কিছুদিন হল দেখছি টেকটিউনস এ কমপ্রেসড উইন্ডোজ নিয়ে টিউন হচ্ছে । অনেকে হয়ত এই টিউন দেখে অনেক খালি(Blank) ডিভিডি নষ্ট করেছেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় একটাও কাজ করেনি । ফলে বেকার বেকার ডিভিডি আর এমবি দুটোই নষ্ট হয়েছে কিন্তু আজ আমি আপনাদের জন্য এমন একটা সফটওয়্যার নিয়ে এসেছি যেটা দিয়ে আপনি খুব সহজেই ডিভিডিতে না বার্ন করেই জেনে যেতে পারবেন আসলে ওটা কি কাজ করবে ? নাকি করবে না । তো চলুন দেখে নি সফটওয়্যারটা । সফটওয়্যারটার নাম Daemon Tools.ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।
ডাউনলোড করা হলে ডাউনলোড করা ফাইলটাতে ডবল ক্লিক করুন । এরপর নিচের ছবির মত একটা উইন্ডো পাবেন সেখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেক্সট এ ক্লীক করুন ।
এরপর free version সিলেক্ট করে নেক্সট এ ক্লিক করুন ।
এরপর আবার নেক্সট এ ক্লিক করুন ।
তারপর Don't allow সিলেক্ট করে নেক্সট এ ক্লিক করুন ।
ব্যাস এবার ইন্সটল কমপ্লিট না হওয়া অপেক্ষা করুন ।
ইন্সটল কমপ্লিট হলে My Computer ওপেন করে দেখুন BD-Rom Drive বলে একটা নতুন ড্রাইভ চলে এসেছে ।
ব্যাস তাহলে কাজ শেষ । এবার ডাউনলোড করা যে কোন .iso ফাইল এ ডবল ক্লিক করুন । এরপর একটা নতুন ছবি পাবেন সেটাতে লিখা থাকবে Mounting Image ।
এবার My Computer খুলে BD-Rom Drive(যে ড্রাইভটা নতুন এসেছে) সেটাতে ডবল ক্লিক করুন ।
এরপর সেটা ওপেন হলে চেক (যেভাবে আপনি ডিভিডিতে চেক করেন) করুন যে জন্য আপনি .iso ফাইলটা ডাউনলোড করেছেন সেটা ঠিক-ঠাক কাজ করছে কিনা । যদি কাজ করে তাহলে বুঝবেন ফাইলটা ভালো আর কাজ না করলে বুঝবেন আপনার ডিভিডিটা বেঁচে গেল ।
আসলে আমি ছোটতে .iso ফাইল চেক করতে গিয়ে অনেক ডিভিডি নষ্ট করেছি, কিন্তু এখন আর করি না কেবল যদি ফাইলটা কাজ করে তাহলেই বার্ন করি নাহলে করি না ।
আজ এ পর্যন্তই ভালো থাকবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন । শীঘ্রই আবার দেখা হবে ।
ধন্যবাদ ।
আমি Raja Banerjee। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 264 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দরকারি টিউন ।সরাসরি প্রিয় তে ।