.iso ফাইল ডিভিডি তে বার্ন করার আগেই দেখে নিন ফাইলটা কাজ করবে কিনা (কেবল মাত্র নতুনদের জন্য)

কিছুদিন হল দেখছি টেকটিউনস এ কমপ্রেসড উইন্ডোজ নিয়ে টিউন হচ্ছে । অনেকে হয়ত এই টিউন দেখে অনেক খালি(Blank) ডিভিডি নষ্ট করেছেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় একটাও কাজ করেনি । ফলে বেকার বেকার ডিভিডি আর এমবি দুটোই নষ্ট হয়েছে কিন্তু আজ আমি আপনাদের জন্য এমন একটা সফটওয়্যার নিয়ে এসেছি যেটা দিয়ে আপনি খুব সহজেই ডিভিডিতে না বার্ন করেই জেনে যেতে পারবেন আসলে ওটা কি কাজ করবে ? নাকি করবে না । তো চলুন দেখে নি সফটওয়্যারটা । সফটওয়্যারটার নাম Daemon Tools.ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
ডাউনলোড করা হলে ডাউনলোড করা ফাইলটাতে ডবল ক্লিক করুন । এরপর নিচের ছবির মত একটা উইন্ডো পাবেন সেখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেক্সট এ ক্লীক করুন ।


এরপর I agree তে ক্লিক করুন ।


এরপর free version সিলেক্ট করে নেক্সট এ ক্লিক করুন ।


এরপর আবার নেক্সট এ ক্লিক করুন ।


তারপর Don't allow সিলেক্ট করে নেক্সট এ ক্লিক করুন ।


সবশেষে Install এ ক্লিক করুন ।


ব্যাস এবার ইন্সটল কমপ্লিট না হওয়া অপেক্ষা করুন ।


ইন্সটল কমপ্লিট হলে My Computer ওপেন করে দেখুন BD-Rom Drive বলে একটা নতুন ড্রাইভ চলে এসেছে ।

ব্যাস তাহলে কাজ শেষ । এবার ডাউনলোড করা যে কোন .iso ফাইল এ ডবল ক্লিক করুন । এরপর একটা নতুন ছবি পাবেন সেটাতে লিখা থাকবে Mounting Image ।

এবার My Computer খুলে BD-Rom Drive(যে ড্রাইভটা নতুন এসেছে) সেটাতে ডবল ক্লিক করুন ।


এরপর সেটা ওপেন হলে চেক (যেভাবে আপনি ডিভিডিতে চেক করেন) করুন যে জন্য আপনি .iso ফাইলটা ডাউনলোড করেছেন সেটা ঠিক-ঠাক কাজ করছে কিনা । যদি কাজ করে তাহলে বুঝবেন ফাইলটা ভালো আর কাজ না করলে বুঝবেন আপনার ডিভিডিটা বেঁচে গেল ।
আসলে আমি ছোটতে .iso ফাইল চেক করতে গিয়ে অনেক ডিভিডি নষ্ট করেছি, কিন্তু এখন আর করি না কেবল যদি ফাইলটা কাজ করে তাহলেই বার্ন করি নাহলে করি না ।
আজ এ পর্যন্তই ভালো থাকবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন । শীঘ্রই আবার দেখা হবে ।
ধন্যবাদ ।

সৌজন্যেঃ রাজা ব্যানার্জি

Level 0

আমি Raja Banerjee। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 264 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দরকারি টিউন ।সরাসরি প্রিয় তে ।

    @Black Dragon
    এইটা ভাই কিসের লিংক দিলেন? সেই পুরানো ক্যাচাল…. আপনার আগের কমেন্টগুলো অনেক ভাল ছিল কিন্তু এই টিউন দেওয়ার পর নিজের মান ইজ্জত নষ্ট করলেন। এখন আবার ডাউনলোড লিংক দিছেন!!!!

আজ লেখা ভালমতো পড়া যাচ্ছে, ধনবাদ।

    @Black Dragon: আপনাকেও ধন্যবাদ ।

    @Black Dragon: উইন্ডোজ ৮ এর নতুন ডাউনলোড লিঙ্কটাতে ভাইরাস আছে, ডাউনলোড এ ক্লিক করলে আমার K7 Ultimate Security ব্লক করে দিচ্ছে ।

Level 0

thanks আর মানুস ভাই আপনার দেওয়া tutorioal দেখে আমি dvd কিনে images files burn koresi now boot পাচ্ছে আগে পেতনা অনেক ধন্যবাদ!!

