আমাদের অধিকাংশই ওয়ার্ড ফাইল থেকে পিডিএফ এ কনভার্ট করতে এডোবি এক্রোবাট রাইটার প্রোগ্রামটি ব্যবহার করে থাকেন। কিন্তু এই প্রোগ্রামটি সাইজে যেমন বড়, কম্পিউটারে রিসোর্সও তেমন খায়। আর একটু পুরোনো কনফিগারেশনের কম্পিউটার হলে তো কথায় নেই, এক এক্রোবাট রাইটার ওপেন করলে পুরো কম্পিউটারটাই স্লো হয়ে যায়। তখন অন্য কোন কাজ আর করা যায় না। এক্রোবাট রাইটারের কাজই যদি আমি মাত্র ৯৩৩কেবি একটা এড-ইনস দিয়ে করতে পারি তাহলে কেনই শুধু শুধু এমন ভারি একটা সফটওয়ার ব্যবহার করতে যাবো। সম্প্রতি আমার এক বন্ধুর কাছ থেকে ওয়ার্ড থেকে পিডিএফ এ কনভার্ট করার একটা প্রোগ্রাম ম্যানেজ করেছি। এটির সাইজ মাত্র ৯৩৩কেবি আর ইনস্টলের পর এটি আপনার পিসিতে যায়গা নিবে মাত্র ১৩৩ কেবি। কি বিশ্বাস হচ্ছে না? আসুন দেখি কিভাবে এটি ব্যবহার করা যায়।
১. প্রথমে এড-ইনসটি এখান থেকে ডাউনলোড করে নিন এবং জিপ ফাইলটি আনজিপ করুন।
২. এবার এড-ইনসটি ইনস্টল করুন। এখানে একটা কথা বলে রাখি, এটি মুলত মাইক্রোসফট অফিস ২০০৭ এর একটি এড-ইনস। তাই আপনার অফিসটি ২০০৭ ভার্সন হওয়া লাগবে।
৩. আপনি যে ওয়ার্ড ফাইলটি পিডিএফ এ কনভার্ট করতে চাচ্ছেন সেটি ওপেন করুন। Office Button> Save As এ ক্লিক করলে PDF or XPS নামে নতুন একটি ফাইল সেভিংস option দেখতে পাবেন। PDF or XPS এ ক্লিক করুন।
৪.কোথায় ফাইলটি সেভ করতে চান সেটি উল্লেখ করে Publish এ ক্লিক করলেই মুহুর্তেই আপনার ওয়ার্ড ফাইলটি পিডিএফ এ রুপান্তর হয়ে যাবে।
৫. এখন আপনি যেকোন পিডিএফ রিডার দিয়ে ওপেন করে দেখুন ফাইলটি আপনার কাংখিত মতো পিডিএফ এ রুপান্তর হয়েছে কিনা।
আমি noor2729। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ। কারো কাছে Multi language converter (with Bangla) soft থাকলে তার link দয়া করে [email protected] এ পাঠালে খুব খুশি হব।