাইলে আপনি ও ব্যবহার পারেন। তাই এখনই শুরু করে দিন আর আপনার আলেক্সা রাঙ্ক অর্ধেক করে ফেলুন। প্রমাণ হিসাবে দেখে আসুন আমার ওয়েব সাইট যার বাংলাদেশে রাঙ্ক ৩৪৭৬ আর পেজ রাঙ্ক ২. চাহিলে ফ্রী ব্যাকলিঙ্ক ও করতে পারেন আমার ওয়েব সাইট থেকে।
টুইটারে আমাকে ফলো করুন ফলো মি,
ফেসবুকে আমাকে বন্ধু করুন,
আর আমার ওয়েব সাইট ভিসিট করুন। আবার আসব নতুন কোন পোষ্ট নিয়ে।
ধন্যবাদ।
আমি ফয়সাল আহমেদ (হৃদয়)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Visit my Facebook Profile for Detail www.fb.com/Faisal.ahammad.hridoy
Good………………..
http://www.scienceeducationblog.com/vitamins