আচ্ছা ভাইয়া তুমি কি আমাকে একটা help করতে পারো?
টিউন কিভাবে ডিলিট করতে হয় জানালে উপকৃত হব (টেকটিউনস ডেস্ক-এ জিজ্ঞাসা করেছিলাম,কোন reply পাইনি এখন অবধি)।

    @Black Dragon: টেকটিউনস এ আমরা টিউন লিখতে পারবো কিন্তু টিউন ডিলিট করতে পারবো না , সে অধিকার আমাদের নেই ।

Level 0

গত পরশু দিন আমি একটা ISO রাইট করতে গিয়া দুইটা ডিভিডি নষ্ট করছি কিন্তু ISO খারাপ হওয়ার কারনে কাজ হয় নাই, এখন চিন্তা নাই, আর ডিভিডি নষ্ট হইব না। আপনাকে অনেক ধন্যবাদ এমন জটিল আর কাজের একটা সফট দেয়ার জন্য। প্রিয়তে নিলাম।

    @Roni: আপনাকেও ধন্যবাদ , এমন একটা জটিল কমেন্ট করার জন্য ।

Level 0

BD rom e doble click korar por ki korte hobe . seta valo kore bujlamna

    @LR: আপনি ডিভিডি তে বার্ন করলে যেটা পাবেন mount করার পর সেটাই bd rom এ ডবল ক্লিক করলে পাবেন ।

Level 0

ভাই আমি xp চালাই,BD-ROM আসে নাই reboot করছি তারপরও আসে নাই ৷

    @ronytajul: ভাই আমি কখনও উইন্ডোজ এক্সপি ইউজ করি নি তাই বলতে পারছি না । সরি ।

ইউ এস বি বুট করুন তাহলে তো সিডি কিনে নষ্ট করতে হয় না। ইউ এস বি বুট করার জন্য অনেক নামি দামি
সফট আছে।
আর যারা না পারেন ইউ এস বি বুট করতে তাদের জন্য আমি তো আছি।
০১৮২২৮৫৯৮৫১

আচ্ছা ভাই, আমার কাছে একটা ISO সফটওয়ার আছে। ডিভিডি ছাড়া আপনার সফটওয়ার এর মাধ্যমে কি ইনষ্টল করা যাবে? একটু জানান প্লিজ……………….

vai amar pic ta amon ase ta hole ki korbo
Pic download dilam vai plz dhke janaben
link:http://uppit.com/dvn0bx3bhzfk/Untitled.png
or

http://uppit.com/dvn0bx3bhzfk/Untitled.png
ami apnar commen er opekhaite roylam er por ki korbo

    Level New

    @Bappykhan-Munshigonj: apni ki korte chassen ba jante chassen ?

      @saif_precio: vai ami j http://uppit.com/dvn0bx3bhzfk/Untitled.png pic download link dia buja te chai j …oi iso file ta disk e burn korle BOOt hobe kina…apne akbar all win er akta tune korchilen seikhan theke ami SP XP3 download korchilam kinto DVD boot hoi nai ….ki korle boot hobe

        Level New

        @Bappykhan-Munshigonj: boot houar jonno 2 ta file obossoi kheyal korben. bootmgr ebong autorun.inf ei file 2 ta na thakle boot hobe na. Windows xp ta amio try koresi amartay hoyese. but problem ta holo xp ta backdated and er virus and malware protection nai. ar je pc te install korben tate virus thakle boot hobe na. tai xp na use koratai better. ar pendrive theke bott korar jonno kono software lage na. direct pendrive a file extract korlei hoye jay. just kheyal rakhte hobe ullekhito 2 ti file ase kina.

file 2ta khothai pabo Boss
1. bootmgr
2. autorun.inf
R Boss Apne Bollen Pen Drive Boot Korte kono soft lage Na….ta hole Ki vai Xp cd Vetor Joto gulo File Ache ta pen drive paste kore dibo….,r vai amar”” [email protected] “” e aapnar Mobile Num ta akto Kosto kore Dile Khusi Hotam..
Vahlo Thakben

@saif_precio: file 2ta khothai pabo Boss
1. bootmgr
2. autorun.inf
R Boss Apne Bollen Pen Drive Boot Korte kono soft lage Na….ta hole Ki vai Xp cd Vetor Joto gulo File Ache ta pen drive paste kore dibo….,r vai amar”” [email protected] “” e aapnar Mobile Num ta akto Kosto kore Dile Khusi Hotam..
Vahlo Thakben