টি টি বন্ধু এবং বড় ভাইরা সালাম নিবেন। এটি আমার প্রথম পোস্ট।ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।আপনাদের অনেকের পোস্ট থেকে অনেক কিছু জানতে পেরেছি এবং জানছি। আজ আমি আমনাদের একটি সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দিতে চাই যেটি দিয়ে আপনি উপকৃত হতেও পারেন। চলুন কথা না বাড়িয়ে কাজে নেমে পড়ি।
এক্রনিজ ট্রু ইমেজ সফটওয়্যার মাধ্যেমে আমার জানালা ৭ ব্যাকআপ নেবার পর আমার ডিউ মিটারে শো করছে কোথায় যেন কি ডাউনলোড হচ্ছে। কোন মতেই বের করতে পারলাম না কোথায় কি ডাউনলোড হচ্ছে।উইনডোজের অটোমেটিক আপডেট বন্ধ করলাম তাও দেখি ডাউনলোড হয়েই যাচ্ছে।এভাবে টুকে টুকে সব সফটওয়্যারের অটো আপডেট বন্ধ করলাম বাট কোন মতেই ডাউনলোড বন্ধ হচ্ছে না। এই মূহুর্তে কার কাছে হেল্প নেয়া যায় তাও মনে করতে পারছি না। তৎক্ষণাত গুগল কাক্কার কথা মনে পড়ল। লিখলাম whats going on my computer........তারপর সেখান থেকে বাহির করলাম ছোট্ট অথচ কাজের এই সফট্ওয়্যাটিকে। এই সফটওয়্যারর মাধ্যেমে আপনি জানতে পারবেন এই মূহুর্তে আপনার কম্পিউটারে কি কি কাজ হচ্ছে।আপনি ইচ্ছে করলে ফ্রিজ করে দেখতে পারেন কারন প্রতি মূহুর্তে আপডেটের কারনে দেখতে প্রবলেম হতে পারে।
প্রগরামের উপর ক্লিক করে এর ডিটেইলস জানতে পারেন।ইত্যাদি আরো অনেক কাজ করতে পারবেন।আগে যদি এই ধরনের সফটওয়্যার নিয়া কেউ আলোচনা করে তার জন্য ক্ষমা চেয়ে নি্চ্ছি।
আমি S Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 138 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সুন্দর একটি সফ্টওয়্যার, অনেক দিন হল এই রকম একটা খুজছিলাম ধন্যবাদ রহমান ভাই।