সবাই প্রথমে আমার সালাম গ্রহন করবেন।আশা করি সবাই ভাল আছেন।ভাল থাকেন এই কামনাই করি।
টিউন করান জন্য কোনও কিছু পাচ্ছিলাম না। তাই যেটা জানি সেইটাই নিয়ে এই টিউন করতে বসলাম।
যাক কথা না বাডিয়ে কাজের কথাই আসি।
যারা নেট থেকে মুভি বা যে কোনও ভিডিওস ডাউনলোড় করে থাকেন । আসা করি তাদের কজে লাগতে পারে।
আমারা যারা নেট থেকে কম আর বেশি মুভি ডাউনলোড় করে থাকি । তারা হইত মুভির পোষ্টার , নাম,
স্ক্রীনসট কিংবা স্টার দেখে ডাউনলোড় করে থাকি।
কিন্ত অনেক সময় দেখা যায় ডাউনলোড় কমপ্লিট হওয়ার পর দেখতে যে রকম হবে মনে করছিলাম
সেই রকম মনের মত হই না
তাই আসা করি নিচের কয়েকটি ধাপ যদি অনুসরণ করি তাহলে ডাউনলোড় করার আগে যে রকম মনে
করবেন সেই রকম হতে পারে।
(১)- যে কোনও মুভি ডাউনলোড় করার আগে মুভিটির (কান্ট্রি, জেনরি স্টার, স্ক্রীনসট, ট্রাইলার )
দেখে ডাউনলোড় করতে পারেন।
(২) যদি যে ওয়েবসাইট থেকে মুভি ডাউনলোড করেন সে সাইটে মুভি ইনফর্মেশন যদি না থাকে
তাহলে এই লিংকে যান সাচ্ বক্সে মুভির নাম টা দিলেই ইনফর্মেশন পেয়ে যাবেন
(৩) আর যারা Action-Adventure-Fantasy মুভি দেখতে ভালবাসেন তারা USA কান্ট্রি
দেখে নিবেন । কারণ USA মত ভাল গ্রাফিক্স কোনও কান্ট্রি ই করতে পারে না ।
(৪) মুভি ডাউনলোড করার আগে Youtube তে একবার ট্রাইলার দেখে নিতে পারেন
যদি সরাসরি মুভির কোয়ালিটি দেখতে চান । তাহলে যে মুভিটা ডাউনলোড করবেন সেই মুভিটা
আই ডি এম ডাউনলোড দিন ।
ডাউনলোড ৫-৬% হওয়ার পর Cancel দিয়ে মাই কম্পিউটার / ফোল্ডার অপশন থেকে
View/ Show Hidden Files.Folders.And Drives চিহ্ন টা দিন
তারপর My Documents/ কিংবা যে নাম দিয়ে কম্পিউটার রেজিস্টার করেছেন সেই ফোল্ডারে
ড়ুকে AppData নামের একটা ফোল্ডারে পাবেন সেখান থেকে AppData /Roaming/IDM/DwnlData/তারপর আপনার পিসি রেজিস্টার নাম ফোল্ডার/
ড়ুকে আপনার IDM ডাউনলোড লিস্টে যত গুলো ফাইল আছে তার সব ফোল্ডার পাবেন
সেখান থেকেই আপনার ৫-৬% হওয়া মুভির ফোল্ডারে ড়ুকে মুভি ফাইলটি প্লে করে মুভিটির কোয়ালিটি আর মুভিটি দেখতে কেমন হবে সেটা বুঝে নিন।
নিচে স্ক্রীন দিয়ে দিলাম
যদি বুঝতে কোনও সমস্যা হই । তাহলে কমেন্ট করে জানাবেন ।
আর হ্যাঁ মুভি ডাউনলোড করার জন্য আমার জানা মত ভাল একটা সাইট এখানে
আমার আগের পোস্ট টি দেখতে পারেন >>> কি মডেমে অন্য কোন ও অপারেটর সিম সাপোর্ট করতেছে না? Unlock করে নিন
আজ এই পযন্ত সবাই ভাল থাকবেন। আল্লাহ হাফেজ
আমার পেজ এ সবাই কে একটা লাইক এর অনুরুধ জানাচ্ছি
আমি নুরুল কবির মানিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Atik is a Great Tuner. He always share positive informative tunes…………….Again thanks Atik
Go ON
http://www.scienceeducationblog.com/